A
জার্মানি ও পোল্যান্ড
B
পর্তুগাল ও স্পেন
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
ইসরাইল ও সিরিয়া
উত্তরের বিবরণ
বিভিন্ন দেশের সীমানা নির্ধারণের জন্য বিশ্বে কিছু বিশেষ লাইন নির্ধারিত হয়েছে, যা প্রায়শই রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
-
পার্পল লাইন: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি কোনটি?
Created: 1 day ago
A
মন্ট্রিল প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কিয়োটো প্রটোকল
D
কোনটিই নয়
মন্ট্রিল প্রটোকল হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চুক্তি, যা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে।
-
চুক্তির উদ্দেশ্য: ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন কমিয়ে ওজোনস্তরকে সুরক্ষিত রাখা
-
গৃহীত হওয়ার তারিখ: ১৬ সেপ্টেম্বর ১৯৮৭, কানাডার মন্ট্রিল শহরে
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি ১৯৮৯
-
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
নিচের কোনটি ASEAN-এর সদস্য নয়? [ আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
মালয়েশিয়া
B
ফিলিপাইন
C
শ্রীলংকা
D
ব্রুনাই
আন্তর্জাতিক বিষয়াবলি
ASEAN- Association of Southeast Asian Nations
আন্তর্জাতিক বিষয়াবলী
No subjects available.
ASEAN (Association of Southeast Asian Nations)
-
প্রকার ও অঞ্চল:
-
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট
-
লক্ষ্য: আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭
-
স্থান: ব্যাংকক, থাইল্যান্ড (Bangkok Declaration স্বাক্ষরের মাধ্যমে)
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫টি — থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ১০টি (আগস্ট, ২০২৫)
-
নতুন সদস্য দেশ: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)
-
উল্লেখ্য: শ্রীলঙ্কা ASEAN-এর সদস্য নয়
-
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
সর্বোচ্চ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চীন ও যুক্তরাষ্ট্র
B
চীন ও ভারত
C
ভারত ও যুক্তরাষ্ট্র
D
ভারত ও রাশিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
সাম্রাজ্যের পতন
No subjects available.
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
সংজ্ঞা: গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়।
-
কার্যপ্রণালী:
-
এরা সূর্য থেকে আগত অতিবেগুনী (UV) ও অবলোহিত (IR) রশ্মির কিছু অংশ শোষণ করে।
-
পুনরায় মহাশূন্যে ফিরিয়ে দিয়ে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
-
ফলে পৃথিবীতে জীববৈচিত্র্য টিকে থাকার মতো একটি স্থায়ী তাপমাত্রা বজায় থাকে।
-
-
প্রধান গ্রিন হাউস গ্যাস:
-
জলীয় বাষ্প (H₂O)
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
ক্লোরোফ্লুরোকার্বনস (CFCs)
-
গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ (২০২৫ অনুযায়ী)
-
চীন 🌏
-
যুক্তরাষ্ট্র 🇺🇸
-
ভারত 🇮🇳
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) 🇪🇺
-
রাশিয়া 🇷🇺
উৎস:
i) Investopedia
ii) U.S. Environmental Protection Agency (EPA)

0
Updated: 2 weeks ago