A
ICAO
B
WMO
C
IOM
D
IMO
উত্তরের বিবরণ
IMO বা International Maritime Organization হলো সমুদ্র চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক একটি সংস্থা, যা সমুদ্র নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহীত হয়, যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়
-
শুরুতে নাম ছিল Inter-governmental Maritime Consultative Organisation (IMCO), পরে নামকরণ করা হয় International Maritime Organization (IMO)
-
১৯৫৯ সালের ১৩ জানুয়ারি IMO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ করে
-
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৭৬টি (জুন, ২০২৫)
-
বাংলাদেশ ১৯৭৬ সালে IMO-এর সদস্যপদ লাভ করে
অন্য আন্তর্জাতিক সংস্থাসমূহ:
-
IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
-
WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা
-
ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
BENELUX এর সদর দপ্তর-
Created: 3 weeks ago
A
ব্রাসেলস, বেলজিয়াম
B
লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ
C
আমস্টারডাম, নেদারল্যান্ডস
D
জেনেভা, সুইজারল্যান্ড
BENELUX
-
পূর্ণরূপ: Belgium, Netherlands and Luxembourg
-
প্রকার: পশ্চিম ইউরোপের তিনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন
-
চুক্তি স্বাক্ষরিত: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮
-
চুক্তি কার্যকর: ১৯৬০
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারের প্রবর্তক
-
অর্থনৈতিক ও রাজনৈতিক সমন্বয় বৃদ্ধি
-
-
সদস্য দেশ:
-
বেলজিয়াম
-
নেদারল্যান্ডস
-
লুক্সেমবার্গ
-
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
উৎস: BENELUX ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
Created: 3 weeks ago
A
আব্রাহাম লিংকন
B
থমাস জেফারসন
C
জন অ্যাডামস
D
জর্জ ওয়াশিংটন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যাক্তিবর্গ
No subjects available.
মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত তথ্য
-
স্বাধীনতা ও জাতীয় দিবস:
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে
-
জাতীয় দিবস: ৪ জুলাই
-
-
অঙ্গরাজ্য:
-
মোট অঙ্গরাজ্য: ৫০টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
পতাকায় তারকা সংখ্যা: ৫০টি
-
-
আইনসভা (Congress):
-
দ্বিকক্ষ বিশিষ্ট
-
নিম্নকক্ষ: House of Representatives (হাউস অফ রিপ্রেজেন্টেটিভ)
-
উচ্চকক্ষ: Senate (সিনেট)
-
-
প্রেসিডেন্ট:
-
বর্তমান (আগস্ট ২০২৫): ডোনাল্ড ট্রাম্প (৪৭তম)
-
প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন
-
১৬তম প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন
-
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ: ১৮৬৩
-
-
-
অন্যান্য তথ্য:
-
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছে: ফ্রান্স
-
জর্জ ওয়াশিংটন কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 3 weeks ago
কার্টাগেনা প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
Created: 3 weeks ago
A
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
B
জৈব নিরাপত্তা
C
সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ
D
আন্তর্জাতিক বাণিজ্য নীতি
কার্টাগেনা প্রটোকল
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
সংজ্ঞা: এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
-
উদ্দেশ্য: জৈবপ্রযুক্তি সংক্রান্ত সুরক্ষা এবং জৈবিক বৈচিত্র্য সংরক্ষণ।
-
অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে – শহরের নামানুসারে প্রোটোকলের নামকরণ।
-
গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিয়েল শহরে গৃহীত ও কার্যকর।
-
স্বাক্ষর: ২৯ জানুয়ারি, ২০০০
-
কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৩টি
বাংলাদেশের অংশগ্রহণ:
-
স্বাক্ষর: ২০০০
-
অনুমোদন: ২০০৪
উৎস: UNTC ওয়েবসাইট [লিঙ্ক]

0
Updated: 3 weeks ago