৫২টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস নেয়া হলো। তাসটি হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত?
A
১/১৩
B
১/২৬
C
১/২
D
১/৪
উত্তরের বিবরণ
সমাধান:
মোট তাস = ৫২
হরতন আছে = ১৩ টি
রুইতন আছে = ১৩ টি
∴ হরতন বা রুইতন = ১৩ + ১৩ = ২৬টি
P(হরতন বা রুইতন) = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= ২৬/৫২
= ১/২
0
Updated: 1 month ago
A fair coin is tossed 4 times. What is the probability of getting exactly 3 heads?
Created: 3 weeks ago
A
1/2
B
1/3
C
1/4
D
1/5
Question: A fair coin is tossed 4 times. What is the probability of getting exactly 3 heads?
Solution:
For 4 tosses, the total number of possible outcomes is = 24 = 16
The number of ways to choose 3 Heads out of 4 tosses is = 4C3 = 4
∴ Probability of getting exactly 3 heads = 4/16 = 1/4
0
Updated: 3 weeks ago
If WORD = DROW, then PALE = ?
Created: 4 weeks ago
A
LEAP
B
PEAL
C
APLE
D
ELAP
Solution:
এখানে,
WORD = DROW এর W আর D এবং O আর R নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করেছে।
একইভাবে,
PALE শব্দের P আর E এবং A আর L নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে।
∴ PALE = ELAP
এখানে,
WORD = DROW এর W আর D এবং O আর R নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করেছে।
একইভাবে,
PALE শব্দের P আর E এবং A আর L নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে।
∴ PALE = ELAP
0
Updated: 4 weeks ago
যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?
Created: 1 month ago
A
রবিবার
B
সোমবার
C
মঙ্গলবার
D
বুধবার
প্রশ্ন: যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?
সমাধান:
মাসের ২য় দিন সোমবার হলে ,
২ + ৭ = ৯ তম,
৯ + ৭ = ১৬ তম,
১৬ + ৭ = ২৩ তম দিন গুলোও হবে সোমবার।
∴ ১৬ + ২ = ১৮ তম দিন হবে সোমবার + ২ দিন = বুধবার
0
Updated: 1 month ago