'আজভ ব্রিগেড' কোন দেশের সশস্ত্র বাহিনী?
A
জর্ডান
B
দক্ষিণ সুদান
C
ইউক্রেন
D
ইরান
উত্তরের বিবরণ
আজভ ব্রিগেড হলো ইউক্রেনের একটি স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনী, যা মূলত দেশীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত।
-
প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে
-
এর সদস্যরা সবাই স্বেচ্ছাসেবী
-
গঠনের উদ্যোক্তা ছিল ইউক্রেনীয় অতি-জাতীয়তাবাদী ও নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (SNA) গোষ্ঠী
-
প্রতিষ্ঠাতা নেতা ছিলেন অ্যান্ড্রি বিলেটস্কি
-
ব্যাটালিয়নের অর্থনৈতিক খরচ বহন করেন ইগর কলোময়েস্কি, যিনি ইউক্রেনিয়ান বিদ্যুৎ গ্রিডের মালিক
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
’সাদা হাতির দেশ’ বলা হয়-
Created: 2 months ago
A
শ্রীলঙ্কা
B
থাইল্যান্ড
C
নিউজিল্যান্ড
D
বাহারাইন
ভৌগলিক উপনাম ও তাদের দেশসমূহ
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
সাদা হাতি থাইল্যান্ডে পবিত্র, রাজকীয় ও সৌভাগ্যের প্রতীক।
ধর্ম, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
লিলি ফুলের দেশ: কানাডা
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
সিল্ক রুটের দেশ: ইরান
মার্বেলের দেশ: ইতালি
উৎস: Britannica
0
Updated: 2 months ago
INF চুক্তির মাধ্যমে কোন ধরনের মিসাইল নিষিদ্ধ করা হয়েছিল?
Created: 1 month ago
A
ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল
B
আকাশে ব্যবহৃত মিসাইল
C
সমুদ্রে ব্যবহৃত মিসাইল
D
দূরপাল্লার পারমাণবিক মিসাইল
'INF' চুক্তি হলো মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে স্বাক্ষরিত হয়। এই চুক্তি মূলত যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়। চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এবং সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
-
INF-এর পূর্ণরূপ: The Intermediate-Range Nuclear Forces
-
চুক্তির মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়
-
সমুদ্র ও আকাশে ব্যবহৃত মিসাইল এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি
-
চুক্তি বাস্তবায়নের সময়সীমার মধ্যে, ১ জুন, ১৯৯১ তারিখে দেশ দুটি প্রায় ২৬৯২টি মিসাইল ধ্বংস করে
-
২০১৮ সালের ২০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে চুক্তিটি কার্যকরী না থাকে
-
২ আগস্ট, ২০১৯ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি থেকে প্রত্যাহার করে
উৎস:
0
Updated: 1 month ago
যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধপূর্ণ অঞ্চল-
Created: 3 weeks ago
A
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
B
হাওয়াই দ্বীপপুঞ্জ
C
স্প্রাটলী দ্বীপপুঞ্জ
D
বোর্নিও দ্বীপপুঞ্জ
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি যুক্তরাজ্যের বিদেশি অঞ্চল, যা কয়েক শত ছোট দ্বীপসহ মূলত দুটি বড় দ্বীপ—ইস্ট ফকল্যান্ড ও ওয়েস্ট ফকল্যান্ড—দ্বারা গঠিত।
-
মোট আয়তন: ১২,১৭৩ বর্গকিলোমিটার
-
মালিকানা বিরোধ: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা।
-
১৯৮২ সালের ২ এপ্রিল, আর্জেন্টিনার সামরিক সরকার দ্বীপপুঞ্জ আক্রমণ করে।
-
এর প্রেক্ষিতে ফকল্যান্ড যুদ্ধ শুরু হয়।
-
১০ সপ্তাহ পর, স্ট্যানলিতে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ শেষ হয়।
-
ব্রিটিশ সৈন্যরা জোরপূর্বক দ্বীপগুলো পুনরায় দখল করে।
0
Updated: 3 weeks ago