A
Unnecessary
B
Unneccessary
C
Unecessary
D
Unnesesary
উত্তরের বিবরণ
Correct Spelling: Unnecessary (Adjective)
English Meaning: not needed; more than is needed.
Bangla Meaning: অপ্রয়োজনীয়; অনাবশ্যক; বাহুল্য; অহেতুক।
Example Sentence: He made an unnecessary comment during the meeting.
Bangla Meaning: সে সভার সময়ে অপ্রয়োজনীয় মন্তব্য করেছিল।

0
Updated: 22 hours ago
Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
Created: 2 weeks ago
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.

0
Updated: 2 weeks ago
I ran fast but I could not get the train.
Make it simple-
Created: 4 weeks ago
A
In spite of my running fast, I could not get the train.
B
Though I ran fast, I missed the train.
C
Running fast, I missed the train.
D
I ran fast, yet I missed the train.
• Correct Answer: In spite of my running fast, I could not get the train.
• But যুক্ত Compound sentence কে Simple Sentence এ পরিণত করার নিয়ম-
- প্রথমে Inspite of বসে + প্রথম Sentence এর Subject এর Posssesive form বসেছে + প্রথম Sentence এর am/is/are/was/were এর পরিবর্তে being বসে বা has, have, had, এর পরিবর্তে having বসে বা প্রথম বাক্যের মূল verb এর সাথে ing যোগ করতে হয়+ but এর পরিবর্তে comma (,) বসে+ দ্বিতীয় Sentence টি বসে।
• Compound: He is ill but he can run fast.
- Simple: In spite of his being ill, he can run fast.
• Compound: I ran fast but I could not get the train.
- Simple: In spite of my running fast, I could not get the train.

0
Updated: 4 weeks ago
Which word means the opposite of 'dearth'?
Created: 6 days ago
A
lack
B
abundance
C
poverty
D
shortage
'abundance' means the opposite of 'dearth'.
উত্তর: Dearth
শব্দগুলোর অর্থ এবং উদাহরণ:
-
Dearth (noun)
-
ইংরেজি অর্থ: Scarcity or lack of something
-
বাংলা অর্থ: অভাব; অনটন; আকাল
-
উদাহরণ: The region is suffering from a dearth of medical specialists.
(এই অঞ্চলে চিকিৎসা বিশেষজ্ঞের অভাব রয়েছে।)
-
Abundance (noun)
-
ইংরেজি অর্থ: A very large quantity of something
-
বাংলা অর্থ: অতিপ্রাচুর্য; প্রয়োজনাধিক পরিমাণ
-
উদাহরণ: There was an abundance of food at the wedding.
(বিয়েতে প্রচুর খাবারের ব্যবস্থা ছিল।)
অপশনগুলোর অন্যান্য শব্দের অর্থ:
-
Lack (verb)
-
ইংরেজি অর্থ: The fact that something is not available or is insufficient
-
বাংলা অর্থ: অভাব থাকা
-
উদাহরণ: He lacks common sense.
(তার সাধারণ বুদ্ধি নেই।)
-
Poverty (noun, uncountable)
-
ইংরেজি অর্থ: The condition of being extremely poor
-
বাংলা অর্থ: দারিদ্র্য; দরিদ্রতা
-
উদাহরণ: Some 80% of Haitians live in poverty, and few have proper jobs.
(হাইতির প্রায় ৮০% মানুষ দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপন করে, এবং কয়েকেরই সঠিক চাকরি আছে।)
-
Shortage (noun, countable/uncountable)
-
ইংরেজি অর্থ: A situation in which there is not enough of something
-
বাংলা অর্থ: কমতি; ঘাটতি; অনটন; অভাব
-
উদাহরণ: There's a shortage of food and shelter in the refugee camps.
(শরণার্থী শিবিরে খাবার ও আশ্রয়ের ঘাটতি রয়েছে।)
উৎস: Accessible Dictionary, Bangla Academy
Dearth (noun)
-
ইংরেজি অর্থ: Scarcity or lack of something
-
বাংলা অর্থ: অভাব; অনটন; আকাল
-
উদাহরণ: The region is suffering from a dearth of medical specialists.
(এই অঞ্চলে চিকিৎসা বিশেষজ্ঞের অভাব রয়েছে।)
Abundance (noun)
-
ইংরেজি অর্থ: A very large quantity of something
-
বাংলা অর্থ: অতিপ্রাচুর্য; প্রয়োজনাধিক পরিমাণ
-
উদাহরণ: There was an abundance of food at the wedding.
(বিয়েতে প্রচুর খাবারের ব্যবস্থা ছিল।)
Lack (verb)
-
ইংরেজি অর্থ: The fact that something is not available or is insufficient
-
বাংলা অর্থ: অভাব থাকা
-
উদাহরণ: He lacks common sense.
(তার সাধারণ বুদ্ধি নেই।)
Poverty (noun, uncountable)
-
ইংরেজি অর্থ: The condition of being extremely poor
-
বাংলা অর্থ: দারিদ্র্য; দরিদ্রতা
-
উদাহরণ: Some 80% of Haitians live in poverty, and few have proper jobs.
(হাইতির প্রায় ৮০% মানুষ দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপন করে, এবং কয়েকেরই সঠিক চাকরি আছে।)
Shortage (noun, countable/uncountable)
-
ইংরেজি অর্থ: A situation in which there is not enough of something
-
বাংলা অর্থ: কমতি; ঘাটতি; অনটন; অভাব
-
উদাহরণ: There's a shortage of food and shelter in the refugee camps.
(শরণার্থী শিবিরে খাবার ও আশ্রয়ের ঘাটতি রয়েছে।)

0
Updated: 6 days ago