A
জি ম্যুর
B
জেরেমি বেন্থাম
C
উইলিয়াম লিলি
D
জোনাথান হেইট
উত্তরের বিবরণ
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি, যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। নৈতিকতা বা নীতিবোধ মূলত মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত এবং এর বিকাশ ঘটে মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে।
গুরুত্বপূর্ণ সংজ্ঞা:
-
জোনাথান হেইট অনুযায়ী, ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ—এই তিনটির মাধ্যমেই নৈতিকতার উদ্ভব হয়েছে।
-
নীতিবিদ ম্যুরের মতে, শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই নৈতিকতার মূল।
-
Collins English Dictionary-তে বলা হয়েছে, “Morality is concerned with regulating human behaviour, especially the distinction between good and bad and right and wrong behaviour.”
-
Cambridge International Dictionary of English-এর সংজ্ঞা অনুযায়ী, নৈতিকতা হলো ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি গুণ, যা প্রত্যেক ব্যক্তি আইন বা অন্য কোনো বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব প্রদান করে।
তথ্যসূত্র:

0
Updated: 22 hours ago