The correct sentence of the followings-
A
A new cabinet has been sworn in in Dhaka
B
A new cabinet has been sworn in Dhaka
C
A new cabinet has been sworn by in Dhaka
D
A new cabinet has sworn in Dhaka
উত্তরের বিবরণ
Swear in শপথ গ্রহন করা এবং স্থানের নামের পূর্বে in হবে।
- আবার শপথ কাজটি প্রধান বিচারপতি করান, cabinet নিজে করে না।
- তাই বাক্যটি passive voice হবে।
• Swear in (verb):
English Meaning: to induct into office by administration of an oath.
বাংলা অর্থ:- শপথ গ্রহণ করা।
• প্রশ্নের বাক্যটির সঠিক অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।
• তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- সঠিক উত্তর - A new cabinet has been sworn in in Dhaka.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 2 months ago
What is the meaning of 'French leave'?
Created: 1 month ago
A
Leave on holidays
B
Spending time in France
C
Leave without permission
D
Emergency leave
সঠিক উত্তর: গ) অনুমতি না নিয়ে চলে যাওয়া (Leave without permission)
Take French leave
🔹 English meaning: Leaving work or place without taking prior permission.
🔹 Bangla meaning: অনুমতি না নিয়ে ছুটি নেওয়া বা কোথাও থেকে চলে যাওয়া।
উদাহরণ:
-
The caretaker had taken French leave.
বাংলায়: কেয়ারটেকারটি অনুমতি ছাড়াই চলে গিয়েছিল।
বাকি অপশনগুলো এই বাক্যটির অর্থের সঙ্গে মিল না থাকায় ভুল।
তথ্যসূত্র: Oxford Dictionary ও Accessible Dictionary.

0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
The train is running in time.
B
The train is running on time.
C
The train is running with time.
D
The train is running to time.
সুনির্দিষ্ট সময় বোঝাতে "on time" ব্যবহার করা হয়।
যেমন, ট্রেন ঠিক সময়ে ছেড়ে চলে, তাই বলবো "The train is running on time."
অন্য অপশনগুলো ভুল, কারণ:
-
কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে বা সময়মতো হওয়া বুঝাতে "in time" ব্যবহার হয়।
-
উদাহরণস্বরূপ: "The train came on time but we arrived in time to get good seats."
এখানে ট্রেন নির্দিষ্ট সময়ে এসেছে (on time), আর আমরা সময়ের আগে পৌঁছে ভালো সিট পেয়েছি (in time)।
যেকোনো জিনিস নির্দিষ্ট সময়ে ঠিক ঠিক হলে "on time" এবং সময়ের আগে বা দেরি না করে হলে "in time" ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago
Fill in the blank with the correct quantifier. I still have ____ money.
Created: 2 weeks ago
A
a few
B
quite a few
C
many
D
a little
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
Complete sentence: I still have a little money.
• Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- Money হলো Uncountable noun.
তাই এর পূর্বে determiner হিসাবে a little বসবে।
• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :
• Little- নেই বললেই চলে = Negative
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)
• A little- আছে কিন্তু খুবই অল্প = Positive
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)
• The little- অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই
- The little knowledge he has is adequate to pass the test.
• Few/A Few/ The Few (এরা সবসময় Plural Countable Noun এর সাথে বসে)

0
Updated: 2 weeks ago