A
রিগান
B
জিমি কার্টার
C
বিল ক্লিনটন
D
রিচার্ড নিক্সন
উত্তরের বিবরণ
অসলো-১ শান্তি চুক্তি হলো ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি, যা দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে গৃহীত হয়।
-
স্বাক্ষরিত হয় ১৩ সেপ্টেম্বর ১৯৯৩
-
চুক্তি স্বাক্ষরিত স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
চুক্তির নাম অসলো চুক্তি, কারণ এর পূর্বে নরওয়ের রাজধানী অসলোতে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল
-
চুক্তির মাধ্যমে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে
-
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন চুক্তিতে মধ্যস্থতা করেন
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?
Created: 2 weeks ago
A
জৈনধর্ম
B
শিখধর্ম
C
বৌদ্ধধর্ম
D
ইহুদি ধর্ম
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
No subjects available.
গৌতম বুদ্ধ ও বুদ্ধগয়া
-
ব্যক্তিগত নাম: সিদ্ধার্থ
-
জন্ম: খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দী, লুম্বিনী, নেপালের কপিলাবস্তু অঞ্চলে
-
ধর্ম: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা
বুদ্ধ উপাধির অর্থ
-
একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে ওঠেন এবং যন্ত্রণা থেকে মুক্তি পান।
গুরুত্বপূর্ণ স্থানসমূহ
-
বুদ্ধগয়া: বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান
-
সারনাথ: গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে চিন্তাভাবনা করেন; ভারতের বারানাশি থেকে ১৩ কিমি উত্তর-পূর্বে অবস্থিত
-
কুশিনারা: বুদ্ধের মৃত্যুস্থান, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে
-
তক্ষশীলা: পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কে?
Created: 3 weeks ago
A
মার্টিন লুথার কিং
B
রিচার্ড নিক্সন
C
জন এফ কেনেডি
D
উড্রো উইল্সন
আন্তর্জাতিক বিষয়াবলি
I have a dream-মার্টিন লুথার কিং জুনিয়র
আন্তর্জাতিক বিষয়াবলী
No subjects available.
মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কিত তথ্য
-
ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম
-
-
জন্ম ও মৃত্যু:
-
জন্ম: ১৫ জানুয়ারি ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ এপ্রিল ১৯৬৮, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)
-
-
বিখ্যাত কর্মকাণ্ড:
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট প্রদান করেছিলেন বিখ্যাত ‘I Have a Dream’ ভাষণ
-
ভাষণে তিনি বিচ্ছিন্নতা ও বর্ণবাদমুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর স্বপ্নের কথা বলেছিলেন
-
-
-
পুরস্কার:
-
১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 3 weeks ago
ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কবে?
Created: 3 weeks ago
A
১৯৭৪ সালে
B
১৯৮২ সালে
C
২০০১ সালে
D
১৯৮৫ সালে
ভারতের পারমাণবিক পরীক্ষা
-
প্রথম পরীক্ষা (Smiling Buddha)
-
তারিখ: ১৮ মে, ১৯৭৪
-
স্থান: পোখরান টেস্টিং সাইট, রাজস্থান
-
সরকারি দাবি: শান্তিপূর্ণ উদ্দেশ্যে (মাটি সরানো, খননকাজ, খাল খনন)
-
বাস্তবতা: ১৯৯৭ সালে দলের প্রধান রাজা রামান্না স্বীকার করেন যে এটি আসলে একটি অস্ত্র পরীক্ষা ছিল
-
-
দ্বিতীয় বড় পরীক্ষা
-
তারিখ: মে ১৯৯৮, একই পোখরান সাইটে
-
পরীক্ষার সংখ্যা: ৫টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা
-
ফলাফল: ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে
-
উৎস: Arms Control Association

0
Updated: 3 weeks ago