A
he is very tired
B
He has arrived
C
He has finished packing
D
He has got everything
উত্তরের বিবরণ
When a person says he's 'all in', it means he is very tired
• All in (Phrase):
English Meaning:- Exhausted, Very tired.
Bangla Meaning: - অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত।
• Example sentence: He was all in by half-time of the game.
- Bangla Meaning: খেলার অর্ধেক সময়েই তিনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলেন।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) He has arrived-সে পৌঁছেছে।
গ) He has finished his packing সে তার গোছানো শেষ করেছেন।
ঘ) He has got everything- সে সব কিছু পেয়েছে।
Source: Applied English Grammar and Composition by P. C. Das

0
Updated: 1 month ago
What is the meaning of 'White Elephant'?
Created: 2 months ago
A
An elephant of white colour
B
A very coslty or troublesome possession
C
A black marketer
D
A hoarder
• White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose /Very costly and troublesome.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।
Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 months ago
The word 'disinterested' means-
Created: 6 days ago
A
lack of interest
B
indifferent
C
callous
D
neutral
Disinterested (adjective)
English Meaning: এমন কেউ, যার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নয় বা ব্যক্তিগত লাভ নেই, তাই সে ন্যায্যভাবে বিচার করতে পারে।
বাংলা অর্থ: নিরপেক্ষ, স্বার্থশূন্য, নৈর্ব্যক্তিক।
অন্যান্য অপশন:
-
Neutral: নিরপেক্ষ
-
Lack of interest: আগ্রহের অভাব
-
Indifferent: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন
-
Callous: কঠিন মনের, অনুভূতিহীন
উপরের অপশনগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘Disinterested’ শব্দটির মানে সবচেয়ে ভালোভাবে বোঝায় ‘Neutral’ বা নিরপেক্ষ।
তথ্যসূত্র: Live MCQ Lecture, Accessible Dictionary.

0
Updated: 6 days ago
'Razzmatazz' means-
Created: 1 month ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical drama
Razzmatazz
English Meaning: noisy and noticeable activity, intended to attract attention.
Bangla Meaning: হৈচৈ পূর্ণ আচরণ বা কাজকর্ম; বিশেষত দৃষ্টি আকর্ষনের জন্য।
Example: The new car was launched with great razzmatazz: champagne.
Bangla Meaning: নতুন গাড়িটি বড় আড়ম্বরে উদ্বোধন করা হয়েছিল।
• Options,
- A noisy activity: শোরগোলপূর্ণ কর্ম।
- A well-planned programme: একটি সুপরিকল্পিত কর্মসূচি।
- A musical activity: সঙ্গীতানুষ্ঠান।
- A musical instrument: বাদ্যযন্ত্র।
• Correct answer: 'Razzmatazz' means- A noisy activity.
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 month ago