A
নিউট্রন
B
পজিট্রন
C
প্রোটন
D
ইলেকট্রন
উত্তরের বিবরণ
মৌলিক কণিকা হলো সেই সূক্ষ্ম কণিকা যেগুলো দ্বারা পরমাণু গঠিত হয়।
-
পরমাণুর মৌলিক কণিকা তিনটি: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
-
স্বাভাবিক অবস্থায় পরমাণুর প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান থাকে।
-
নিউট্রনের সংখ্যা কখনো প্রোটনের সমান আবার কখনো বেশি হতে পারে।
-
পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যেখানে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।
নিউট্রন:
-
নিউট্রন হলো আধানহীন বা চার্জ-নিরপেক্ষ কণা।
-
১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন।
-
নিউট্রনের ভর প্রায় প্রোটনের ভরের সমান।
-
প্রতীক: n।
-
প্রকৃত ভর: 1.675 × 10⁻²⁴ g।
-
আপেক্ষিক আধান: ০।
-
একমাত্র হাইড্রোজেন ছাড়া সব পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে।

0
Updated: 1 day ago