A
জর্ডান
B
দক্ষিণ সুদান
C
ইউক্রেন
D
ইরান
উত্তরের বিবরণ
আজভ ব্রিগেড হলো ইউক্রেনের একটি স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনী, যা মূলত দেশীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত।
-
প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে
-
এর সদস্যরা সবাই স্বেচ্ছাসেবী
-
গঠনের উদ্যোক্তা ছিল ইউক্রেনীয় অতি-জাতীয়তাবাদী ও নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (SNA) গোষ্ঠী
-
প্রতিষ্ঠাতা নেতা ছিলেন অ্যান্ড্রি বিলেটস্কি
-
ব্যাটালিয়নের অর্থনৈতিক খরচ বহন করেন ইগর কলোময়েস্কি, যিনি ইউক্রেনিয়ান বিদ্যুৎ গ্রিডের মালিক
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
'ওডার-নেইস লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমানা?
Created: 1 day ago
A
জার্মানি ও পোল্যান্ড
B
পর্তুগাল ও স্পেন
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
ইসরাইল ও সিরিয়া
বিভিন্ন দেশের সীমানা নির্ধারণের জন্য বিশ্বে কিছু বিশেষ লাইন নির্ধারিত হয়েছে, যা প্রায়শই রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
-
পার্পল লাইন: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
Created: 3 weeks ago
A
২ বছর
B
৩ বছর
C
৪ বছর
D
৫ বছর
মার্কিন কংগ্রেস সম্পর্কিত তথ্য
-
সংজ্ঞা:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা কংগ্রেস নামে পরিচিত।
-
প্রধান কাজ: আইন প্রণয়ন।
-
কংগ্রেস দ্বি-কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
-
নিম্নকক্ষ (House of Representatives / প্রতিনিধি সভা):
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
মেয়াদ: ২ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ২৫ বছর
-
জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
উচ্চকক্ষ (Senate / সিনেট):
-
আসন সংখ্যা: ১০০টি
-
মেয়াদ: ৬ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ৩০ বছর
-
অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
নির্বাচন ও দল:
-
হাউস ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
-
বর্তমানে মার্কিন কংগ্রেসে প্রধান দুটি দল: ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি।
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
বাসেল কনভেনশনের মূল বিষয়বস্তু কোনটি?
Created: 1 day ago
A
নিরস্ত্রীকরণ
B
দারিদ্রতা দূরীকরণ
C
বৈশ্বিক উষ্ণতা হ্রাস
D
বিপদজনক বর্জ্য নিয়ন্ত্রণ
বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা বিপদজনক বর্জ্যের সীমান্ত অতিক্রমী চলাচল এবং তার সঠিক নিয়ন্ত্রণ ও নিষ্পত্তি নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়। এর পূর্ণ নাম হলো The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal।
-
গৃহীত হওয়ার তারিখ: ২২ মার্চ, ১৯৮৯
-
গৃহীত স্থান: সুইজারল্যান্ডের বাসেল শহর
-
কার্যক্রম শুরুর তারিখ: ৫ মে, ১৯৯২
-
বাংলাদেশ এই কনভেনশন অনুমোদন করে ১৯৯৩ সালে
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago