'স্মাইল ট্রেন' কী নিয়ে কাজ করে?
A
শিশুশ্রম নিরসন
B
নারী অধিকার
C
শিশু চিকিৎসা
D
মানবাধিকার
উত্তরের বিবরণ
স্মাইল ট্রেন হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা রোগের বিনামূল্যে অস্ত্রোপচার প্রদান করে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৯ সালে
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্র
-
মূল কার্যক্রম: শিশুদের ঠোট ও তালুকাটা সমস্যার চিকিৎসা ও জীবনমান উন্নয়ন
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল?
Created: 1 month ago
A
১৭৮৬ সালে
B
১৭৮৭ সালে
C
১৭৮৮ সালে
D
১৭৮৯ সালে
ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে। এর মূল স্লোগান ছিল ‘স্বাধীনতা, সাম্য, মৈত্রী’।
প্রধান তথ্য:
-
শুরু: ১৭৮৯ সালের ১৪ জুলাই, বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে
-
স্থায়ীত্ব: প্রায় ১০ বছর
-
মূল ঘটনার স্থান: প্যারিস, যেখানে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে
-
ফ্রান্সের রাজা: ষোড়শ লুই
-
ফরাসি বিপ্লবের শিশু বা উজ্জীবক ব্যক্তি: নেপোলিয়ন বোনাপার্ট
-
বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন দার্শনিকরা: রুশো ও ভলতেয়ার
উৎস:
0
Updated: 1 month ago
জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনৈতিকদের বলা-
Created: 1 month ago
A
অ্যাম্বাসেডর
B
হাইকমিশনার
C
রিপ্রেজেন্টেটিভ
D
ক্যাবিনেট
কূটনৈতিক পদ ও শর্তসমূহ আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ, যা রাষ্ট্রগুলোর মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ ও সম্পর্ক নিয়ন্ত্রণ করে।
-
রাষ্ট্রদূত: এক রাষ্ট্র কর্তৃক অন্য দেশে প্রেরিত সর্বোচ্চ শ্রেণীর কূটনৈতিক কর্মকর্তা।
-
হাইকমিশনার: কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিক।
-
অ্যাম্বাসেডর: জাতিসংঘভুক্ত রাষ্ট্রগুলোর সর্বোচ্চ কূটনৈতিক কর্মকর্তা।
-
চার্জ দ্য অ্যাফেয়ারস: রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত অস্থায়ী প্রধান।
-
Persona-non-grata: কোনো কূটনীতিককে কোনো কারণ দর্শানো ছাড়াই অবাঞ্ছিত ঘোষণা করা।
0
Updated: 1 month ago
ক্রিমিয়ার যুদ্ধে বিজয়ী হয় -
Created: 1 month ago
A
অটোমান সাম্রাজ্য
B
ফ্রান্স
C
ব্রিটেন
D
উপরের সবগুলো
ক্রিমিয়ার যুদ্ধ চলেছিল ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত। এই যুদ্ধ রাশিয়ার এবং তুরস্ক (অটোমান সাম্রাজ্য)-এর মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স ও সারডিনিয়া-এর মধ্যে সংঘটিত হয়।
যুদ্ধের মূল তথ্য:
-
১৮৫৩ সালে রাশিয়া ইউরোপের তুর্কি এলাকায় আক্রমণ চালায়, যা যুদ্ধের সূচনা।
-
রাশিয়ার উদ্দেশ্য ছিল দারদানেলিস প্রণালীতে যুদ্ধ জাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষা করার অজুহাত দেখানো।
-
তুরস্কের সহায়তায় ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধের মধ্যে প্রবেশ করে।
-
যুদ্ধের সমাপ্তি ঘটে ১৮৫৬ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
-
এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় এবং বিজয়ী হয় ফ্রান্স, ব্রিটেন ও অটোমান সাম্রাজ্য।
উৎস:
0
Updated: 1 month ago