ব্যাকটেরিয়ার কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়?
A
এরা অকোষীয়
B
এদের কোষ প্রাককেন্দ্রিক
C
এদের কোষ প্রাককেন্দ্রিক
D
এরা আণুবীক্ষণিক জীব
উত্তরের বিবরণ
ব্যাকটেরিয়া হলো জড় কোষ প্রাচীরবিশিষ্ট এককোষী আদিকেন্দ্রিক অণুজীব।
-
ব্যাকটেরিয়ার আকার সাধারণত ০.২-৫০ মাইক্রোমিটার।
-
এরা আণুবীক্ষণিক জীব।
-
এরা এককোষী, তবে একসাথে অনেকগুলো কোষ কলোনি বা দলবদ্ধভাবে থাকতে পারে।
-
এদের কোষ প্রাককেন্দ্রিক, তাই কোষে রাইবোসোম ছাড়া অন্য কোন ঝিল্লীবদ্ধ অঙ্গাণু (যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোসোম এবং সাইটোস্কেলেটন) থাকে না।
-
এরা পরজীবী ও রোগ উৎপাদনকারী, অধিকাংশই মৃতজীবি এবং কিছু স্বনির্ভর।
-
ব্যাকটেরিয়া সাধারণত দ্বিভাজন বা বাইনারি ফিশন প্রক্রিয়ায় সংখ্যাবৃদ্ধি করে।
-
এদের কোষ প্রাচীর প্রধানত পেপটিডোগ্লাইকান দ্বারা গঠিত, সাথে মিউরামিক অ্যাসিড এবং টিকোয়িক অ্যাসিড থাকে।
-
এরা ফায ভাইরাসের প্রতি সংবেদনশীল।
-
এরা অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করতে পারে।
-
এরা সাধারণত মৌলিক রং ধারণ করতে পারে, যেমন গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ।
-
এদের কোষে ক্রোমোসোম হিসেবে একটি দ্বিসূত্রক বৃত্তাকার DNA অণু থাকে, এতে ক্রোমোসোমাল হিস্টোন প্রোটিন থাকে না।
-
কিছু ব্যাকটেরিয়াতে নিউক্লিয়ার বহির্ভূত DNA থাকে, যা সাধারণত প্লাজমিড নামে পরিচিত।
0
Updated: 1 month ago
ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
Created: 1 month ago
A
প্লাসটিড
B
মাইটোকন্ড্রিয়া
C
নিউক্লিওলাস
D
ক্রোমাটিন বস্তু
আদিকোষ (Prokaryotic Cell)
ব্যাকটেরিয়ার কোষগুলোকে আদিকোষ বলা হয়।
-
এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস (nucleus) থাকে না। এ কারণেই এগুলোকে আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়।
-
আদিকোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি ঝিল্লীবদ্ধ অঙ্গাণু থাকে না। তবে এতে রাইবোজোম এবং ক্রোমাটিন থাকে।
-
ক্রোমাটিনে কেবল DNA সংরক্ষিত থাকে।
-
ব্যাকটেরিয়ার কোষ সাধারণত জড় কোষপ্রাচীরবিশিষ্ট এককোষী অণুজীব।
সাধারণ বৈশিষ্ট্য:
-
ব্যাকটেরিয়ার আকার প্রায় 0.2–50 মাইক্রোমিটার।
-
এরা আণুবীক্ষণিক (Microscopic) প্রাণী।
-
এগুলো এককোষী, তবে অনেকগুলো কোষ কলোনি বা দলবদ্ধভাবে থাকতে পারে।
-
কোষ প্রাককেন্দ্রিক (Prokaryotic), অর্থাৎ রাইবোজোম ছাড়া অন্য কোনো ঝিল্লীবদ্ধ অঙ্গাণু যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোসোম, সাইটোস্কেলেটন ইত্যাদি থাকে না।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়?
Created: 1 month ago
A
প্রধানত দ্বি-ভাজন (Binary fission) পদ্ধতিতে সংখ্যাবৃদ্ধি করে
B
এককোষী প্রোক্যারিওটিক জীব
C
কোষীয় অঙ্গাণু যেমন রাইবোসোম, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর থাকে
D
এরা বাধ্যতামূলক পরজীবী
ভাইরাস হলো বাধ্যতামূলক পরজীবী, কারণ তারা পোষক কোষ ছাড়া সংখ্যাবৃদ্ধি করতে পারে না।
-
ব্যাকটেরিয়া
-
ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুবীক্ষণিক জীব।
-
প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক।
-
প্রধানত দ্বি-ভাজন (Binary fission) পদ্ধতিতে সংখ্যাবৃদ্ধি করে, যা একটি অযৌন প্রজনন পদ্ধতি।
-
এটি এককোষী প্রোক্যারিওটিক জীব, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নেই।
-
কোষে রাইবোসোম, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর ইত্যাদি থাকে।
-
কোষের আকার হতে পারে গোলাকার, দণ্ডাকার, কমা আকার, প্যাঁচানো ইত্যাদি।
-
-
কোষের আকৃতি অনুসারে ভাগ
১. কক্কাস (Coccus)
২. ব্যাসিলাস (Bacillus)
৩. স্পাইরিলাম (Spirillum)
৪. কমা আকৃতি (Vibrio) -
ব্যাকটেরিয়ার উপকারিতা
-
মৃত জীবদেহ ও আবর্জনা পঁচাতে সাহায্য করে।
-
প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন একমাত্র ব্যাকটেরিয়া করতে পারে।
-
পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে।
-
দই তৈরি করতেও ব্যাকটেরিয়ার সাহায্য প্রয়োজন।
-
বিভিন্ন জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়।
-
জীন প্রকৌশলে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
0
Updated: 1 month ago
ঘর্ষণ বল কোন ধরনের বল?
Created: 1 month ago
A
চৌম্বক বল
B
অভিকর্ষজ বল
C
সংরক্ষণশীল বল
D
অসংরক্ষণশীল বল
সংরক্ষণশীল বল হলো এমন একটি বল যার কারণে কোনো বস্তু বা কণার উপর করা মোট কাজের পরিমাণ শূন্য হয়। সংরক্ষণশীল বল ক্রিয়াশীল হলে, বস্তুটিকে বিভিন্ন পথে ঘুরিয়ে একটি পূর্ণচক্র সম্পন্ন করলে এটি আগের অবস্থানে ফিরে আসে।
-
উদাহরণ: অভিকর্ষজ বল, বৈদ্যুতিক বল, চৌম্বক বল, আদর্শ স্প্রিং-এর বিকৃতি প্রতিরোধী বল।
অসংরক্ষণশীল বল হলো এমন একটি বল যার কারণে কোনো বস্তু বা কণার উপর করা মোট কাজের পরিমাণ শূন্য হয় না। অসংরক্ষণশীল বল ক্রিয়াশীল হলে, বস্তুটিকে বিভিন্ন পথে ঘুরিয়ে একটি পূর্ণচক্র সম্পন্ন করলেও মোট কাজ শূন্য হয় না।
-
উদাহরণ: ঘর্ষণ বল, সান্দ্র বল।
0
Updated: 1 month ago