A
ছোটগল্প
B
উপন্যাস
C
প্রবন্ধ
D
নাটক
উত্তরের বিবরণ
পুতুলনাচের ইতিকথা
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়।
প্রকাশকাল: ১৯৩৬।
লেখকের বক্তব্য: “সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।” — এই উপন্যাসে সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ লক্ষ্য করা যায়।
বিষয়বস্তু: ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের অন্তর্গত টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্ব সংকট।
প্রতীক: ‘পুতুল’ বলতে বোঝানো হয়েছে সেইসব মানুষকে, যারা দৃঢ় চরিত্র বা নিজস্ব অবস্থান নিয়ে দাঁড়াতে পারে না, বরং অন্যের সামান্য প্রভাবেই দোদুল্যমান হয়।
উল্লেখযোগ্য চরিত্র: হারু ঘোষ, শশী, কুসুম প্রভৃতি।
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮–১৯৫6)
জন্ম: ১৯০৮ সালে, পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে।
পৈতৃক নিবাস: ঢাকা জেলার বিক্রমপুরের মালবদিয়া গ্রামে।
পিতা: হরিহর বন্দ্যোপাধ্যায় (কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্রাজুয়েট)।
প্রকৃত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম ‘মানিক’।
পরিচিতি: ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের অন্যতম শক্তিমান লেখক।
সাহিত্যজীবন:
প্রথম গল্প: ‘অতসী মামী’ (প্রকাশিত: ১৯২৮, বিচিত্রা পত্রিকায়)।
লেখনীতে: মার্ক্সবাদী শ্রেণিসংগ্রামতত্ত্বের বিশ্লেষণ ও মানুষের মনের জটিল রহস্য উন্মোচনে বিশেষ দক্ষতা দেখিয়েছেন।
শ্রেষ্ঠ উপন্যাস: ‘পদ্মানদীর মাঝি’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ – এই দুই রচনার মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। পদ্মানদীর মাঝি পরবর্তীতে চলচ্চিত্রায়িত হয়।
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
জননী (১৯৩৫)
দিবারাত্রির কাব্য
পদ্মানদীর মাঝি
পুতুলনাচের ইতিকথা
শহরতলী
চিহ্ন
চতুষ্কোণ
সার্বজনীন
আরোগ্য প্রভৃতি
মৃত্যু: ৩ ডিসেম্বর, ১৯৫৬, কলকাতা।

0
Updated: 1 day ago
আবুল হুসেন কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
Created: 1 day ago
A
সওগাত
B
শিখা
C
মোসলেম ভারত
D
সমাচার সভারাজেন্দ্র
আবুল হুসেন মুসলমান সমাজে আধুনিক শিক্ষা ও জ্ঞানের আলো বিস্তারের উদ্দেশ্যে লেখনী পরিচালনা করেন।
-
তিনি ১৯২৬ সালে ঢাকার ‘মুসলিম সাহিত্যসমাজ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
-
এই সাহিত্যসমাজের মুখপত্র ছিল ‘শিখা’ (১৯২৭-৩১)। তিনি এর প্রথম বর্ষের সম্পাদক ছিলেন।
তাঁর রচিত গ্রন্থ:
-
বাংলার বলশী
-
বাঙালি মুসলমানদের শিক্ষা সমস্যা
-
মুসলিম কালচার
অন্যান্য তথ্য:
-
‘মোস্লেম ভারত’ পত্রিকা ১৯২০ সালে প্রকাশিত হয়, এর প্রথম সম্পাদক ছিলেন মোজাম্মেল হক।
-
‘সমাচার সভারাজেন্দ্র’ পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আলিমুল্লাহ।
-
‘সওগাত’ (মাসিক) ১৯১৮ সালে প্রকাশিত হয়, এর প্রথম সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন।

0
Updated: 1 day ago