The synonym of the word "Vigilant" is -
A
Careless
B
Alert
C
Sleepy
D
Lazy
উত্তরের বিবরণ
Word: Vigilant (Adjective)
English Meaning: Being very careful and watchful in order to notice any signs of danger, trouble, or potential problems; staying alert and attentive at all times.
Bangla Meaning: সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; সদাসতর্ক; বিপদ বা সমস্যার আশঙ্কায় সবসময় নজরদারিতে নিয়োজিত।
Detailed Explanation:
The adjective vigilant is used to describe a person or group who remains cautious and watchful in order to avoid danger, mistakes, or threats. It is often used in the context of security, safety, parenting, or any situation where continuous attention and awareness are important. A vigilant person does not relax carelessly but always stays aware of their surroundings.
Options Meaning:
-
Careless → যত্নহীন; অসাবধান; মনোযোগহীন।
-
Alert → সতর্ক; হুশিয়ার; সর্বদা সচেতন। (Correct Answer)
-
Sleepy → নিদ্রালু; নিদ্রাতুর; ঘুমন্ত অবস্থায়।
-
Lazy → অলস; শ্রমবিমুখ; কাজ করতে অনিচ্ছুক।
Example Sentences:
-
The police remained vigilant to prevent any untoward incident.
-
কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় ছিল।
-
-
Parents should be vigilant about their children’s online activities.
-
অভিভাবকদের উচিত তাঁদের সন্তানদের অনলাইন কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা।
-
-
During the night, the security guards stayed vigilant to protect the property.
-
রাতে নিরাপত্তারক্ষীরা সম্পত্তি রক্ষার জন্য অতন্দ্র অবস্থায় ছিল।
-
-
Citizens must remain vigilant in order to safeguard democracy.
-
গণতন্ত্র রক্ষায় নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে হবে।
-
-
A vigilant driver can prevent many road accidents.
-
একজন সতর্ক চালক অনেক সড়ক দুর্ঘটনা এড়াতে পারেন।
-
এভাবে vigilant শব্দটি মানুষের মনোযোগী ও সচেতন থাকার প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন নিরাপত্তা ও দায়িত্বের বিষয় জড়িত থাকে।
0
Updated: 1 month ago
Azmal deferred his admission ___ next semester.
Created: 1 month ago
A
on
B
in
C
after
D
to
Azmal তার ভর্তি পরবর্তী সেমিস্টারে পেছিয়েছে, যেখানে “defer” শব্দের ব্যবহার এবং সঠিক প্রিপজিশন ব্যাখ্যা করা হলো।
-
Defer শব্দের অর্থ হলো স্থগিত করা বা পেছানো।
-
যখন কোনো কাজ বা ঘটনা ভবিষ্যতের কোনো সময়ের জন্য পেছানো হয়, তখন to প্রিপজিশন ব্যবহার করা হয়।
-
উদাহরণ: defer the meeting to next week।
-
এখানে admission হলো যা পেছানো হয়েছে, আর next semester হলো সময়।
-
সঠিক গঠন: defer + noun + to + future time।
-
“on”, “in” বা “after” প্রিপজিশনগুলো defer-এর সঙ্গে ব্যবহার করলে বাক্যটি ভুল বা অপ্রাকৃতিক শোনায়।
-
Other options:
-
ক) on – দিন বা তারিখ বোঝাতে ব্যবহৃত হয়, defer-এর সাথে ব্যবহার করা যায় না।
-
খ) in – সময়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু defer-এর ক্ষেত্রে ঠিক নয়।
-
গ) after – অর্থে কিছুটা মিল থাকলেও defer after বলা ব্যাকরণগতভাবে ভুল।
-
0
Updated: 1 month ago
What does Rescind mean?
Created: 2 months ago
A
To make something legally valid
B
To revoke something legally
C
To implement a decision
D
To enforce a rule
0
Updated: 2 months ago
Which of the following was written by William Makepeace Thackeray?
Created: 1 month ago
A
Joseph Andrews
B
Silas Marner
C
Vanity Fair
D
The Old Bachelour
Vanity Fair উপন্যাসটি William Makepeace Thackeray রচিত।
Vanity Fair
-
এটি Thackeray-এর লেখা উপন্যাস।
-
Thackeray ছিলেন Victorian Period-এর একজন ঔপন্যাসিক।
-
উপন্যাসটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত monthly installments-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
বই আকারে প্রকাশিত হয় ১৮৪৮ সালে।
-
Thackeray-এর পূর্বের সাহিত্য বেশিরভাগ ছদ্মনাম বা unsigned নামে প্রকাশিত হলেও Vanity Fair তাঁর নিজের নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র: Becky Sharp, একজন মেয়ে।
William Makepeace Thackeray (1811–1863)
-
Indian-born British novelist।
-
Victorian Period-এর একজন বিশিষ্ট ঔপন্যাসিক।
-
The Cornhill Magazine-এর founder।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians ইত্যাদি
অন্য লেখক ও তাদের কাজ:
-
Joseph Andrews – Henry Fielding
-
Silas Marner – George Eliot
-
The Old Bachelor – William Congreve
উৎস:
0
Updated: 1 month ago