The idiom "Word of mouth" means -
A
Written information
B
False news
C
Public speech
D
Spoken recommendation
উত্তরের বিবরণ
• "Word of mouth" (Idiom)
-
English meaning: Information or recommendation communicated orally rather than in writing; passed from person to person.
-
Bangla meaning: মুখে মুখে প্রচার; ব্যক্তিগত কথাবার্তার মাধ্যমে তথ্য বা খবর ছড়িয়ে পড়া।
• ব্যবহার:
-
কোনো সেবা, পণ্য বা প্রতিষ্ঠানের প্রসার বা পরিচিতি ব্যক্তিগত কথোপকথনের মাধ্যমে ঘটলে বলা হয় "word of mouth"।
• Example sentences:
-
Most new customers come to our store through word-of-mouth recommendations.
-
The restaurant became popular quickly thanks to word of mouth.
-
Students learned about the seminar purely by word of mouth.
0
Updated: 1 month ago
Verb of 'Number' is __
Created: 2 months ago
A
number
B
enumerate
C
numbering
D
numerical
According to The Oxford dictionary,
ক) Number (noun) (পরিমাণ বা অঙ্ক; সংখ্যা) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
- Number (Verb) (সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া)
- Amount to (a specified figure or quantity); comprise.
খ) Enumerate (verb) গণনা করা; এক এক করে নামোল্লেখ করা
- it itself is a different verb that is similar to the verb 'number'
গ) Numbering (verb)- চিহ্নিত করা; সংখ্যাগণনা করা; সংখ্যা দেত্তয়া;
- This is the continuous form or gerund of the verb "number." It denotes an ongoing action.
- For example, "He is numbering the pages of the manuscript."
ঘ) Numerical(adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক।
• Number এবং Numbering উভয়ই verb form এ রয়েছে কিন্তু tense ভেদে এরা ভিন্ন ভাবে ব্যবহৃত হয়।
- কিন্তু যদি number এর base verb form জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে Number অধিক গ্রহণ যোগ্য।
- যদি number এর ongoing or continous form জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে numbering গ্রহণযোগ্য।
- প্রদত্ত প্রশ্নে parts of speech এর interchange এর ভিত্তিতে যেহেতু number এর verb form জানতে চাওয়া হয়েছে, তাই অধিক গ্রহণ যোগ্য উত্তর হিসেবে number উত্তর রাখা হয়েছে।
Source: Oxford Dictionary and Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.
0
Updated: 2 months ago
The feminine gender of 'Colt' is:
Created: 2 months ago
A
Goat
B
Calf
C
Filly
D
Bitch
Feminine Gender of ‘Colt’
• Answer:
-
Colt (Masculine gender) → Filly (Feminine gender)
• Colt (Masculine gender)
-
English Meaning: A young male horse; a male foal
-
Bangla Meaning: ঘোড়ার বাচ্চা; অশ্বশাবক; (লাক্ষণিক) প্রায় অনভিজ্ঞ তরুণ
• Filly (Feminine gender)
-
Bangla Meaning: বাচ্চা ঘোটকী
• Other Examples:
-
Goat (Common gender) — ছাগল
-
He-goat / Billy-goat: পাঁঠা; ছাগ
-
She-goat / Nanny-goat: ছাগি
-
-
Calf (Common gender) — বাছুর; এক বছর বয়স পর্যন্ত তিমি, হাতি, সিল প্রভৃতি জন্তুর শাবক
-
Bull calf: ষাঁড় বাছুর
-
Cow calf: গরু/স্ত্রী বাছুর
-
-
Bitch (Feminine gender) — স্ত্রীজাতীয় কুকুর; খেঁকশিয়াল বা নেকড়ে; কুক্কুরী
-
Masculine gender: Dog
-
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago
Choose the correctly spelled word.
Created: 3 weeks ago
A
Grafitti
B
Graffitti
C
Graffiti
D
Graffity
The word with the correct spelling is Graffiti. It can function as both a noun and a verb.
-
English meaning: Usually unauthorized writing or drawing on a public surface.
-
Bangla meaning: দেওয়ালচিত্র; দেওয়াল লিখন।
-
Example sentence: The walls of the old building are covered with graffiti.
-
Bangla meaning: পুরাতন ভবনের দেয়াল গ্রাফিতি দিয়ে ঢাকা।
-
0
Updated: 3 weeks ago