A
কোয়ার্টজ
B
সোনা
C
মাইকা
D
চুনাপাথর
উত্তরের বিবরণ
খনিজ পদার্থ হলো প্রাকৃতিকভাবে পাওয়া যাওয়া কঠিন পদার্থ, যা সাধারণত মাটি বা শিলা থেকে উদ্ভূত হয়। পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় ২৫০০ প্রকারের খনিজ পদার্থ চিহ্নিত হয়েছে। খনিজ পদার্থ ধাতব বা অধাতব উভয় ধরনের হতে পারে এবং এগুলোর ব্যবহার মানবজীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
-
ধাতব খনিজ পদার্থ: লোহা, তামা, সোনা, রূপা ইত্যাদি
-
অধাতব খনিজ পদার্থ: কোয়ার্টজ, মাইকা, খনিজ লবণ ইত্যাদি
-
বিশেষ খনিজ ও তাদের ব্যবহার:
-
মাইকা: বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহৃত
-
ম্যাগনেটাইট: লোহা (Fe) তৈরিতে ব্যবহৃত
-
চুনাপাথর: ঘরবাড়ি নির্মাণ, সিমেন্ট, সোডা, গ্লাস, লোহা ও স্টীল উৎপাদনে ব্যবহৃত; এসিডিক মাটিকে প্রশমন করতেও ব্যবহৃত
-
কোয়ার্টজ: কাঁচ, সিরিজ কাগজ, রেডিও এবং ঘড়ি তৈরিতে ব্যবহৃত
-

0
Updated: 1 day ago
জৈব খনিজের একটি উদাহরণ কোনটি?
Created: 1 week ago
A
সীসা
B
কয়লা
C
লোহা
D
জিপসাম
খনিজ সম্পদ:
মানুষ ভূগর্ভ ও ভূপৃষ্ঠ থেকে যেসব বস্তু সংগ্রহ করে নিজের চাহিদা পূরণ করে, তাকে খনিজ সম্পদ বলা হয়।
খনিজ সাধারণত দুইভাবে শ্রেণিবিভাজ্য:
১. উৎপত্তি অনুসারে
২. প্রকৃতি বা উপাদান অনুসারে
উৎপত্তি অনুসারে শ্রেণিবিভাজন:
খনিজের উৎপত্তি কোন বস্তু থেকে ঘটেছে তার ভিত্তিতে বিশ্বব্যাপী খনিজকে দুই ভাগে ভাগ করা যায়:
১. জৈব খনিজ:
উদাহরণ: কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস
২. অজৈব খনিজ:
উদাহরণ: লোহা, নিকেল, সীসা, ম্যাঙ্গানিজ, অভ্র, জিপসাম
উৎস: ভূগোল দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী)

0
Updated: 1 week ago
নবায়নযোগ্য শক্তির উদাহরণ নয় কোনটি?
Created: 5 days ago
A
জলবিদ্যুৎ
B
বায়োগ্যাস
C
খনিজ তেল
D
সৌর শক্তি
শক্তির উৎস (Sources of Energy):
শক্তির উৎস প্রধানত দুই প্রকার:
১। নবায়নযোগ্য শক্তির উৎস (Renewable Energy Sources):
-
নবায়নযোগ্য শক্তি বারবার ব্যবহার করা যায়।
-
পরিবেশ বান্ধব শক্তি হিসেবে পরিচিত, এটিকে গ্রীন শক্তিও বলা হয়।
-
উদাহরণ:
-
সৌর শক্তি (Solar energy)
-
জলবিদ্যুৎ (Hydropower)
-
বায়ু বিদ্যুৎ (Wind energy)
-
বায়োগ্যাস (Biogas)
-
ভূ-তাপীয় শক্তি (Geothermal energy)
-
২। অনবায়নযোগ্য শক্তির উৎস (Non-renewable Energy Sources):
-
অনবায়নযোগ্য শক্তি পুনরায় ব্যবহার করা যায় না।
-
প্রকৃতিতে এই শক্তির উৎস সীমিত।
-
উৎপাদনের খরচ বেশি এবং অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়।
-
উদাহরণ:
-
কয়লা (Coal)
-
খনিজ তেল (Petroleum)
-
প্রাকৃতিক গ্যাস (Natural Gas)
-
নিউক্লিয় শক্তি / পারমাণবিক শক্তি (Nuclear Energy)
-
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 days ago