"Yellow journalism" means -
A
Responsible journalism
B
Neutral journalism
C
Religious journalism
D
Sensational journalism
উত্তরের বিবরণ
• "Yellow journalism" (Noun)
-
English Meaning: Newspaper reporting that is exaggerated, sensationalized, and designed to attract attention rather than provide factual information.
-
Bangla Meaning: ভিত্তিহীন বা অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা, যা পাঠককে উত্তেজিত বা আকর্ষিত করার উদ্দেশ্যে করা হয়।
• Meaning: Sensational journalism
• Example Sentences:
-
The tabloid was accused of indulging in yellow journalism to boost sales.
-
Critics argue that yellow journalism undermines the credibility of the press.
-
Many newspapers resorted to yellow journalism during the scandal to grab public attention.
0
Updated: 1 month ago
No sooner had the bell rung than the students ______ out of the classroom.
Created: 1 month ago
A
rush
B
rushing
C
rushed
D
to be rushed
No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as — সবগুলোই ‘করতে না করতেই’ বা ‘হতে না হতেই’ অর্থে ব্যবহৃত হয়। এগুলোর ব্যবহার কিছু নির্দিষ্ট নিয়মের ওপর নির্ভর করে।
-
No sooner had থাকলে পরের অংশে than ব্যবহৃত হয় (not then)।
-
Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয় (not than)।
-
Scarcely had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয় (not than)।
-
As soon as থাকলে পরের অংশে কেবল একটি কমা ( , ) ব্যবহার করা হয়।
Structure (No sooner had):
-
No sooner had + subject + past participle of verb + than + subject + past form of verb
Complete Sentence: No sooner had the bell rung than the students rushed out of the classroom.
0
Updated: 1 month ago
'We work every day except Friday'. In this sentence 'except' is a/an
Created: 2 weeks ago
A
adjective
B
noun
C
preposition
D
pronoun
‘Except’ শব্দটি এখানে একটি Preposition, কারণ এটি বাক্যে “Friday-এর বাইরে” বা “Friday ছাড়া” অর্থ প্রকাশ করছে। এই শব্দটি মূলত বাক্যের অন্য অংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, যা Preposition-এর প্রধান কাজ।
‘Except’ এখানে একটি সম্পর্কসূচক শব্দ (preposition) হিসেবে ব্যবহৃত হয়েছে, যা নির্দিষ্ট দিন—Friday—কে বাক্যের বাকি অংশ থেকে আলাদা করছে।
-
এটি বোঝাচ্ছে যে বাক্যের ক্রিয়াটি (work) সব দিনে প্রযোজ্য, শুধু শুক্রবারে নয়।
-
Preposition সাধারণত noun বা pronoun-এর সঙ্গে সম্পর্ক দেখায়, যেমন এখানে ‘Friday’ শব্দটির সঙ্গে সম্পর্ক স্থাপন করছে।
অতিরিক্ত তথ্য:
-
Except [preposition] মানে হলো — কোনো নির্দিষ্ট বিষয় বা ব্যক্তিকে বাদ দিয়ে বাক্যটি সত্য।
-
English meaning: used before mentioning the only thing or person about which a statement is not true.
-
Bangla meaning: ব্যতীত; ছাড়া।
Examples:
-
We work every day except Sunday.
-
They all came except Matt.
-
I had nothing on except for my socks.
0
Updated: 2 weeks ago
Which sentence correctly uses the word "Ambiguous"?
Created: 3 weeks ago
A
His directions were ambiguous and hard to follow.
B
The cake was ambiguous with frosting.
C
Ambiguous is my favorite day of the week.
D
She danced with an ambiguous beat.
The correct answer is – ক) His directions were ambiguous and hard to follow।
-
Ambiguous (Adjective)
-
English Meaning: Open to more than one interpretation; not having one clear meaning or explanation
-
Bangla Meaning: দ্ব্যর্থবাদী; অস্পষ্ট; এমন যা একাধিকভাবে বোঝা যায়
-
-
Example Sentences:
-
The instructions were ambiguous, causing confusion among the students.
-
His ambiguous response left everyone unsure about his true opinion.
-
-
Option Analysis:
-
খ) The cake was ambiguous with frosting.
-
ভুল। এখানে "ambiguous" অর্থ অস্পষ্ট বা দ্ব্যর্থবাদী, কিন্তু কেক ও ফ্রস্টিংয়ের মধ্যে এর কোনো প্রাসঙ্গিকতা নেই
-
"Ambiguous" সাধারণত বর্ণনা করে এমন কিছু যা বিভ্রান্তিকর বা অস্পষ্ট, খাবারের ক্ষেত্রে এটি ব্যবহার অযথা
-
-
গ) Ambiguous is my favorite day of the week.
-
ভুল। "Ambiguous" কোনো দিন নয়, এটি একটি অবস্থা বা বৈশিষ্ট্য
-
এখানে এটি ভুলভাবে নাম বা বর্ণনা হিসেবে ব্যবহার করা হয়েছে, যা অর্থগতভাবে অসঙ্গত
-
-
ঘ) She danced with an ambiguous beat.
-
ভুল। তালের ক্ষেত্রে "ambiguous" ব্যবহার অসঙ্গত কারণ তাল বা বিট সাধারণত স্পষ্ট হয়
-
"Ambiguous beat" বলতে স্পষ্ট না হওয়া তালের কোনো ধারণা বোঝানো হয়েছে, যা বাস্তবে অপ্রচলিত ও বিভ্রান্তিকর
-
-
0
Updated: 3 weeks ago