ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি কোনটি?
A
মন্ট্রিল প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কিয়োটো প্রটোকল
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
মন্ট্রিল প্রটোকল হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চুক্তি, যা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে।
-
চুক্তির উদ্দেশ্য: ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন কমিয়ে ওজোনস্তরকে সুরক্ষিত রাখা
-
গৃহীত হওয়ার তারিখ: ১৬ সেপ্টেম্বর ১৯৮৭, কানাডার মন্ট্রিল শহরে
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি ১৯৮৯
-
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
কোন যুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল?
Created: 1 month ago
A
ভিয়েতনাম যুদ্ধ
B
কোরীয় যুদ্ধ
C
পাক-ভারত যুদ্ধ
D
ইজরাইল- ফিলিস্তিন
কোরীয় যুদ্ধ শীতল যুদ্ধকালীন এক গুরুত্বপূর্ণ সংঘাত, যা কোরীয় উপদ্বীপকে উত্তর ও দক্ষিণে স্থায়ীভাবে বিভক্ত করে দেয়। এতে একদিকে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনপ্রাপ্ত উত্তর কোরিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-
যুদ্ধকাল: ১৯৫০ থেকে ১৯৫৩ সাল।
-
বিবাদমান পক্ষ:
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত)
-
দক্ষিণ কোরিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত)
-
-
জাতিসংঘের ভূমিকা:
-
৩ নভেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ “Uniting for Peace” প্রস্তাব গ্রহণ করে, যা শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
-
-
যুদ্ধের সমাপ্তি: ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
0
Updated: 1 month ago
'স্মাইল ট্রেন' কী নিয়ে কাজ করে?
Created: 1 month ago
A
শিশুশ্রম নিরসন
B
নারী অধিকার
C
শিশু চিকিৎসা
D
মানবাধিকার
স্মাইল ট্রেন হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা রোগের বিনামূল্যে অস্ত্রোপচার প্রদান করে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৯ সালে
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্র
-
মূল কার্যক্রম: শিশুদের ঠোট ও তালুকাটা সমস্যার চিকিৎসা ও জীবনমান উন্নয়ন
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
কোন পর্বতমালা এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে?
Created: 2 months ago
A
আল্পস পর্বতমালা
B
রকি পর্বতমালা
C
আন্দিজ পর্বতমালা
D
ইউরাল পর্বতমালা
ইউরাল পর্বতমালা সম্পর্কিত তথ্য
-
ভৌগোলিক গুরুত্ব:
-
ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে
-
-
আয়তন ও দৈর্ঘ্য:
-
দৈর্ঘ্য: ১,৫৫০ মাইল (২,৫০০ কিমি)
-
-
উচ্চতা:
-
গড় উচ্চতা: ৩,৩০০–৩,৬০০ ফুট (১,০০০–১,১০০ মিটার)
-
সর্বোচ্চ শিখর: মাউন্ট নরোদনা, ৬,২১৭ ফুট (১,৮৯৫ মিটার)
-
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago