A
মেঘ বলে চৈত্রে যাবো
B
ছায়া হরিণ
C
রাত্রিশেষে
D
সারাদুপুর
উত্তরের বিবরণ
'রাত্রিশেষে' আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা ১৯৪৭ সালের এপ্রিল মাসে কলকাতার কমরেড পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থটি চারটি ভাগে বিন্যস্ত এবং এতে মোট ২৮টি কবিতা রয়েছে।
-
কাব্যগ্রন্থের নাম: রাত্রিশেষে
-
প্রকাশকাল ও স্থান: ১৯৪৭ সালের এপ্রিল, কলকাতা, কমরেড পাবলিশার্স
-
কবিতার বিন্যাস: চার ভাগে বিভক্ত
-
মোট কবিতার সংখ্যা: ২৮টি
আহসান হাবীবের পরিচয়:
-
পেশা ও পরিচয়: কবি, সাংবাদিক
-
জন্ম তারিখ ও স্থান: ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি, পিরোজপুর জেলার শংকরপাশা গ্রাম
-
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারাদুপুর, যা ১৯৬৪ সালে ঢাকার প্রকাশিত হয় এবং এতে ২৬টি কবিতা রয়েছে; কাব্যভাষা ও বক্তব্য প্রকাশে এটি বিশেষ পরিপক্ব
আহসান হাবীব রচিত অন্যান্য কাব্যগ্রন্থসমূহ:
-
রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
-
মেঘ বলে চৈত্রে যাবো
-
দু'হাতে দুই আদিম পাথর
-
ছায়া হরিণ
-
সারাদুপুর
-
আশায় বসতি

0
Updated: 1 day ago
আহমদ ছফা রচিত উপন্যাস কোনটি?
Created: 5 days ago
A
দোলো আমার কনকচাঁপা
B
গো হাকিম
C
গাভী বিত্তান্ত
D
বাঙালি মুসলমানের মন
‘গাভী বিত্তান্ত’ উপন্যাস
-
লেখক: আহমদ ছফা
-
প্রকাশ ও প্রেক্ষাপট: ১৯৯৫ সালে প্রকাশিত, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতি ও তার প্রভাবের প্রেক্ষাপটে রচিত ব্যঙ্গাত্মক উপন্যাস।
-
কাহিনী ও চরিত্র: মূল কেন্দ্র একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। উপন্যাসের প্রধান চরিত্র নবনির্বাচিত ভিসি মিঞা মোহাম্মদ আবু জুনায়েদ। আশির দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নানের গর্ভবতী গাভী নিহত হওয়ার ঘটনা থেকেই লেখক এই উপন্যাসের উপজীব্য গ্রহণ করেছেন।
আহমদ ছফার অন্যান্য রচনা:
-
উপন্যাস:
-
গাভী বিত্তান্ত
-
ওঙ্কার
-
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
-
অলাতচক্র
-
-
প্রবন্ধ:
-
বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
-
বাঙালি মুসলমানের মন
-
সাম্প্রতিক বিবেচনা
-
সিপাহী যুদ্ধের ইতিহাস
-
-
শিশুতোষ রচনা:
-
দোলো আমার কনকচাঁপা
-
গো হাকিম
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 5 days ago
আবদুল্লাহ উপন্যাসে মূলত কোন বিষয়গুলো প্রতিফলিত হয়েছে?
Created: 1 day ago
A
ব্রিটিশ শাসনের নৃশংসতা
B
গ্রামীণ মুসলিম সমাজের কুসংস্কার ও বিভেদ
C
কৃষক বিদ্রোহ
D
হিন্দু-মুসলমান সম্প্রীতি
কাজী ইমদাদুল হকের ‘আবদুল্লাহ’ উপন্যাস তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র ফুটিয়ে তুলেছে। গ্রামীণ মুসলিম সমাজের ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায় বিদ্বেষের বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদের মাধ্যমে উপন্যাসটি সামাজিক পরিস্থিতির একটি বাস্তব চিত্র প্রদান করে। যদিও শিল্পের বিচারে এটি উৎকৃষ্ট উপন্যাস নয়, তবুও বাংলার সামাজিক বিবর্তন, বিশেষ করে বাঙালি মুসলমানের অগ্রযাত্রার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
-
উপন্যাসের নাম: আবদুল্লাহ
-
লেখক: কাজী ইমদাদুল হক
-
প্রকাশ মাধ্যম: ধারাবাহিকভাবে মোসলেম ভারত পত্রিকায় প্রকাশিত; গ্রন্থাকারে ১৯৩৩
-
অসমাপ্ততা ও সমাপ্তি: লেখক মৃত্যুর কারণে অসমাপ্ত; কাজী আনোয়ারুল কাদির খসড়া অবলম্বন করে সমাপ্ত
-
উপন্যাসে চিত্রিত বিষয়: পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা, সম্প্রদায় বিদ্বেষ; মানবতাবাদী প্রতিবাদ
-
ঐতিহাসিক গুরুত্ব: বাঙালি মুসলমান সমাজের অগ্রগতি ও প্রতিবন্ধকতার প্রতিফলন
কাজী ইমদাদুল হকের পরিচয়:
-
জন্ম: ১৮৮২, খুলনা জেলা
-
পেশা ও পরিচয়: ঔপন্যাসিক, সাহিত্যিক; বাঙালি মুসলমান সমাজের কল্যাণসাধন ছিল মূল লক্ষ্য
-
সাহিত্য পরিচয়: ‘আবদুল্লাহ’ উপন্যাসের লেখক হিসেবে সুপরিচিত; ঔপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ
-
প্রকাশনা কার্যক্রম: বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
আঁখিজল
-
মোসলেম জগতে বিজ্ঞান চর্চা
-
ভূগোল শিক্ষা প্রণালী (দু ভাগ)
-
নবীকাহিনী (প্রবন্ধমালা)
-
কামারের কান্ড
-
আবদুল্লাহ

0
Updated: 1 day ago
'বাঙালী মুসলমানের মন' প্রবন্ধগ্রন্থটি রচনা করেন -
Created: 1 week ago
A
আব্দুল কাদির
B
আব্দুল মান্নান সৈয়দ
C
মুহম্মদ আব্দুল হাই
D
আহমদ ছফা
আহমদ ছফা (১৯৪৩–২০০১)
পরিচয়: চিন্তাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার, সংগঠক।
জন্ম: ৩০ জুন ১৯৪৩, গাছবাড়িয়া, চট্টগ্রাম।
ব্যক্তিত্ব:
প্রতিবাদী লেখক
প্রগতিশীল সাহিত্যকর্মী
সমাজ ও সংস্কৃতিচেতনার ধারক
📚 আহমদ ছফার উপন্যাসসমূহ
গাভী বিত্তান্ত
ওঙ্কার
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
অলাতচক্র ইত্যাদি
প্রবন্ধগ্রন্থসমূহ
বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
বাঙালি মুসলমানের মন
সাম্প্রতিক বিবেচনা
সিপাহী যুদ্ধের ইতিহাস
বিশেষত্ব
তাঁর ‘বাঙালি মুসলমানের মন’ গ্রন্থটি বাংলাদেশে মুসলমান সমাজ-মনস্তত্ত্ব ও পরিচয়ের এক গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী প্রবন্ধ।
তিনি সাহিত্য ও রাজনীতিতে একাধারে চিন্তক, সমালোচক ও জনসচেতনতার প্রতীক হয়ে উঠেছিলেন।
উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago