রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কোনটি?
A
জুলাই বিপ্লব
B
সেপ্টেম্বর বিপ্লব
C
অক্টোবর বিপ্লব
D
নভেম্বর বিপ্লব
উত্তরের বিবরণ
রুশ বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়, যেখানে মূলত দুটি বড় বিপ্লব ঘটে। এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক বিপ্লব, যেগুলোকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব বলা হয়।
-
ফেব্রুয়ারি বিপ্লব
-
রুশ বিপ্লবের প্রথম ধাপকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়
-
এর ফলে জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত ও বন্দি হন
-
১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) খাদ্য সংকটকে কেন্দ্র করে দাঙ্গা শুরু হয়
-
সেনাবাহিনী বিদ্রোহীদের সমর্থন দিলে নিকোলাস বাধ্য হয়ে সিংহাসন ত্যাগ করেন
-
এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার রাজতন্ত্রের পতন ঘটে
-
-
বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব
-
রুশ বিপ্লবের দ্বিতীয় ধাপ হলো বলশেভিক বা অক্টোবর বিপ্লব
-
এর ফলে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
-
এই বিপ্লবের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি
-
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
'লস্কর-ই-তৈয়বা' কোন ধরনের সংগঠন?
Created: 2 months ago
A
আরব মানবাধিকার সংস্থা
B
ভারতের বামপন্থী দল
C
পাকিস্তানি জঙ্গি সংগঠন
D
মহাকাশ গবেষণা সংস্থা
লস্কর-ই-তৈয়বা
-
অর্থ: “শুদ্ধদের বাহিনী” বা “Army of the Pure”
-
সংজ্ঞা: পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন, যা মূলত ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর।
-
অঞ্চল: কাশ্মীর উপত্যকায় কার্যক্রম হলেও এর পরিচালনা পাকিস্তান থেকে হয়।
-
ধর্মীয় প্রভাব: সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায় দ্বারা প্রভাবিত।
-
প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ
-
প্রতিষ্ঠার সময়: ১৯৮০ সালের দিকে
-
প্রথম অনুপ্রবেশ: ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে
সংশ্লিষ্ট সংগঠন:
-
জামাত-উদ-দাওয়া (Jamaat-ud-Dawa): লস্কর-এর মূল সামাজিক-মুখো সংগঠন।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 2 months ago
যুদ্ধবন্দীদের সুরক্ষা সম্পর্কিত জেনেভা কনভেনশন কোনটি?
Created: 1 month ago
A
১ম জেনেভা কনভেনশন
B
২য় জেনেভা কনভেনশন
C
৩য় জেনেভা কনভেনশন
D
৪র্থ জেনেভা কনভেনশন
জেনেভা কনভেনশন হলো একটি আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে। এটি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত। চুক্তিটি স্বাক্ষরিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় এবং এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে। এই চুক্তিগুলোকে সাধারণভাবে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।
-
প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা
-
দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা এবং চিকিৎসা; ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে স্বাক্ষরিত
-
তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ
-
চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়
উল্লেখ্য, কনভেনশনগুলোর সংশোধন ও আধুনিকায়ন:
-
১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলো উন্নত ও আধুনিক করা হয়
-
১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রটোকল যুক্ত করা হয়
-
এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে
উৎস:
0
Updated: 1 month ago
কনস্টান্টিনোপল' কোন সভ্যতার রাজধানী ছিল?
Created: 1 month ago
A
বাইজেন্টাইন
B
মায়া
C
সুমেরীয়
D
হিব্রু
বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল একটি প্রাচীন এবং শক্তিশালী সাম্রাজ্য, যা প্রায় ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল এবং ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণের আগে বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা হিসেবে পরিচিত ছিল।
-
সাধারণত এটি পূর্ব রোমান সাম্রাজ্য নামে পরিচিত
-
৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচালিত হয়
-
রাজধানী: কনস্টান্টিনোপল
-
সাম্রাজ্যের ভূখণ্ড প্রায় ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলো জুড়ে ছিল, যার মধ্যে বর্তমান ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা অন্তর্ভুক্ত
-
সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান
-
১৪ শতকে অটোমান তুর্কিরা ধীরে ধীরে দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে সম্পূর্ণ অটোমান নিয়ন্ত্রণে চলে যায়
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago