I don't know what he wants.
Here, the underlined clause is a/ an -
A
Noun Clause
B
Adjective Clause
C
Adverbial Clause
D
Verbal Clause
উত্তরের বিবরণ
• Noun Clause
-
Noun Clause হলো সেই Subordinate Clause যা Noun-এর কাজ করে, অর্থাৎ Subject, Object, Complement বা Appositive হিসেবে ব্যবহৃত হতে পারে।
• ব্যবহারের ধরন:
-
Verb-এর Subject হিসেবে
-
Verb-এর Object হিসেবে
-
Object-এর Complement হিসেবে
-
Verb-এর Subject-এর Complement হিসেবে
-
Preposition-এর Object হিসেবে
• বিশেষ নিয়ম:
-
Noun Clause যখন Verb-এর Object হিসেবে আসে, তখন এটি সাধারণত That, অথবা Wh-word (what, when, where, whom, why, whether, how, if) দিয়ে শুরু হয়।
-
Transitive Verb-এর Object হিসেবে That দিয়ে শুরু হলে That প্রায়ই বাদ দেওয়া যায়।
• Example & Explanation:
-
Sentence: I don't know what he wants.
-
এখানে "what he wants" হলো Noun Clause। কারণ এটি Verb know-এর Object হিসেবে কাজ করছে এবং what দিয়ে শুরু হয়েছে।
-
অন্য উদাহরণ:
-
She believes that he is honest. (That ব্যবহার করা হয়েছে Object হিসেবে)
-
Do you understand why she left? (why দিয়ে শুরু হওয়া Object Clause)
-
0
Updated: 1 month ago
Which of the underlined parts in the following sentences is not an adverbial clause?
Created: 2 months ago
A
I went home because I was tired.
B
He works hard so that he can succeed.
C
Whether they will come is still uncertain.
D
He runs as fast as he can.
Correct Answer:
-
Whether they will come is still uncertain. ✅
Explanation:
-
The underlined part (Whether they will come) is a Noun Clause.
-
Noun Clause acts as the subject of the sentence here.
-
It often begins with That, What, When, Why, Whether, How when functioning as a subject.
-
Structure: Noun Clause + Be verb + Principal Clause
-
Example: Whether they will come (Noun Clause) + is (Be verb) + still uncertain (Principal Clause).
-
Other Options:
-
I went home because I was tired.
-
because I was tired → Adverbial Clause of Reason
-
Answers the question: “Why did I go home?”
-
-
He works hard so that he can succeed.
-
so that he can succeed → Adverbial Clause of Purpose
-
Answers the question: “Why does he work hard?”
-
-
He runs as fast as he can.
-
as fast as he can → Adverbial Clause of Degree
-
Answers the question: “How does he run?”
-
Note:
-
Adverbial clauses generally answer where, when, how, why questions, while Noun clauses often act as subject, object, or complement in a sentence.
Source:
-
A Passage To The English Language, S. M. Zakir Hussain
-
Advanced Learner's Communicative English Grammar & Composition, Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
'Imprudent' means-
Created: 1 month ago
A
Having or showing quickness of mind
B
Having or showing good judgment
C
Fast and typically superficial
D
Lacking discretion or wisdom
'Imprudent' মানে হলো: ঘ) Lacking discretion or wisdom
-
Imprudent (Adjective)
-
English Meaning: Not prudent; lacking discretion, wisdom, or good judgment.
-
Bangla Meaning: অবিমৃষ্যকারী; অবিবেচক; অবিচক্ষণ; হঠকারী।
-
প্রদত্ত অপশনসমূহ:
-
ক) Having or showing quickness of mind (Intelligent) – সূক্ষ্মবুদ্ধি।
-
খ) Having or showing good judgment (Prudent) – বিচক্ষণ; দূরদর্শী।
-
গ) Fast and typically superficial (Hasty) – ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি।
-
ঘ) Lacking discretion or wisdom (Imprudent) – অবিমৃষ্যকারী; অবিবেচক; অবিচক্ষণ; হঠকারী।
0
Updated: 1 month ago
Find the odd-one-out -
Created: 2 months ago
A
The Bluest Eye
B
Sula
C
As I Lay Dying
D
A Mercy
প্রশ্ন: উল্লিখিত অপশনগুলোর মধ্যে “Odd one” কোনটি?
-
উত্তর: As I Lay Dying
ব্যাখ্যা:
-
অন্য তিনটি সাহিত্যকর্ম—The Bluest Eye, Sula, এবং A Mercy—রচয়িতা আমেরিকান লেখিকা Toni Morrison।
-
As I Lay Dying একটি উপন্যাস, যা লিখেছেন William Faulkner এবং প্রকাশিত হয়েছে ১৯৩০ সালে।
As I Lay Dying সংক্ষেপে:
-
উপন্যাসটির ঘটনা ঘটে কল্পিত Yoknapatawpha কাউন্টি, Mississippi, USA-তে।
-
গল্পটি বিভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে ভাগাভাগি এবং ইন্টারকাটেড ন্যারেশনের মাধ্যমে বলা হয়েছে।
-
মূল চরিত্ররা:
-
Addie Bundren (প্রধান চরিত্র)
-
Anse (Addie-এর স্বামী)
-
Cash, Darl, Vardaman (ছেলেরা)
-
Dewey Dell (মেয়ে)
-
Jewel (Addie-এর অবৈধ সন্তান)
-
-
গল্পের মূল থিম: Addie-এর মৃত্যুর পর তার পরিবার তার ইচ্ছামতো তাকে জন্মস্থান কবরস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং পথের মধ্যে পরিবারের প্রত্যেক সদস্যের ভাগ্য তুলে ধরা হয়।
লেখক সম্পর্কে তথ্য:
-
William Cuthbert Faulkner ছিলেন আমেরিকান সাহিত্যিক।
-
জন্ম: ১৮৯৭, New Albany, Mississippi, USA
-
১৯৪৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য উপন্যাস:
-
The Sound and the Fury
-
As I Lay Dying (১৯৩০)
-
Light in August
-
Absalom, Absalom!
উৎস: Britannica
0
Updated: 2 months ago