A
বলিভিয়া
B
চিলি
C
পেরু
D
সুরিনাম
উত্তরের বিবরণ
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট, যা বিশেষ করে ইসলামি বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করে। OIC-এর পূর্ণরূপ হলো The Organisation of Islamic Cooperation।
-
গঠিত প্রেক্ষাপট: ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরানোর ঘটনা
-
গঠন পদ্ধতি: রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রতিষ্ঠার স্থান: মরক্কো
-
প্রতিষ্ঠিত তারিখ: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম) – আগস্ট, ২০২৫
-
মহাসচিবের মেয়াদ: ৫ বছর
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৫৭টি (আগস্ট, ২০২৫)
-
দক্ষিণ আমেরিকার দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC-এর সদস্য
-
ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য
-
বাংলাদেশ প্রথমবার অংশগ্রহণ করে ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
'ওডার-নেইস লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমানা?
Created: 1 day ago
A
জার্মানি ও পোল্যান্ড
B
পর্তুগাল ও স্পেন
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
ইসরাইল ও সিরিয়া
বিভিন্ন দেশের সীমানা নির্ধারণের জন্য বিশ্বে কিছু বিশেষ লাইন নির্ধারিত হয়েছে, যা প্রায়শই রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
-
পার্পল লাইন: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
নীল নদের উৎস কোনটি?
Created: 3 weeks ago
A
ইথিওপিয়ার পবর্তমালা
B
ভিক্টোরিয়া হ্রদ
C
আন্দিজ পর্বতমালা
D
মিনোসোটার হ্রদ
নীল নদ সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
আফ্রিকা মহাদেশে অবস্থিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৬৫০ কিমি
-
-
উৎপত্তি:
-
উৎস: আফ্রিকার লেক ভিক্টোরিয়া
-
-
প্রবাহ ও পতিত হওয়া:
-
বিভিন্ন দেশ অতিক্রম করে ভূ-মধ্যসাগরে পতিত
-
নদী ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত:
-
মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া
-
-
-
উপনদী:
-
দুটি প্রধান উপনদী: সাদা নীল এবং নীল নীল
-
তথ্যসূত্র: Britannica.com & Worldatlas.com

0
Updated: 3 weeks ago
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
Created: 3 weeks ago
A
২ বছর
B
৩ বছর
C
৪ বছর
D
৫ বছর
মার্কিন কংগ্রেস সম্পর্কিত তথ্য
-
সংজ্ঞা:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা কংগ্রেস নামে পরিচিত।
-
প্রধান কাজ: আইন প্রণয়ন।
-
কংগ্রেস দ্বি-কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
-
নিম্নকক্ষ (House of Representatives / প্রতিনিধি সভা):
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
মেয়াদ: ২ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ২৫ বছর
-
জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
উচ্চকক্ষ (Senate / সিনেট):
-
আসন সংখ্যা: ১০০টি
-
মেয়াদ: ৬ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ৩০ বছর
-
অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
নির্বাচন ও দল:
-
হাউস ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
-
বর্তমানে মার্কিন কংগ্রেসে প্রধান দুটি দল: ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি।
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago