Doctor Faustus is _______
A
a comedy
B
a tragedy
C
a historical novel
D
an absurd play
উত্তরের বিবরণ
Doctor Faustus – একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক
লিখেছেন: Christopher Marlowe
-
নাটকের পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
প্রকাশকাল: ১৬০৪ সাল
-
অংশ সংখ্যা: মোট ৫টি Act রয়েছে
সারসংক্ষেপ (সংক্ষিপ্ত কাহিনি)
Doctor Faustus হল একটি দুঃখজনক (tragedy) নাটক। এতে Faustus নামের এক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি রয়েছে, যিনি জাদুবিদ্যার মাধ্যমে অলৌকিক ক্ষমতা পেতে চায়। ক্ষমতার লোভে পড়ে সে শয়তান Mephistopheles-এর মাধ্যমে Lucifer-এর (শয়তানের রাজা) সঙ্গে চুক্তি করে এবং নিজের আত্মা বিক্রি করে দেয়। বিনিময়ে সে ২৪ বছরের জন্য অসাধারণ ক্ষমতা পায়।
এই সময় Faustus অনেক আশ্চর্য কাজ করে এবং খ্যাতি অর্জন করে, কিন্তু তার মনে অনুশোচনা ও ভয় কাজ করতে থাকে। মাঝে মাঝে সে নিজেকে বদলানোর সুযোগ পেলেও, নিজের ভুল স্বীকার করে ভালো পথে ফিরতে চায় না।
শেষ পর্যন্ত, চুক্তির মেয়াদ শেষে, শয়তানরা এসে Faustus-এর আত্মাকে টেনে নিয়ে যায় এবং সে নরকে চিরকাল শাস্তি ভোগ করে।
প্রধান চরিত্রগুলো
-
Doctor Faustus – মূল চরিত্র, যিনি আত্মা বিক্রি করেন
-
Mephistopheles – শয়তানের দূত
-
Lucifer – শয়তানের নেতা
-
Good Angel – ভালো পথের পরামর্শদাতা
-
Evil Angel – খারাপ পথে টানে
-
Wagner – Faustus-এর সহকারী
Christopher Marlowe সম্পর্কে কিছু তথ্য
-
তিনি Elizabethan যুগের একজন কবি ও নাট্যকার।
-
তাঁকে "ইংরেজ ট্র্যাজেডির জনক" (Father of English Tragedy) বলা হয়।
-
তিনি "University Wits" দলের একজন সদস্য ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage
উৎস: Britannica

0
Updated: 1 month ago
A person who writes about his own life writes ___.
Created: 1 month ago
A
A biography
B
A diary
C
A chronicle
D
An autobiography
Autobiography
-
English meaning: A person’s own story written by himself.
-
Bangla meaning: নিজ জীবনের গল্প নিজের লেখা। (আত্মজীবনী বা আত্মচরিত)
Biography
-
English meaning: Someone’s life story written by another person.
-
Bangla meaning: অন্য কেউ লিখেছে কারো জীবনের কাহিনী। (জীবনী)
Diary
-
English meaning: A book where someone writes what happens every day.
-
Bangla meaning: প্রতিদিনের ঘটনা লেখার বই। (দিনলিপি)
Chronicle
-
English meaning: A written account of events in the order they happened, especially historical.
-
Bangla meaning: ঘটনাগুলো সময়ক্রম অনুযায়ী লেখা। (কালানুক্রমিক ঘটনাপঞ্জি)

0
Updated: 1 month ago
He knew it was a very ___ operation but he was determined to carry it out.
Created: 1 month ago
A
difficult
B
dangerous
C
risky
D
troublesome
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ হলো—
ক) difficult — কঠিন, দুঃসাধ্য, শ্রমসাধ্য
খ) dangerous — বিপজ্জনক, বিপৎসংকুল
গ) risky — ঝুঁকিপূর্ণ
ঘ) troublesome — পীড়াদায়ক, ক্লেশজনক, বিরক্তিকর, জ্বালাতনকর
“Operation” শব্দটি কঠিন বা বিপজ্জনক অর্থে ব্যবহৃত হয় না। তবে এটি ঝুঁকিপূর্ণ অর্থ প্রকাশ করে।
সুতরাং সঠিক উত্তর হবে — risky।
উৎস: Accessible Dictionary, Bangla Academy।

0
Updated: 1 month ago
I have ____ interest in the matter.
Created: 2 months ago
A
not
B
any
C
none
D
no
সাধারণত No বসে noun এর পূর্বে
- Proper Noun ছাড়া সকল Noun এর পূর্বে no বসে, not বসে না।
- Interest যেহেতু abstract noun তাই এর পূর্বে no বসবে।
• Structure:
- Subject + have/has/had + no + noun.
- সাধারনত affirmative sentence এ no বসে।
- অপরদিকে not ব্যবহার হয় negative sentence এ।
• Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- interest এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে,
- None সরাসরি কোন Noun এর আগে বসে না।
- not, any বসালে বাক্যের অর্থ ঠিক থাকে না।
Complete Sentence: I have no interest in the matter.

0
Updated: 2 months ago