A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
উত্তরের বিবরণ
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস, যার প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা (The House of Representatives) এবং উচ্চকক্ষ হলো সিনেট (The Senate)।
-
নিম্নকক্ষ (প্রতিনিধি সভা / হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
সদস্যদের মেয়াদ: ২ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে
-
-
উচ্চকক্ষ (সিনেট)
-
আসন সংখ্যা: ১০০টি
-
সদস্যদের মেয়াদ: ৬ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে
-
-
যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে বিবেচিত, আর উচ্চকক্ষ বা সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
কংগ্রেসের উভয় কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—এই দুই দলের প্রাধান্য বিদ্যমান
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
রামসার কনভেনশনের প্রধান উদ্দেশ্য কী?
Created: 3 weeks ago
A
পারমাণবিক বর্জ্য নিষ্কাশন
B
জলাভূমি সংরক্ষণ করা
C
বৈশ্বিক অর্থনীতি উন্নয়ন করা
D
পর্যটন উন্নয়ন করা
রামসার সাইট
-
কনভেনশন: রামসার কনভেনশন একটি আন্তর্জাতিক চুক্তি
-
স্বাক্ষর: ১৯৭১, ইরানের রামসার শহরে
-
উদ্দেশ্য:
-
জলাভূমি সংরক্ষণ
-
সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
রামসার সনদ কার্যকর: ২১ সেপ্টেম্বর, ১৯৯২
-
রামসার সাইট সংখ্যা: ২টি
-
বাংলাদেশের রামসার সাইট: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর
উৎস: Ramsar Convention ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
হাজার হ্রদের দেশ-
Created: 3 weeks ago
A
অস্ট্রেলিয়া
B
অস্ট্রেলিয়া
C
মিশর
D
ফিনল্যান্ড
পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম
-
নিশীথ সূর্যের দেশ: নরওয়ে
-
সূর্যোদয়ের দেশ: জাপান
-
নিষিদ্ধ দেশ: তিব্বত
-
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড
-
নীল নদের দেশ: মিশর
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
পিরামিডের দেশ: মিশর
উৎস: Britannica.com

0
Updated: 3 weeks ago
মার্টিন লুথার কিং নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কবে?
Created: 3 weeks ago
A
১৯৬৫ সালে
B
১৯৮৪ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৬৪ সালে
মার্টিন লুথার কিং জুনিয়র
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।
-
জন্ম: ১৫ জানুয়ারি, ১৯২৯ – জর্জিয়া, যুক্তরাষ্ট্র।
-
বিখ্যাত ভাষণ: “I Have a Dream” (২৮ আগস্ট, ১৯৬৩)।
-
তিনি স্বপ্ন দেখেছিলেন বর্ণবাদমুক্ত, সমঅধিকার ভিত্তিক যুক্তরাষ্ট্রের।
-
-
পুরস্কার: ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার।
-
মৃত্যু: ৪ এপ্রিল, ১৯৬৮ – মেমফিস, যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)।

0
Updated: 3 weeks ago