A
অসলো
B
বোগোটা
C
জয়পুর
D
বেইজিং
উত্তরের বিবরণ
জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী শহর এবং এটি ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিখ্যাত। শহরটি বিশেষভাবে ‘পিংক সিটি’ নামে পরিচিত।
-
জয়পুর রাজস্থানের সবচেয়ে জনবহুল শহর
-
শহরটি ১৭২৭ সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বারা জয়পুর রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়
-
এখানে হিন্দু ও মুসলিমের মিশ্র জনসংখ্যা রয়েছে
-
জয়পুর একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র
-
জয়পুরের বিখ্যাত শিল্প ও কারুশিল্পের মধ্যে রয়েছে—
-
গয়না
-
এনামেল কাজ
-
ধাতুর কাজ
-
মুদ্রিত কাপড়
-
পাথর, মার্বেল ও হাতির দাঁতের খোদাই
-
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
Created: 3 weeks ago
A
রিও ডি জেনেইরো, ব্রাজিল
B
নাইরোবি, কেনিয়া
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
স্টকহোম, সুইডেন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
বিশ্ব পরিবেশ দিবস-International Environment day
No subjects available.
সংক্ষেপে স্টকহোম সম্মেলন (1972):
-
পূর্ণ নাম: United Nations Conference on the Human Environment
-
স্থান: স্টকহোম, সুইডেন
-
সময়: ৫–১৬ জুন, ১৯৭২
-
ফলশ্রুতি:
-
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) গঠিত হয়
-
"স্টকহোম ঘোষণা" (২৬ দফা) গৃহীত হয়
-
-
গুরুত্ব:
-
এটিই ছিল বিশ্বের প্রথম বৈশ্বিক পরিবেশ বিষয়ক সম্মেলন
-
পরিবেশ সুরক্ষা ইস্যুটি প্রথমবারের মতো আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব পায়
-
👉 এটি সাধারণত Environment / International Conference / UN Initiatives থেকে প্রশ্ন আসে।

0
Updated: 3 weeks ago
২০২৫ সালে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বসবাসযোগ্য শীর্ষ শহর কোনটি? (আগস্ট, ২০২৫)
Created: 1 day ago
A
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
B
জুরিখ, সুইজারল্যান্ড
C
ভিয়েনা, অস্ট্রিয়া
D
কোপেনহেগেন, ডেনমার্ক
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) প্রতিবছরের মতো এবারও বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় পাঁচটি মূল মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরকে মূল্যায়ন করা হয়।
-
মূল্যায়নের মানদণ্ডগুলো হলো– স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো
-
১৬ জুন ২০২৫ তারিখে ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে
-
তালিকার শীর্ষ শহরগুলো হলো:
-
কোপেনহেগেন, ডেনমার্ক
-
ভিয়েনা, অস্ট্রিয়া
-
জুরিখ, সুইজারল্যান্ড
-
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
-
জেনেভা, সুইজারল্যান্ড
-
-
বাংলাদেশের অবস্থান তালিকায় ১৭১তম
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
Created: 2 weeks ago
A
ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
B
মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
C
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
D
লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
ধরিত্রি সম্মেলন
সাম্রাজ্যের পতন
No subjects available.
ধরিত্রী সম্মেলন (Earth Summit – 1992)
-
সময়: ৩–১৪ জুন, ১৯৯২
-
স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল
-
অন্য নাম: রিও সামিট, রিও কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
আয়োজক: জাতিসংঘ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও
-
মূল উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ
-
গুরুত্বপূর্ণ নীতি: Polluter Pays Principle
উল্লেখযোগ্য সাফল্যসমূহ
-
রিও ঘোষণা
-
২৭ দফা নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো নির্ধারণ।
-
-
এজেন্ডা ২১
-
২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
-
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কাঠামো।
-
পরবর্তীতে কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি এর ভিত্তি।
-
-
Convention on Biological Diversity (CBD)
-
জৈব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণ।
-
-
Forest Principles
-
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
-
-
Small Island Developing States (SIDS) Conference – 1994
-
ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রথম সম্মেলন।
-
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago