জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
A
ECE
B
ECLAC
C
ESCWA
D
ESCAP
উত্তরের বিবরণ
ESCWA বা পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন হলো জাতিসংঘের একটি আঞ্চলিক সংস্থা, যা পশ্চিম এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পূর্ণরূপ হলো United Nations Economic and Social Commission for Western Asia (ECWA)।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৭৩
-
মূল উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক কার্যক্রমকে উৎসাহিত করা, সহযোগিতা জোরদার করা এবং উন্নয়ন ত্বরান্বিত করা
-
সদর দপ্তর: বৈরুত, লেবানন
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
নিচের কোন চুক্তিতে ইরাক ও ইরান অংশগ্রহণ করেছিল?"
Created: 1 month ago
A
ক্যাম্প-ডেভিড চুক্তি
B
তাসখন্দ চুক্তি
C
আলজিয়ার্স চুক্তি
D
কোনটি নয়
আলজিয়ার্স চুক্তি
▪ শাত-ইল-আরব ও ইরানের কোহেস্তানকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ অবস্থার অবসানের লক্ষ্যে আলজেরিয়ার মধ্যস্থতায় “আলিজিয়ার্স চুক্তি” স্বাক্ষরিত হয়।
▪ চুক্তি স্বাক্ষরের তারিখ:- ১৩ জুন, ১৯৭৫ সাল।
▪ চুক্তি অনুমোদন:- ১৯৭৬ সাল (উভয় দেশ কর্তৃক)।
▪ চুক্তির পক্ষ:- ইরান ও ইরাক।
▪ চুক্তি স্বাক্ষরকারী:- ইরানের পক্ষে - শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে - ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন
▪ চুক্তি অকার্যকর:- ১৭ সেপ্টেম্বর, ১৯৮০ সাল। (ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে।)
▪ চুক্তির লক্ষ্য:- ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত পরিস্তিতিতে শান্তিপূর্ণ সহ-অবস্থান, ইরান ও ইরাক কর্তৃক কুর্দিশ বিদ্রোহ দমন ইত্যাদি।
অন্যদিকে,
• তাসখন্দ ও সিমলা চুক্তির পক্ষ সমূহ ভারত ও পাকিস্তান।
• ক্যাম্প-ডেভিড চুক্তির পক্ষ সমূহ মিশর ও ইসরায়েল।
0
Updated: 1 month ago
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
Created: 2 months ago
A
কোপেনহেগেন সম্মেলন
B
কানকুন সম্মেলন
C
ডারবান সম্মেলন
D
স্টকহোম সম্মেলন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গ্রিন হাউস
Green Climate Fund (GCF)
-
প্রতিষ্ঠা: ২০১০, কানকুন, মেক্সিকো (COP-16)
-
সংশ্লিষ্ট সংস্থা: UNFCCC
-
সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
-
উদ্দেশ্য:
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান
-
কার্বন নির্গমন কমানো
-
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫°C মধ্যে সীমাবদ্ধ রাখা
-
উল্লেখযোগ্য তথ্য
-
২০০৯ সালে কোপেনহেগেন (COP-15) সম্মেলনে গঠনের অঙ্গীকার করা হয়।
-
উন্নত দেশগুলোর প্রদত্ত চাঁদার মাধ্যমে তহবিল পরিচালিত হয়।
-
তহবিলের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট
0
Updated: 2 months ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Created: 3 weeks ago
A
কানাডা
B
যুক্তরাষ্ট্রে
C
জার্মানি
D
নরওয়ে
ক্যাম্প ডেভিড চুক্তি হলো ১৯৭৮ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে সম্পন্ন হয়।
-
মধ্যস্থতাকারী: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
-
স্বাক্ষরকারী: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন।
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
-
ফলাফল: সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
-
চুক্তির নামকরণ: চুক্তিটি ক্যাম্প ডেভিডে সম্পন্ন হওয়ায় এই নামকরণ।
0
Updated: 3 weeks ago