I met the man who helped me yesterday.
The underlined part is an example of -
A
Independent Clause
B
Noun Clause
C
Subordinate Clause
D
Principal Clause
উত্তরের বিবরণ
Subordinate Clause
সংজ্ঞা:
যে Clause-এ একটি Subject এবং একটি Finite Verb থাকা সত্ত্বেও পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং অর্থ সম্পূর্ণ করার জন্য Principal Clause-এর উপর নির্ভরশীল থাকে তাকে Subordinate Clause বলে।
Subordinate Clause-এর প্রকারভেদ:
Subordinate Clause সাধারণত তিন প্রকার—
-
Noun Clause → Principal Clause-এ Noun-এর কাজ করে।
-
Example: I know that he is honest.
(এখানে that he is honest একটি Noun Clause, কারণ এটি I know বাক্যের Object হিসেবে ব্যবহৃত হয়েছে।)
-
-
Adjective Clause → Principal Clause-এর কোনো Noun বা Pronoun-কে বিশেষণ হিসেবে বর্ণনা করে।
-
Example: The boy who helped me yesterday is my friend.
(এখানে who helped me yesterday একটি Adjective Clause, যা The boy কে বর্ণনা করছে।)
-
-
Adverbial Clause → Principal Clause-এর Verb, Adjective বা Adverb-কে বিশেষণ করে, এবং সাধারণত সময়, কারণ, উদ্দেশ্য, শর্ত, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
-
Example: He went home because he was tired.
(এখানে because he was tired একটি Adverbial Clause, যা কারণ প্রকাশ করছে।)
-
Subordinate Clause সাধারণত যে Word গুলো দিয়ে শুরু হয়:
-
Who, Whom, Which, That, When, Where, Why, How, If, Although, As, So that, In order that, Hardly, Scarcely, Barely, No sooner ইত্যাদি।
উদাহরণ বিশ্লেষণ:
-
who helped me yesterday → এখানে Subject (who) ও Finite Verb (helped) আছে, কিন্তু বাক্যটি একা পূর্ণ অর্থ প্রকাশ করছে না।
-
অর্থ সম্পূর্ণ করতে হলে Principal Clause যেমন I met the man যুক্ত করতে হয় → I met the man who helped me yesterday.
-
তাই who helped me yesterday হলো একটি Subordinate Clause, বিশেষ করে এটি একটি Adjective Clause কারণ এটি the man কে বর্ণনা করছে।
আপনি চাইলে আমি প্রতিটি Clause-এর জন্য বাংলায়ও আলাদা উদাহরণ তৈরি করে দিতে পারি কি?
0
Updated: 1 month ago
Go and catch the falling star. Here the 'falling' is-
Created: 1 month ago
A
An adverb
B
A preposition
C
An adjective
D
A verb
Adjective হলো সেই শব্দ যা কোনো Noun বা Pronoun-এর গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে।
-
উদাহরণস্বরূপ, "falling" শব্দটি noun "star" এর গুণ বা অবস্থাকে প্রকাশ করছে, তাই এটি একটি adjective।
-
সাধারণত, যদি determiner, article, preposition বা possessive এর পরে একটি শব্দ আসে, তবে সেটি noun।
-
আর যদি দুটি শব্দ আসে, তাহলে শেষের শব্দটি noun এবং পূর্বেরটি adjective হয়।
-
এখানে "the" এর পরে দুটি শব্দ এসেছে, যেখানে "falling" একটি adjective।
0
Updated: 1 month ago
The student who is hardworking passed the test. (Simple)
Created: 2 months ago
A
Hardworking student passed the test.
B
A hardworking student passed the test.
C
The student hardworking passed the test.
D
A student of hardworking passed the test.
The correct answer is - খ) A hardworking student passed the test.
• Subject + relative pronoun (who/which / that) + adjective যুক্ত complex sentence কে simple sentence এ রূপান্তরের নিয়ম:
(i) প্রথমে the-এর পরিবর্তে a / an বসে +
(ii) relative pronoun এর পরের adjective টি বসে +
(ii) প্রদত্ত subject টি বসে +
(iv) প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশটি বসে।
• Example:
Complex: The student who is hardworking passed the test.
Simple: A hardworking student passed the test.
• More example:
Complex: The girl who is meritorious can make a good result.
Simple: A meritorious girl can make a good result.
Complex: The boy who is industrious can shine in life.
Simple: An industrious boy can shine in life.
ব্যাখ্যাঃ নিয়ম অনুযায়ী article an বসেছে প্রদত্ত adjective industrious বসেছে+ subject boy বসেছে + can থেকে life পর্যন্ত বসেছে।
Other options
ক) Hardworking student passed the test.
এখানে article ("a" বা "the") দরকার।
গ) The student hardworking passed the test.
adjective + noun এর মধ্যে word order ভুল।
ঘ) A student of hardworking passed the test.
"of hardworking" ভুল phrase। তাই বাক্যটি ভুল।
0
Updated: 2 months ago
What is the abstract noun of 'Please'?
Created: 1 month ago
A
Please
B
Pleasure
C
Pleasant
D
Pleasantly
The abstract noun of 'Please': Pleasure
-
Please (verb, adverb)
-
English meaning: cause to feel happy and satisfied
-
Bangla meaning: দয়া/মেহেরবানি/অনুগ্রহ করে
-
-
Pleasure (noun)
-
English meaning: a feeling of happy satisfaction and enjoyment
-
Bangla meaning: সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্টি; পরিতোষ; আমোদ; আহ্লাদ
-
Other forms:
-
Pleasurable (adjective) – সুখাবহ; প্রীতিপদ
-
Pleasurably (adverb) – সুখাবহরূপে
Related words:
-
Pleasant (adjective) – সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়
-
Pleasantly (adverb) – সুখাবহরূপে
Source:
0
Updated: 1 month ago