Find the error: I look forward to meet you.
A
look
B
forward to
C
meet
D
you
উত্তরের বিবরণ
Answer: meeting
Rule: সাধারণত to এর পর Verb এর base form ব্যবহৃত হয়। তবে কিছু নির্দিষ্ট prepositional phrase/word group এর পর verb+ing হয়।
এক্ষেত্রে ব্যতিক্রম শব্দগুচ্ছগুলো হলো:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
Correct Sentence:
I look forward to meeting you.
0
Updated: 1 month ago
Choose a suitable word/phrase to fill in the blanks of the given sentence : Travellers ____ their reservation well in advance if they want to visit the St. Martin's island.
Created: 2 months ago
A
had better to get
B
had to better get
C
had better get
D
had better got
সঠিক উত্তর: had better get
পূর্ণ বাক্য:
Travellers had better get their reservation well in advance if they want to visit the St. Martin's island.
বাংলা অর্থ:
যাত্রীদের উচিত আগে থেকেই রিজার্ভেশন নিশ্চিত করা, যদি তারা সেন্ট মার্টিন দ্বীপে যেতে চান।
Had better এর ব্যবহার
-
Had better এর পরে সবসময় verb-এর base form (মূল রূপ) ব্যবহৃত হয়।
-
এখানে had শব্দটি অতীতকালের মতো দেখালেও, এটি আসলে unreal past (অবাস্তব অতীত), যার দ্বারা বোঝানো হয় present বা future সময়ের উপদেশ/সতর্কতা।
-
অর্থ হয় "তবুও ভালো", "উচিত", বা "বরং করা ভালো"।
-
তাই, had better যুক্ত বাক্য অতীত নয়, বরং বর্তমান বা ভবিষ্যতের জন্য পরামর্শ বা সতর্কবার্তা প্রকাশ করে।
-
Had better এর পরে কখনোই to-infinitive বসে না।
বাক্যের গঠন (Structure)
Subject + had better / would better / had rather + verb-এর base form
উদাহরণ:
-
I had better meet him now.
(আমার এখনই তার সঙ্গে দেখা করা ভালো হবে।) -
You had better stay today.
(তোমার আজ থাকাই ভালো হবে।)
উৎস: Swan, Michael. Practical English Usage. Oxford University Press.
0
Updated: 2 months ago
The burning candle gave off a soft light.- Here, 'burning' is an example of
Created: 1 month ago
A
Gerund
B
Main verb
C
Participle
D
Finite verb
"Burning" শব্দটি candle শব্দটিকে বর্ণনা করছে, অর্থাৎ এটি adjective-এর মতো কাজ করছে এবং চলমান ক্রিয়ার বোধ প্রকাশ করছে। এই কারণে এটিকে participle বলা হয়।
-
Participle হলো এমন একটি verb যা noun বা pronoun কে describe বা modify করতে পারে এবং adjective-এর কাজ করতে পারে।
-
Present participle: verb + -ing
-
Past participle: verb + -ed, -d, -t, -en, -n
-
Participle একই সাথে verb এবং adjective-এর কাজ করে।
-
মূল প্রকার:
-
Present Participle – চলমান sense বোঝায়
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
-
Past Participle – সম্পন্ন কাজ বোঝায়
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
-
Perfect Participle – পূর্ববর্তী কাজ বোঝায়
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
-
-
উদাহরণ বাক্য: The burning candle gave off a soft light.
0
Updated: 4 weeks ago
What is the plural form of 'sheep’?
Created: 1 month ago
A
sheeps
B
sheep
C
sheepes
D
sheepses
Sheep শব্দের Singular ও Plural একই। এটি একটি বিশেষ ধরনের noun যা একবচন বা বহুবচন উভয়েই একই রূপে ব্যবহৃত হয়।
-
Word: Sheep
-
Plural: Sheep
-
Meaning:
-
একটি পোষ্য স্তন্যপায়ী প্রাণী যার ঘন উলের আবরণ থাকে এবং সাধারণত পুরুষের শিং বেঁকে থাকে।
-
বন্য প্রাণী যা এই প্রজাতির সাথে সম্পর্কিত, যেমন আরগালি, বিঘর্ন, ভারতীয় ভেরাল, এবং উরিয়াল।
-
মানুষের সাথে প্রযোজ্য, যারা খুব সহজে প্রভাবিত হয় বা অন্যের দ্বারা পরিচালিত হয়।
-
একজন ব্যক্তি, যাকে ঈশ্বরের সুরক্ষিত অনুসারী হিসেবে বিবেচনা করা হয়।
-
0
Updated: 1 month ago