A
৪/৫
B
১/২
C
৩/৪
D
২/৫
উত্তরের বিবরণ
সমাধান:
১ থেকে ২০ পর্যন্ত মোট সংখ্যা = ২০ টি
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮ টি
যথা- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯
∴ মৌলিক সংখ্যা হওয়ার সম্ভব্যতা = মৌলিক সংখ্যা/সর্বমোট সংখ্যা
= ৮/২০
= ২/৫

0
Updated: 1 day ago
একটি
ক্লাসে 180 জন ছাত্র আছে।
তাদের মধ্যে 120 জন ক্রিকেট খেলা
পছন্দ করে, 100 জন ফুটবল খেলা
পছন্দ করে এবং 80 জন
উভয় খেলা পছন্দ করে।
কতজন ছাত্র কোন খেলাই পছন্দ
করে না?
Created: 3 weeks ago
A
60 জন
B
56 জন
C
48 জন
D
40 জন
সমাধান:
দেওয়া আছে,
ক্রিকেট পছন্দ করে = 120 জন
ফুটবল পছন্দ করে = 100 জন
উভয় খেলা পছন্দ করে = 80 জন
∴ শুধু ক্রিকেট পছন্দ করে = 120 - 80 = 40 জন
∴ শুধু ফুটবল পছন্দ করে = 100 - 80 = 20 জন
∴ অন্তত একটি খেলা পছন্দ করে = 40 + 20 + 80 = 140 জন
∴ কোন খেলাই পছন্দ করে না = 180 - 140 = 40 জন

0
Updated: 3 weeks ago
দুইটি
ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের
যোগফল 8 এর চেয়ে বড়
হওয়ার সম্ভাবনা কত?
Created: 3 weeks ago
A
1/6
B
7/12
C
3/10
D
5/18
সমাধান:
আমরা জানি,
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ঘটনা = 6 × 6 = 36
8 এর চেয়ে বড় হওয়ার অনুকূল ঘটনা = {(3, 6), (4, 5), (5, 4), (6, 3), (4, 6), (5, 5), (6, 4), (5, 6), (6, 5), (6, 6)} = 10 টি
∴ যোগফল 8 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা = অনুকূল ফলাফলের সংখ্যা/সম্ভাব্য ফলাফলের সংখ্যা
= 10/36
= 5/18

0
Updated: 3 weeks ago
একটি বাক্সে ১০টি নীল, ১২টি লাল ও ৮টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তোলা হলে, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত?
Created: 1 day ago
A
৪/১৫
B
১/৮
C
২/৫
D
১/৩
সমাধান:
দেওয়া আছে,
নীল বল = ১০
লাল বল = ১২
কালো বল = ৮
∴ মোট বল = ১০ + ১২ + ৮ = ৩০
∴ P(কালো হওয়ার সম্ভাবনা) = ৮/৩০ = ৪/১৫

0
Updated: 1 day ago