মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মেয়াদ -
A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
উত্তরের বিবরণ
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস, যার প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা (The House of Representatives) এবং উচ্চকক্ষ হলো সিনেট (The Senate)।
- 
নিম্নকক্ষ (প্রতিনিধি সভা / হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) - 
আসন সংখ্যা: ৪৩৫টি 
- 
সদস্যদের মেয়াদ: ২ বছর 
- 
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে 
 
- 
- 
উচ্চকক্ষ (সিনেট) - 
আসন সংখ্যা: ১০০টি 
- 
সদস্যদের মেয়াদ: ৬ বছর 
- 
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে 
 
- 
- 
যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে বিবেচিত, আর উচ্চকক্ষ বা সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ 
- 
কংগ্রেসের উভয় কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন 
- 
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—এই দুই দলের প্রাধান্য বিদ্যমান 
তথ্যসূত্র:
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নিচের কোনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
ফ্রান্স
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
- 
প্রধান দায়িত্ব: বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা 
- 
মোট সদস্য সংখ্যা: ১৫ - 
স্থায়ী সদস্য: ৫ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন) 
- 
অস্থায়ী সদস্য: ১০ 
 
- 
- 
ভেটো ক্ষমতা: - 
স্থায়ী সদস্যরা "ভেটো" প্রয়োগ করতে পারে, যার অর্থ “আমি এটা মানি না” 
- 
কোনো প্রস্তাব গৃহীত হতে হলে মোট ৯টি সদস্যের সম্মতি প্রয়োজন, এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্যও থাকতে হবে 
- 
যদি কোনো স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে, প্রস্তাব বাতিল হয়ে যায় 
 
- 
- 
উল্লেখযোগ্য: কানাডা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
অরেঞ্জ বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল কোন শহর?
Created: 1 month ago
A
মিনস্ক
B
ওয়ারশ
C
কিয়েভ
D
তিবিলিসি
অরেঞ্জ বিপ্লব ইউক্রেনে সংঘটিত একটি ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক ঘটনা।
অরেঞ্জ বিপ্লব সম্পর্কিত তথ্য:
- 
সংঘটিত: ২০০৪ সালে 
- 
স্থান: ইউক্রেন, রাজধানী কিয়েভ ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু 
- 
উদ্দীপনা: প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও ব্যাপক দুর্নীতি অভিযোগ তুলে নাগরিকদের প্রতিরোধ আন্দোলন শুরু হয় 
- 
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক আন্দোলন 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
’স্কটল্যান্ড ইয়ার্ড’ কোন দেশের পুলিশ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
স্কটল্যান্ড
C
নেদারল্যান্ড
D
অস্ট্রিয়া
স্কটল্যান্ড ইয়ার্ড হলো লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের প্রচলিত নাম এবং যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ পুলিশ সংস্থা।
- 
এটি লন্ডন শহরে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ তদন্তে প্রধান ভূমিকা পালন করে। 
- 
প্রতিষ্ঠা: ১৮২৯ 
- 
উদ্যোক্তা: তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট পিল 
- 
প্রথম অফিস: স্কটল্যান্ড প্লেস রাস্তায় অবস্থিত 
- 
নামের উৎস: এলাকার নাম থেকে “Scotland Yard” প্রচলিত হয় 
- 
বর্তমান নাম: New Scotland Yard 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago