A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical drama
উত্তরের বিবরণ
Razzmatazz
English Meaning: noisy and noticeable activity, intended to attract attention.
Bangla Meaning: হৈচৈ পূর্ণ আচরণ বা কাজকর্ম; বিশেষত দৃষ্টি আকর্ষনের জন্য।
Example: The new car was launched with great razzmatazz: champagne.
Bangla Meaning: নতুন গাড়িটি বড় আড়ম্বরে উদ্বোধন করা হয়েছিল।
• Options,
- A noisy activity: শোরগোলপূর্ণ কর্ম।
- A well-planned programme: একটি সুপরিকল্পিত কর্মসূচি।
- A musical activity: সঙ্গীতানুষ্ঠান।
- A musical instrument: বাদ্যযন্ত্র।
• Correct answer: 'Razzmatazz' means- A noisy activity.
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
'Equivocation' means-
Created: 1 month ago
A
A true statement
B
Equal opportunity to get a job
C
Free expression of opinions
D
Two contrary things in the same statement
'Equivocation' means - Two contrary things in the same statement.
• Equivocation (noun):
Meaning: The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself; prevarication/To contrary things in the same statement.
Bengali meaning: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) A true statement - একটি সত্য বক্তব্য।
খ) Equal opportunity to get a job - সমানভাবে কাজ পাওয়ার সুযোগ।
গ) Free expression of opinions - মতামত প্রকাশের স্বাধীনতা।
Source:
1. Oxford Learner's Dictionary
Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
The word 'electorate' means-
Created: 6 days ago
A
election office
B
a body of voters
C
many elections
D
candidates
Electorate (noun)
English Meaning: All the people who have the right to vote / A group of people allowed to vote.
Bengali Meaning: ভোট দেওয়ার অধিকারপ্রাপ্ত সব মানুষ; নির্বাচকমণ্ডলী।
Example Sentence: বর্তমান ভোটিং পদ্ধতি জনগণের ইচ্ছাকে ঠিকভাবে প্রকাশ করে না।
সঠিক উত্তর: ভোট দেওয়ার অধিকার আছে এমন একটি জনগোষ্ঠী।
অন্যান্য বিকল্প:
ক) election office – নির্বাচন অফিস
গ) many elections – অনেক নির্বাচন
ঘ) candidates – প্রার্থীরা
তথ্যসূত্র: Merriam-Webster Dictionar, Accessible Dictionary.

0
Updated: 6 days ago
Choose the correct meaning of the following words Viable
Created: 1 week ago
A
possible
B
that can be done
C
capable
D
that will work
Viable (adjective)
ইংরেজি অর্থ:
কোনো কিছু নিজস্ব গুণে টিকে থাকতে, কার্যকরভাবে কাজ করতে অথবা সফল হওয়ার উপযোগী হলে তাকে viable বলা হয়।
বাংলা অর্থ:
স্বনির্ভরভাবে টিকে থাকতে সক্ষম; এমন একটি অবস্থা বা পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়া বৃদ্ধি পেতে ও টিকে থাকতে পারে। (বিশেষ করে পুরনো যানবাহনের ক্ষেত্রে, যেমন—১৯১৬ সালের আগের গাড়ি)
সমার্থক শব্দ:
-
Feasible (বাস্তবায়নযোগ্য)
-
Usable (ব্যবহারযোগ্য)
-
Suitable (উপযুক্ত)
-
Capable (সক্ষম)
-
Achievable (অর্জনযোগ্য)
বিপরীত শব্দ:
-
Impracticable (যেটা প্রয়োগযোগ্য নয়)
-
Impossible (অসম্ভব)
-
Nonviable (টিকিয়ে রাখা যায় না এমন)
-
Unattainable (অর্জন করা যায় না এমন)
-
Out of the Question (যেটা মোটেই চিন্তার বিষয় নয়)
অন্যান্য রূপ:
-
Viably (ক্রিয়া বিশেষণ): টিকে থাকার উপযুক্তভাবে।
উদাহরণ বাক্য:
-
কোম্পানিটি বেঁচে থাকার জন্য বিকল্প কোনো কার্যকর পথ খুঁজতে বাধ্য হয়েছিল।
-
সে এমন কোনো টেকসই বিকল্প প্রস্তাব করতে পারেনি।
তথ্যসূত্র:
-
Cambridge Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
-
লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 1 week ago