'আজভ ব্রিগেড' কোন দেশের সশস্ত্র বাহিনী?
A
জর্ডান
B
দক্ষিণ সুদান
C
ইউক্রেন
D
ইরান
উত্তরের বিবরণ
আজভ ব্রিগেড হলো ইউক্রেনের একটি স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনী, যা মূলত দেশীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত।
-
প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে
-
এর সদস্যরা সবাই স্বেচ্ছাসেবী
-
গঠনের উদ্যোক্তা ছিল ইউক্রেনীয় অতি-জাতীয়তাবাদী ও নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (SNA) গোষ্ঠী
-
প্রতিষ্ঠাতা নেতা ছিলেন অ্যান্ড্রি বিলেটস্কি
-
ব্যাটালিয়নের অর্থনৈতিক খরচ বহন করেন ইগর কলোময়েস্কি, যিনি ইউক্রেনিয়ান বিদ্যুৎ গ্রিডের মালিক
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
Federal Bureau of Investigation এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
জোসেফ ওনাপার্ট
B
চার্লস জোসে
C
জোসেফ বোনাপার্ট
D
চার্লস হ্যারি
FBI (Federal Bureau of Investigation)
-
পূর্ণরূপ: Federal Bureau of Investigation
-
প্রকার: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা
-
সংস্থার অধীন: মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় (United States Department of Justice)
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট
সূত্র:
0
Updated: 1 month ago
যুক্তরাজ্যে আইনসভার নিম্নকক্ষের নাম-
Created: 1 month ago
A
হাউস অব কমন্স
B
সিনেট
C
হাউস অব লর্ডস
D
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
যুক্তরাজ্যের পার্লামেন্ট:
-
রূপ: দুইকক্ষবিশিষ্ট
-
উচ্চকক্ষ: হাউস অব লর্ডস (House of Lords)
-
সদস্য সংখ্যা: ৭৯৩ জন
-
-
নিম্নকক্ষ: হাউস অব কমন্স (House of Commons)
-
সদস্য নির্বাচন: জনগণের প্রত্যক্ষ ভোটে
-
মেয়াদ: ৫ বছর
-
আসনের সংখ্যা: ৬৫০
-
-
যুক্তরাষ্ট্রের কংগ্রেস:
-
নিম্নকক্ষ: হাউজ অব রিপ্রেজেন্টেটিভস (House of Representatives)
-
সদস্য সংখ্যা: ৪৩৫ জন
-
-
উচ্চকক্ষ: সিনেট (Senate)
-
সদস্য সংখ্যা: ১০০ জন (প্রতি রাজ্য থেকে ২ জন করে)
-
তুলনামূলক বিষয়:
-
উভয় দেশেই দুইকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে।
-
যুক্তরাজ্যে নিম্নকক্ষের নির্বাচন সরাসরি জনগণের মাধ্যমে হয়, হাউস অব লর্ডস প্রধানত নিয়োগ বা উত্তরাধিকার ভিত্তিক।
-
যুক্তরাষ্ট্রে উভয় কক্ষই নির্বাচিত; হাউজ অব রিপ্রেজেন্টেটিভস জনগণের দ্বারা সরাসরি এবং সিনেট প্রাথমিকভাবে নির্বাচিত হলেও (বর্তমানে সরাসরি ভোটে)।
0
Updated: 1 month ago
কোন যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল?
Created: 1 month ago
A
ভিয়েতনাম যুদ্ধ
B
কোরীয় যুদ্ধ
C
পাক-ভারত যুদ্ধ
D
ইজরাইল- ফিলিস্তিন
কোরীয় যুদ্ধ শীতল যুদ্ধকালীন এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা কোরীয় উপদ্বীপকে উত্তর ও দক্ষিণে স্থায়ীভাবে বিভক্ত করে দেয়। এতে একদিকে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনপ্রাপ্ত উত্তর কোরিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
যুদ্ধকাল: ১৯৫০ থেকে ১৯৫৩ সাল।
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত)
-
-
জাতিসংঘের ভূমিকা:
-
৩ নভেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ “Uniting for Peace” প্রস্তাব গ্রহণ করে, যা শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
-
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
0
Updated: 1 month ago