ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি কোনটি?
A
মন্ট্রিল প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কিয়োটো প্রটোকল
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
মন্ট্রিল প্রটোকল হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চুক্তি, যা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে।
-
চুক্তির উদ্দেশ্য: ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন কমিয়ে ওজোনস্তরকে সুরক্ষিত রাখা
-
গৃহীত হওয়ার তারিখ: ১৬ সেপ্টেম্বর ১৯৮৭, কানাডার মন্ট্রিল শহরে
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি ১৯৮৯
-
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
অপারেশন রাইজিং লায়ন পরিচালনার মূল লক্ষবস্তু কী ছিলো?
Created: 3 weeks ago
A
যুদ্ধজাহাজ
B
পারমাণবিক স্থাপনা
C
বিদ্যুৎকেন্দ্র
D
যুদ্ধবিমান
অপারেশন রাইজিং লায়ন হলো ইসরায়েলের একটি সামরিক অভিযান, যা ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
-
এই অভিযান চালানো হয় ১৩ জুন, ২০২৫ শুক্রবার এবং এর নামকরণ করা হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।
-
মূল উদ্দেশ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান কেন্দ্রবিন্দুতে আঘাত করা।
-
অভিযানের লক্ষ্য ছিল ইরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা এমন ইরানি পরিকল্পনাগুলোর ওপর প্রতিরোধমূলক হামলা চালানো।
-
এর আওতায় অন্তর্ভুক্ত ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটিগুলো।
0
Updated: 3 weeks ago
অপারেশন রাইজিং লায়ন কোন দেশের পরিচালিত অভিযান?
Created: 2 months ago
A
ইউক্রেন
B
ইসরায়েল
C
ভারত
D
পাকিস্তান
অপারেশন রাইজিং লায়ন
-
পরিচয়: ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযান
-
নামের অর্থ: বাইবেলের একটি অনুচ্ছেদ থেকে নেওয়া, সিংহের প্রতীকী শক্তি ও ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির প্রতীক
-
তারিখ ও সময়: ১৩ জুন ২০২৫-এর ভোর
-
পরিচালন: ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে
-
প্রক্রিয়া:
-
ড্রোন ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা
-
প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা
-
ইরানের প্রতিক্রিয়া:
-
পাল্টা হামলার নাম: অপারেশন টু প্রমিজ থ্রি
-
কার্যক্রম: শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া
উৎস: যুগান্তর
0
Updated: 2 months ago
সামরিক ভাষায় WMD-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Weapons of Modern Design
B
World Military Defense
C
World Medical Department
D
Weapons of Mass Destruction
WMD হলো Weapons of Mass Destruction, যা গণবিধ্বংসী অস্ত্র বোঝায়। সামরিক ভাষায় এটি এমন অস্ত্রকে নির্দেশ করে যা বৃহৎ পরিসরে ধ্বংস ও মানব জীবনের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় ১৯৩৭ সালে, বোমারু বিমানের ব্যাপক ধ্বংসের ক্ষমতা বর্ণনা করতে।
-
Weapons of Mass Destruction-এ অন্তর্ভুক্ত অস্ত্রসমূহ:
-
Nuclear Weapon (পারমাণবিক অস্ত্র)
-
Chemical Weapon (রাসায়নিক অস্ত্র)
-
Biological Weapon (জৈবিক অস্ত্র)
-
-
২০০৩ সালে WMD থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে আক্রমণ করেছিল
উৎস:
0
Updated: 1 month ago