'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
উত্তরের বিবরণ
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি কোনটি?
Created: 3 weeks ago
A
PTN
B
CTBT
C
NPT
D
CTB
Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT) হলো একটি যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি, যা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার বৃদ্ধি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য গৃহীত।
চুক্তির প্রধান লক্ষ্য:
-
পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তির বিস্তার রোধ করা।
-
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
-
পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়া।
-
NPT হলো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর নিরস্ত্রীকরণের লক্ষ্যে একমাত্র বাধ্যতামূলক বহুপাক্ষিক চুক্তি।
চুক্তির ইতিহাস ও বর্তমান অবস্থা:
-
স্বাক্ষরের জন্য উন্মুক্ত: ১৯৬৮ সাল
-
কার্যকর হয়: ১৯৭০ সাল
-
অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারণ: ১১ মে, ১৯৯৫
-
সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯১টি রাষ্ট্র (এর মধ্যে ৫টি পারমাণবিক অস্ত্রধারী)
-
NPT যেকোনো অস্ত্র সীমাবদ্ধতা বা নিরস্ত্রীকরণ চুক্তির চেয়ে বেশি রাষ্ট্র দ্বারা অনুমোদিত।
0
Updated: 3 weeks ago
বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
ইতালি
C
সুইজারল্যান্ড
D
বেলজিয়াম
ওয়াটার লু যুদ্ধ ছিল ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংঘাত, যা ১৮১৫ সালে বেলজিয়ামে সংঘটিত হয় এবং নেপোলিয়ন বোনাপার্টের শেষ পরাজয়ের সঙ্গে জড়িত।
-
যুদ্ধক্ষেত্র: বেলজিয়াম
-
তারিখ: ১৮১৫
-
ফলাফল: ফরাসি সাম্রাজ্যের নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন
-
পরবর্তী ব্যবস্থা: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়; তিনি সেখানে ১৮২১ সালে মৃত্যুবরণ করেন
-
বিজয়ী সেনাপতি: আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)
0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ-
Created: 1 month ago
A
টাঙ্গানিকা হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
বৈকাল হ্রদ
D
ভিক্টোরিয়া হ্রদ
বৈকাল হ্রদ দক্ষিণ সাইবেরিয়ার বুরিয়াত প্রজাতন্ত্র ও ইরকুতস্ক ওব্লাস্ট-এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ হিসেবে খ্যাত।
-
আয়তন অনুযায়ী বিশ্বে প্রথম, যদিও আয়তনের দিক থেকে নয়
-
পৃথিবীর মোট মিঠা পানির প্রায় ২২% বৈকাল হ্রদে সংরক্ষিত
-
উত্তর আমেরিকার সমস্ত গ্রেট লেকসের পানির পরিমাণ একত্র করলেও বৈকাল হ্রদ পূর্ণ করতে সক্ষম নয়
-
বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ
-
অত্যন্ত স্বচ্ছ (clearest) হ্রদ হিসেবে পরিচিত
অন্য উল্লেখযোগ্য হ্রদসমূহ:
-
ভিক্টোরিয়া হ্রদ: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার
-
টাঙ্গানিকা হ্রদ: বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ
0
Updated: 1 month ago