২০২৫ সালে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বসবাসযোগ্য শীর্ষ শহর কোনটি? (আগস্ট, ২০২৫)
A
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
B
জুরিখ, সুইজারল্যান্ড
C
ভিয়েনা, অস্ট্রিয়া
D
কোপেনহেগেন, ডেনমার্ক
উত্তরের বিবরণ
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) প্রতিবছরের মতো এবারও বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় পাঁচটি মূল মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরকে মূল্যায়ন করা হয়।
-
মূল্যায়নের মানদণ্ডগুলো হলো– স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো
-
১৬ জুন ২০২৫ তারিখে ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে
-
তালিকার শীর্ষ শহরগুলো হলো:
-
কোপেনহেগেন, ডেনমার্ক
-
ভিয়েনা, অস্ট্রিয়া
-
জুরিখ, সুইজারল্যান্ড
-
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
-
জেনেভা, সুইজারল্যান্ড
-
-
বাংলাদেশের অবস্থান তালিকায় ১৭১তম
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
Created: 1 month ago
A
নেপাল
B
মিয়ানমার
C
পাকিস্তান
D
ভারত
মিয়ানমার হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
মূল তথ্য:
-
অবস্থান: দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে বাংলাদেশ ও ভারত, উত্তরে চীন, পূর্বে চীন, লাওস ও থাইল্যান্ড
-
রাজধানী: ইয়াঙ্গুন
-
সরকারী ভাষা: বর্মী
-
মুদ্রা: কিয়াট
উল্লেখযোগ্য:
-
নাসাকা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী
-
২০১৩ সালের পূর্বে নাসাকা সীমান্তরক্ষী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করত
উৎস:
0
Updated: 1 month ago
হিটলারের শাসনামলে 'গোপন পুলিশ বাহিনী' হিসেবে পরিচিত ছিল—
Created: 2 months ago
A
এস.এস
B
সীমান্ত বাহিনী
C
স্টর্ম ট্রুপার
D
গেস্টাপো
অ্যাডলফ হিটলার
-
জন্ম: এপ্রিল ১৮৮৯, ব্রাউনাউ, অস্ট্রিয়া।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
পদ: জার্মানির চ্যান্সেলর (১৯৩৩–১৯৪৫)।
-
উক্তি: “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন”।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago
চে গুয়েভেরা কোন দেশে জন্মগ্রহন করেন?
Created: 1 month ago
A
আর্জেন্টিনা
B
কিউবা
C
মেক্সিকো
D
ভেনেজুয়েলা
চে গুয়েভারা (পূর্ণ নাম: আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা) ছিলেন দক্ষিণ আমেরিকার একজন প্রভাবশালী বিপ্লবী ও কমিউনিস্ট নেতা, যিনি কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের নায়ক হিসেবে খ্যাতি লাভ করেন।
চে গুয়েভারা সম্পর্কিত তথ্য:
-
জন্ম: ১৪ জুন ১৯২৮, রোজারিও, আর্জেন্টিনা।
-
কিউবান বিপ্লবের একজন বিশিষ্ট কমিউনিস্ট ব্যক্তিত্ব।
-
দক্ষিণ আমেরিকার গেরিলা নেতা, যিনি বিপ্লবী কর্মকাণ্ডের প্রতীক হয়ে ওঠেন।
-
কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর তিনি কঙ্গো ও বলিভিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য গেরিলা তৎপরতা চালান।
-
মৃত্যু: অক্টোবর ১৯৬৭, বলিভিয়া।
0
Updated: 1 month ago