একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হল। কমপক্ষে ২ টি T (TAIL) আসার সম্ভাবনা কত?
A
১
B
১/৪
C
৩/৮
D
১/২
উত্তরের বিবরণ
সমাধান:
মুদ্রা তিনবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হবে:
= HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT
মোট সম্ভাব্য ফলাফল = ৮ টি
এর মধ্যে কমপক্ষে ২ টি T (TAIL) আসলে অনুকূল ফলাফল হয় = HTT, THT, TTH TTT অর্থাৎ ৪ টি
মুদ্রাকে ৩ বার নিক্ষেপ করা হলে কমপক্ষে ২ টি T (TAIL)) আসার সম্ভাবনা = ৪/৮ = ১/২
0
Updated: 1 month ago
১৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১০০ জন ইতিহাসে, ৯০ জন ভূগোলে এবং ৬০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তা নির্ণয় করুন।
Created: 2 months ago
A
২০ জন
B
৩০ জন
C
৭০ জন
D
৬০ জন
গণিত
পরিসংখ্যান (Statistics)
বিন্যাস (Permutation)
বীজগণিত (Algebra)
সমাবেশ (Combination)
সম্ভাব্যতা (Probability)
সেট (Set)
প্রশ্ন: ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১০০ জন ইতিহাসে, ৯০ জন ভূগোলে এবং ৬০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তা নির্ণয় করুন।
সমাধান:
শুধু ইতিহাসে পাস = (১০০ - ৬০) জন = ৪০ জন
শুধু ভূগোলে পাস = (৯০ - ৬০) জন = ৩০ জন
উভয় বিষয়ে পাস = ৬০ জন
যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাস করেছে = (৪০ + ৩০ + ৬০) জন
= ১৩০ জন
0
Updated: 2 months ago
A group has 8 men and 7 women. In how many ways can a committee of 5 people be formed if the number of women is at least 3?
Created: 1 month ago
A
785
B
988
C
1281
D
1125
Question: A group has 8 men and 7 women. In how many ways can a committee of 5 people be formed if the number of women is at least 3?
Solution:
Given that,
Total committee size = 5
And for women ≥ 3, possible distributions:
Three ways to formed the committee
1. 3 women + 2 men
2. 4 women + 1 man
3. 5 women + 0 men
Now, 1st case- 3 women + 2 men
Choose 3 women from 7, (7C3) = 35
Choose 2 men from 8, (8C2) = 28
∴ Total ways = 35 × 28 = 980
2nd case- 4 women + 1 man
Choose 4 women from 7, (7C4) = 35
Choose 1 man from 8, (8C1) = 8
∴ Total ways = 35 × 8 = 280
And 3rd case-5 women + 0 men
Choose 5 women from 7, (7C5) = 21
No men to choose
∴ Total ways = 21
∴ Total ways = 980 + 280 + 21= 1281
0
Updated: 1 month ago
A bag contains 4 green balls and 3 yellow balls. If two balls are drawn without replacement, what is the probability that both are yellow?
Created: 3 weeks ago
A
1/2
B
1/3
C
1/5
D
1/7
Question: A bag contains 4 green balls and 3 yellow balls. If two balls are drawn without replacement, what is the probability that both are yellow?
Solution:
Total balls = 4 green + 3 yellow = 7 balls.
Probability that the first ball is yellow = 3/7
After removing 1 yellow ball, we have:
Remaining yellow balls = 2
Total remaining balls = 6
So, the probability that the second ball is yellow = 2/6 = 1/3
∴ Total probability (both yellow) = 3/7 × 1/3 = 1/7
0
Updated: 3 weeks ago