বাসেল কনভেনশনের মূল বিষয়বস্তু কোনটি?
A
নিরস্ত্রীকরণ
B
দারিদ্রতা দূরীকরণ
C
বৈশ্বিক উষ্ণতা হ্রাস
D
বিপদজনক বর্জ্য নিয়ন্ত্রণ
উত্তরের বিবরণ
বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা বিপদজনক বর্জ্যের সীমান্ত অতিক্রমী চলাচল এবং তার সঠিক নিয়ন্ত্রণ ও নিষ্পত্তি নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়। এর পূর্ণ নাম হলো The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal।
-
গৃহীত হওয়ার তারিখ: ২২ মার্চ, ১৯৮৯
-
গৃহীত স্থান: সুইজারল্যান্ডের বাসেল শহর
-
কার্যক্রম শুরুর তারিখ: ৫ মে, ১৯৯২
-
বাংলাদেশ এই কনভেনশন অনুমোদন করে ১৯৯৩ সালে
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কবে?
Created: 2 months ago
A
১৯৭৪ সালে
B
১৯৮২ সালে
C
২০০১ সালে
D
১৯৮৫ সালে
ভারতের পারমাণবিক পরীক্ষা
-
প্রথম পরীক্ষা (Smiling Buddha)
-
তারিখ: ১৮ মে, ১৯৭৪
-
স্থান: পোখরান টেস্টিং সাইট, রাজস্থান
-
সরকারি দাবি: শান্তিপূর্ণ উদ্দেশ্যে (মাটি সরানো, খননকাজ, খাল খনন)
-
বাস্তবতা: ১৯৯৭ সালে দলের প্রধান রাজা রামান্না স্বীকার করেন যে এটি আসলে একটি অস্ত্র পরীক্ষা ছিল
-
-
দ্বিতীয় বড় পরীক্ষা
-
তারিখ: মে ১৯৯৮, একই পোখরান সাইটে
-
পরীক্ষার সংখ্যা: ৫টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা
-
ফলাফল: ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে
-
উৎস: Arms Control Association
0
Updated: 2 months ago
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'Open Door Policy' সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ - ৬
B
অনুচ্ছেদ - ৮
C
অনুচ্ছেদ - ১০
D
অনুচ্ছেদ - ১২
ন্যাটো (NATO) হলো একটি সামরিক ও প্রতিরক্ষা জোট, যার প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি অনুচ্ছেদে বিন্যস্ত। ন্যাটোর সদস্য হওয়ার জন্য দেশকে ইউরোপীয় হওয়ার শর্ত পূরণ করতে হয়, এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হয় অনুচ্ছেদ ১০: Open Door Policy অনুযায়ী।
-
অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান
-
অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
-
অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা
-
অনুচ্ছেদ ৪: পরামর্শ
-
অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা
-
অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা
-
অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
-
অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা
-
অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ
-
অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ / নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy)
-
অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ
-
অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা
-
অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ
-
অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা
উৎস:
0
Updated: 1 month ago
NATO ভুক্ত মুসলিম দেশ কোনটি?
Created: 1 month ago
A
ইন্দোনেশিয়া
B
মরক্কো
C
আলবেনিয়া
D
কোনটি নয়
NATO (North Atlantic Treaty Organization)
-
পূর্ণরূপ: The North Atlantic Treaty Organization
-
প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯
-
গঠন ভিত্তি: উত্তর আটলান্টিক চুক্তি
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
প্রাথমিক সদস্য সংখ্যা: ১২টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩২টি দেশ
-
সর্বশেষ সদস্য: সুইডেন
-
মুসলিম সদস্য দেশ: তুরস্ক (১৯৫২), আলবেনিয়া (২০০৯)
-
নাটোর মিশন উদাহরণ: ISAF মিশন, আফগানিস্তান
-
মহাপরিচালক: Mark Rutte
সূত্র:
0
Updated: 1 month ago