She left early because she was tired.
Here, the underlined clause is a/ an -
A
Noun Clause
B
Adverbial Clause
C
Adjective Clause
D
Verbal Clause
উত্তরের বিবরণ
Adverbial Clause of Reason
-
এটি Principal clause-এর কাজ সম্পাদিত হওয়া বা না হওয়ার কারণ বোঝায়।
-
Adverbial Clause of Reason সবসময় Conjunction দিয়ে শুরু হয়। যেমন: as, since, for, because, that ইত্যাদি।
-
যদি conjunction বাক্যের শুরুতে থাকে, তবে কমা পর্যন্ত অংশ Adverbial clause এবং পরের অংশ Principal clause হয়।
-
Because he was tired, he went to bed early.
-
-
যদি conjunction মাঝখানে থাকে, তবে conjunction থেকে বাক্যের শেষ পর্যন্ত Adverbial clause হয়।
-
He went to bed early because he was tired.
-
-
এটি Principal clause-এর আগে বা পরে বসতে পারে। আগে থাকলে শেষে কমা বসবে, পরে থাকলে কমা বসবে না।
Correct Answer:
She left early because she was tired.
এখানে because she was tired হলো Adverbial Clause of Reason।
Note:
-
Since এবং As এর পরিবর্তে Seeing that ব্যবহার করা যায়, যখন “in view of the fact” অর্থ বোঝায়।
-
Seeing that the room is already full, the meeting may begin now.
-
-
So যোগ করে একটি Adverbial Clause of Reason যুক্ত Complex sentence-কে দুটি Principal clause-এ প্রকাশ করা যায়।
-
Since it was too dark to go on, we camped there.
-
It was too dark to go on, so we camped there.
-
0
Updated: 1 month ago
His wife is a doctor. Here, which types of parts of speech is 'His'?
Created: 1 month ago
A
Personal pronoun
B
Possessive adjective
C
Demonstrative pronoun
D
Personal adjective
Explanation:
-
Sentence: His wife is a doctor.
-
এখানে His হলো Possessive adjective।
Reasoning:
-
His নির্দেশ করছে ownership/possession – স্ত্রী কার? → তার।
-
Possessive adjectives সাধারণত noun-এর আগে আসে এবং noun কে modify করে।
-
উদাহরণ: my book, our house, her bag, their car।
-
-
Pronoun vs Adjective পার্থক্য:
-
Possessive pronoun – noun-এর প্রয়োজন হয় না: The book is mine.
-
Possessive adjective – noun-এর আগে আসে: This is my book.
-
Summary:
-
His → Possessive adjective (modifies wife).
-
Wife → Noun (modified by His).
0
Updated: 1 month ago
What Is the noun form of 'beautiful'?
Created: 1 month ago
A
Beautifully
B
Beautifying
C
Beautify
D
Beauty
Adjective: Beautiful
-
English Meaning: Having qualities of beauty.
-
Bangla Meaning: সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
-
Example: You have the most beautiful smile.
Noun: Beauty
-
English Meaning: The quality or aggregate of qualities in a person or thing that gives pleasure to the senses or pleasurably exalts the mind or spirit.
-
Bangla Meaning: সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য; ছটা।
-
Example: We explored the natural beauty of the island.
Source:
-
Merriam-Webster
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 1 month ago
Identify the correct passive form: ‘Do not close the door.’
Created: 1 month ago
A
Let not the door close.
B
Let not the door be closed.
C
Let not the door close.
D
Let not door closed.
Imperative Sentence কে Passive Voice রূপান্তর করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। এসব নিয়ম মেনে চললে বাক্যটি সঠিকভাবে Passive Voice এ রূপান্তরিত হয়।
-
বাক্যের শুরুতে Let বসে।
-
যদি Active Voice এ Do not থাকে, তাহলে Passive Voice এ শুধু not বসে।
-
Active Voice এর Object, Passive Voice এ গিয়ে Subject এর স্থানে বসে।
-
ক্রিয়ার আগে be যোগ হয়।
-
মূল Verb এর Past Participle ব্যবহার করা হয়।
0
Updated: 1 month ago