A
জেরেমি বেন্থাম
B
বার্ট্রান্ড রাসেল
C
ইমানুয়েল কান্ট
D
জন অস্টিন
উত্তরের বিবরণ
ইমানুয়েল কান্ট ছিলেন একজন প্রখ্যাত জার্মান নীতিবিজ্ঞানী, যিনি নৈতিকতার ক্ষেত্রে বিশেষত ‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণার প্রবর্তক। তাঁর নীতিশাস্ত্রের মূলকথাগুলো তিনটি প্রধান ধারণার মধ্যে নিহিত: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, এবং শর্তহীন আদেশ।
নীতিশাস্ত্রে কান্টের গুরুত্বপূর্ণ রচনা:
-
Groundwork for Metaphysics of Morals
-
Critique of Practical Reason
-
Critique of Judgement
-
Critique of Pure Reason (1781)
তথ্যসূত্র:

0
Updated: 22 hours ago
'Groundwork for Metaphysics of Morals' বইয়ের রচয়িতা কে?
Created: 1 hour ago
A
সক্রেটিস
B
ইমানুয়েল সান্ট
C
অ্যারিস্টটল
D
ইমানুয়েল কান্ট
ইমানুয়েল কান্ট ছিলেন একজন জার্মান নীতিবিজ্ঞানী, যিনি নৈতিক দর্শনের ইতিহাসে অত্যন্ত প্রভাবশালী চিন্তাবিদ হিসেবে পরিচিত। তাঁকে বিশেষভাবে কর্তব্যমুখী নৈতিকতার প্রবর্তক বলা হয়। তাঁর নীতিবিদ্যার মূল বক্তব্য তিনটি গুরুত্বপূর্ণ ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
-
সৎ ইচ্ছা
-
কর্তব্যের জন্য কর্তব্য
-
শর্তহীন আদেশ (Categorical Imperative)
নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো:
-
Critique of Pure Reason
-
Groundwork for Metaphysics of Morals
-
Critique of Practical Reason
-
Critique of Judgement

0
Updated: 1 hour ago
'Critique of Judgement'- গ্রন্থটির লেখক কে?
Created: 4 days ago
A
ইমানুয়েল কান্ট
B
এরিস্টটল
C
প্লেটো
D
হেগেল
নৈতিকতা
-
‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক – ইমানুয়েল কান্ট।
-
ইমানুয়েল কান্ট ছিলেন জার্মান নীতিবিজ্ঞানী।
-
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি যথা – সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ।
-
'কর্তব্যমুখী নৈতিকতা' বা 'কর্তব্যের নৈতিকতার' দর্শন যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়।
-
ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।
নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
-
Groundwork for Metaphysics of Morals
-
Critique of Pure Reason
-
Critique of Practical Reason
-
Critique of Judgement
উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, HSC Programme, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 4 days ago