The synonym of the word "Vigilant" is -
A
Careless
B
Alert
C
Sleepy
D
Lazy
উত্তরের বিবরণ
Word: Vigilant (Adjective)
English Meaning: Being very careful and watchful in order to notice any signs of danger, trouble, or potential problems; staying alert and attentive at all times.
Bangla Meaning: সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; সদাসতর্ক; বিপদ বা সমস্যার আশঙ্কায় সবসময় নজরদারিতে নিয়োজিত।
Detailed Explanation:
The adjective vigilant is used to describe a person or group who remains cautious and watchful in order to avoid danger, mistakes, or threats. It is often used in the context of security, safety, parenting, or any situation where continuous attention and awareness are important. A vigilant person does not relax carelessly but always stays aware of their surroundings.
Options Meaning:
-
Careless → যত্নহীন; অসাবধান; মনোযোগহীন।
-
Alert → সতর্ক; হুশিয়ার; সর্বদা সচেতন। (Correct Answer)
-
Sleepy → নিদ্রালু; নিদ্রাতুর; ঘুমন্ত অবস্থায়।
-
Lazy → অলস; শ্রমবিমুখ; কাজ করতে অনিচ্ছুক।
Example Sentences:
-
The police remained vigilant to prevent any untoward incident.
-
কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় ছিল।
-
-
Parents should be vigilant about their children’s online activities.
-
অভিভাবকদের উচিত তাঁদের সন্তানদের অনলাইন কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা।
-
-
During the night, the security guards stayed vigilant to protect the property.
-
রাতে নিরাপত্তারক্ষীরা সম্পত্তি রক্ষার জন্য অতন্দ্র অবস্থায় ছিল।
-
-
Citizens must remain vigilant in order to safeguard democracy.
-
গণতন্ত্র রক্ষায় নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে হবে।
-
-
A vigilant driver can prevent many road accidents.
-
একজন সতর্ক চালক অনেক সড়ক দুর্ঘটনা এড়াতে পারেন।
-
এভাবে vigilant শব্দটি মানুষের মনোযোগী ও সচেতন থাকার প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন নিরাপত্তা ও দায়িত্বের বিষয় জড়িত থাকে।
0
Updated: 1 month ago
Identify the determiner: It is not your fault.
Created: 1 month ago
A
It
B
Not
C
Your
D
Fault
‘It is not your fault.’ এখানে determiner হলো ‘your’, যা noun ‘fault’-কে নির্দেশ করছে।
Determiner:
-
Determiner হলো সেই শব্দ যা noun-এর নির্দেশক, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা বা না-বাচকতা নির্দেশ করে।
-
Determiner-এর প্রধান কাজ হলো noun বা pronoun কে নির্ধারণ করা।
Determiner-এর বিভিন্ন প্রকার:
-
Articles: a, an, the
-
Demonstrative: this, these, that, those
-
Possessive: my, your, his, her, etc.
-
Interrogative: what, which, whose, etc.
-
Quantifier: some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, etc.
-
General Ordinals: last, next, other, the other, etc.
-
Cardinal Numerals: one, two, three, four, etc.
-
Ordinal Numeral: first, second, third, fourth, etc.
Source:
0
Updated: 1 month ago
The CEO is all ears in the meeting.
Here, 'all ears' means-
Created: 2 months ago
A
Always support no matter what.
B
Listening eagerly.
C
Get into serious trouble.
D
In favour/disfavour with someone.
Phrase: all ears
Meaning: Be listening eagerly
Bangla: উৎকর্ণ হয়ে শোনা
Example: I'm all ears, tell me about it.
Other Idioms for Comparison:
-
Through thick and thin
-
Meaning: Always support or stay with someone, even in difficulties
-
Bangla: বাধা-বিপত্তির মধ্য দিয়ে থাকা
-
-
Be in deep water
-
Meaning: To be in or get into serious trouble
-
Bangla: অথৈ জলে পড়া / খুব বিপদে পড়া
-
-
Be in someone’s good/bad books
-
Meaning: In favour or disfavour with someone
-
Bangla: কারো উপর অন্য আরেকজনের সন্তুষ্টি / অসন্তুষ্টি
-
Example: I cleaned the bathroom yesterday, so I'm in Mum's good books.
-
✅ Correct Answer: Be all ears → listening eagerly
0
Updated: 2 months ago
Her hope that she will win the scholarship finally came true. The underlined part is -
Created: 1 month ago
A
Noun clause
B
Adjective clause
C
Adverb clause
D
Co-ordinate clause
Her hope that she will win the scholarship finally came true. The underlined part is - Noun Clause.
- এই বাক্যে, 'that she will win the scholarship' অংশটি hope এর ব্যাখ্যা দিচ্ছে, তাই এটি এখানে Appositive এবং এ হিসেবে এটি একটি noun clause.
Noun Clause:
- যেসব subordinate clause noun এর মত কাজ করে থাকে - অর্থাৎ - বাক্যে subject/ object/ complement/ appositive হিসেবে কাজ করে থাকে তাদেরকে Noun clause বলে।
• যে Noun Clause পূর্ববর্তী Noun সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ব্যাখ্যা প্রদান করে, তাকে Appositive বা Case in Apposition বলে।
- এই বাক্যে, 'that she will win the scholarship' অংশটি hope এর ব্যাখ্যা দিচ্ছে, তাই এটি এখানে Appositive এবং এ হিসেবে এটি একটি noun clause.
• একটি বাক্যের চারটি স্থানে Noun clause বসতে পারে -
1. subject হিসাবে;
2. transitive verb এর object হিসেবে;
3. Linking verb এরপরে complement হিসাবে;
4. Preposition এর পরে।
0
Updated: 1 month ago