সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
A
ICAO
B
WMO
C
IOM
D
IMO
উত্তরের বিবরণ
IMO বা International Maritime Organization হলো সমুদ্র চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক একটি সংস্থা, যা সমুদ্র নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- 
প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহীত হয়, যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয় 
- 
শুরুতে নাম ছিল Inter-governmental Maritime Consultative Organisation (IMCO), পরে নামকরণ করা হয় International Maritime Organization (IMO) 
- 
১৯৫৯ সালের ১৩ জানুয়ারি IMO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ করে 
- 
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য 
- 
বর্তমান সদস্য সংখ্যা: ১৭৬টি (জুন, ২০২৫) 
- 
বাংলাদেশ ১৯৭৬ সালে IMO-এর সদস্যপদ লাভ করে 
অন্য আন্তর্জাতিক সংস্থাসমূহ:
- 
IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা 
- 
WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা 
- 
ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা 
তথ্যসূত্র:
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
কোয়াড কোন অঞ্চলের জন্য একটি চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম হিসেবে কাজ করে?
Created: 1 month ago
A
আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল
B
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
C
ভূমধ্যসাগরীয় অঞ্চল
D
লোহিতসাগরীয় অঞ্চল
QUAD হলো Quadrilateral Security Dialogue, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের (ভারত-প্রশান্ত মহাসাগর) চতুর্পক্ষীয় নিরাপত্তা ফোরাম। এটি গঠিত হয় ২০০৭ সালে এবং এতে ৪টি দেশ অংশগ্রহণ করে: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
- 
মূল উদ্দেশ্য: - 
ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা 
- 
কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা 
- 
বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা 
- 
আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করা 
 
- 
- 
উল্লেখ্য, ২০২৫ সালে কোয়াডের ৫ম সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কী? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
‘সি-ওয়ান’ প্রকল্প
B
‘ই-ওয়ান’ প্রকল্প
C
‘জি-ওয়ান’ প্রকল্প
D
‘এফ-ওয়ান’ প্রকল্প
ইসরায়েল পশ্চিম তীরে একটি নতুন বসতি নির্মাণ প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে, যা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন পরিকল্পনার বিরুদ্ধে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পটির নাম ‘ই-ওয়ান’ (E-1) বসতি প্রকল্প, যা পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চলে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
- 
প্রকল্পটি ঘোষণা করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ, যিনি জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী এলাকায় এই পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান। 
- 
পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরের মা’আলে আদুমিম এলাকায় ৩,৪০১টি নতুন আবাসিক ইউনিট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। 
- 
এই বসতি নির্মাণ সম্পন্ন হলে পূর্ব জেরুজালেম কার্যত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যা ভবিষ্যতে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম প্রতিষ্ঠার সম্ভাবনাকে দুর্বল করবে। 
- 
ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘পিস নাউ’-এর তথ্যমতে, বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি বসতিতে সাত লাখেরও বেশি ইহুদি বসবাস করছেন, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
Orbis International-এর প্রধান উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
প্রযুক্তি উন্নয়ন
B
প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ প্রদান
C
চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ
D
খাদ্য সরবরাহ
অরবিস ইন্টারন্যাশনাল (Orbis International):-
- 
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। 
- 
এটি একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল (Flying Eye Hospital) হিসেবে পরিচিত। 
- 
মূল কাজ: বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ ও চক্ষু সেবা উন্নয়ন। 
- 
প্রতিষ্ঠা: ১৯৮২ সালে। 
- 
সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। 
- 
বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি (Derek Hodkey)। 
- 
মূল উদ্দেশ্য: দৃষ্টিহীনতা প্রতিরোধ, চোখের চিকিৎসা ও প্রশিক্ষণ সেবা প্রদান। 
🔹 বাংলাদেশে কার্যক্রম:
অরবিস ইন্টারন্যাশনাল প্রথমবার ১৯৮৫ সালে বাংলাদেশে এসে চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।
উৎস: Orbis International ওয়েবসাইট।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago