কোন মার্কিন প্রেসিডেন্ট অসলো-১ শান্তি চুক্তির মধ্যস্থতা করেন?
A
রিগান
B
জিমি কার্টার
C
বিল ক্লিনটন
D
রিচার্ড নিক্সন
উত্তরের বিবরণ
অসলো-১ শান্তি চুক্তি হলো ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি, যা দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে গৃহীত হয়।
-
স্বাক্ষরিত হয় ১৩ সেপ্টেম্বর ১৯৯৩
-
চুক্তি স্বাক্ষরিত স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
চুক্তির নাম অসলো চুক্তি, কারণ এর পূর্বে নরওয়ের রাজধানী অসলোতে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল
-
চুক্তির মাধ্যমে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে
-
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন চুক্তিতে মধ্যস্থতা করেন
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
গার্ডিয়া সিভিল কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
Created: 1 month ago
A
ফিনল্যান্ড
B
স্পেন
C
রাশিয়া
D
নেপাল
বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী
-
স্পেন: গার্ডিয়া সিভিল
-
গঠন: ১৮৪৪
-
সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
-
-
ভারত: BSF (Border Security Force)
-
রাশিয়া: বর্ডার গার্ড সার্ভিস অব রাশিয়া
-
ইতালি: গার্ডিয়া ডি ফিনাজা
-
ফিনল্যান্ড: ফিনিস বর্ডার গার্ড
-
জার্মানি: জার্মান ফেডারেল পুলিশ
-
যুক্তরাষ্ট্র: ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল
-
পাকিস্তান: রেঞ্জার্স
-
মিয়ানমার: বর্ডার গার্ড পুলিশ
-
বাংলাদেশ: বর্ডার গার্ড বাংলাদেশ
সূত্র:
0
Updated: 1 month ago
'ভিয়েনা কনভেনশন - ১৯৬১' কী সংক্রান্ত?
Created: 1 month ago
A
কূটনীতি
B
মানবাধিকার
C
যুদ্ধাপরাধ
D
সমুদ্র
ভিয়েনা কনভেনশন-১৯৬১ হলো কূটনৈতিক সম্পর্ক ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি।
-
চুক্তির পূর্ণরূপ: Vienna Convention on Diplomatic Relations
-
গৃহীত: ১৮ এপ্রিল ১৯৬১
-
কার্যকর: ২৪ এপ্রিল ১৯৬৪
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
ধারা: মোট ৫৩টি ধারার মধ্যে কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারিত
-
দেশগুলোর সাক্ষর: ভারত ১৯৬৫ সালে, বাংলাদেশ ১৯৭৮ সালে
-
মূল উদ্দেশ্য:
-
রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও পরিচালনার নিয়ম নির্ধারণ
-
কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব স্পষ্ট করা
-
কূটনৈতিক মিশন ও ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা
-
-
চুক্তি লঙ্ঘন: কোনো দেশ ধারার পরিপন্থী কাজ করলে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়
0
Updated: 1 month ago
রেনেসাঁর সূত্রপাত হয় -
Created: 1 month ago
A
ইতালিতে
B
ফ্রান্সে
C
ইংল্যান্ডে
D
জার্মানিতে
রেনেসাঁ হলো ইউরোপে মধ্যযুগের পরে প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণ বা পুনর্জন্ম।
-
অর্থ: পুনর্জন্ম বা পুনর্জাগরণ
-
সূত্রপাত: ইতালির ফ্লোরেন্স শহরে
-
বিস্তার: পরবর্তীতে ইতালির অন্যান্য শহর ও ইউরোপের বিভিন্ন দেশে
-
সময়কাল: চতুর্দশ থেকে ষোড়শ শতক, বিশেষ করে ১৪শ–১৬শ শতক
-
কারণ: ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতা
-
প্রভাব: সংস্কৃতি, শিল্প ও বিদ্যা চর্চায় প্রাচীন কল্পনা ও প্রযুক্তির পুনরুজ্জীবন
0
Updated: 1 month ago