'ওডার-নেইস লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমানা?
A
জার্মানি ও পোল্যান্ড
B
পর্তুগাল ও স্পেন
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
ইসরাইল ও সিরিয়া
উত্তরের বিবরণ
বিভিন্ন দেশের সীমানা নির্ধারণের জন্য বিশ্বে কিছু বিশেষ লাইন নির্ধারিত হয়েছে, যা প্রায়শই রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
-
পার্পল লাইন: ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
’হিজরি সন’ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে?
Created: 1 month ago
A
৬২০ খ্রিস্টাব্দে
B
৬২২ খ্রিস্টাব্দে
C
৬২৮ খ্রিস্টাব্দে
D
৬২৫ খ্রিস্টাব্দে
হিজরি বর্ষপঞ্জি:
- ৬৩৮ খ্রীস্টাব্দে- হযরত ওমর কর্তৃক হিজরি বর্ষপঞ্জি (ইসলামি বর্ষপঞ্জি) প্রবর্তন হয়।
- ৬২২ খ্রীস্টাব্দে থেকে হিজরি সন গণনা শুরু [ হযরত মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদীনা হিযরতের দিন থেকে]।
- ৩৫৪/৩৫৫ দিনে বছর গণনা ।
- মোট মাস ১২ টি।
- মুহররম, সফর রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জ্বিলকদ এবং জ্বিলহজ্জ ।
উৎস:
0
Updated: 1 month ago
বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
ইতালি
C
সুইজারল্যান্ড
D
বেলজিয়াম
ওয়াটার লু যুদ্ধ ছিল ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংঘাত, যা ১৮১৫ সালে বেলজিয়ামে সংঘটিত হয় এবং নেপোলিয়ন বোনাপার্টের শেষ পরাজয়ের সঙ্গে জড়িত।
-
যুদ্ধক্ষেত্র: বেলজিয়াম
-
তারিখ: ১৮১৫
-
ফলাফল: ফরাসি সাম্রাজ্যের নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন
-
পরবর্তী ব্যবস্থা: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়; তিনি সেখানে ১৮২১ সালে মৃত্যুবরণ করেন
-
বিজয়ী সেনাপতি: আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)
0
Updated: 1 month ago
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
Created: 2 months ago
A
আরব সাগর
B
বঙ্গোপসাগর
C
পারস্য উপসাগর
D
লোহিত সাগর
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
অবস্থান: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ
-
শাসনব্যবস্থা: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল
-
উপাদান: দুটি প্রধান দ্বীপগুচ্ছ
-
উত্তর: আন্দামান দ্বীপপুঞ্জ
-
দক্ষিণ: নিকোবর দ্বীপপুঞ্জ
-
-
ভৌগোলিক সাপেক্ষ: থাইল্যান্ড ও মিয়ানমারের উপকূলের কাছে
উৎস: ওয়ার্ল্ড এটলাস
0
Updated: 2 months ago