The correct sentence of the followings-
A
A new cabinet has been sworn in in Dhaka
B
A new cabinet has been sworn in Dhaka
C
A new cabinet has been sworn by in Dhaka
D
A new cabinet has sworn in Dhaka
উত্তরের বিবরণ
Swear in শপথ গ্রহন করা এবং স্থানের নামের পূর্বে in হবে।
- আবার শপথ কাজটি প্রধান বিচারপতি করান, cabinet নিজে করে না।
- তাই বাক্যটি passive voice হবে।
• Swear in (verb):
English Meaning: to induct into office by administration of an oath.
বাংলা অর্থ:- শপথ গ্রহণ করা।
• প্রশ্নের বাক্যটির সঠিক অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।
• তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- সঠিক উত্তর - A new cabinet has been sworn in in Dhaka.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
0
Updated: 4 months ago
Choose the correct spelling.
Created: 2 months ago
A
Mischievious
B
Miscevious
C
Mischievous
D
Misschivous
Correct Answer: গ) Mischievous
Mischievous (Adj)
-
Bangla Meaning: অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর
-
English Meaning: able or tending to cause annoyance, trouble, or minor injury
Examples:
-
You were so mischievous when you were a child!
-
She had a mischievous look in her eyes.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
Which of the following sentences is the correct one?
Created: 3 months ago
A
My father was in hospital during six weeks in summer
B
In summer during six weeks my father was in hospital
C
My father was in a hospital during six weeks in summer
D
My father was in hospital for six weeks during the summer
• সঠিক বাক্য হবে - My father was in hospital for six weeks during the summer.
-
এমন ধরনের বাক্য গঠনে সাধারণত for ব্যবহৃত হয় সময়ের নির্দিষ্ট পরিমাণ বোঝাতে, যেমন: for six weeks, যেখানে ছয় সপ্তাহ সময়কাল বোঝানো হয়েছে।
-
অন্যদিকে, during ব্যবহার হয় কোনো নির্দিষ্ট সময়সীমা বা সময়ের নাম নির্দেশ করতে, যেমন: during the summer, যেখানে 'গ্রীষ্মকাল' একটি নির্দিষ্ট সময়কাল বোঝায়।
-
এই বাক্যে six weeks একটি নির্দিষ্ট সময়কাল বা period of time, তাই তার আগে for ব্যবহৃত হয়েছে।
-
এবং the summer একটি নির্দিষ্ট মৌসুম বা named period, তাই তার আগে during ব্যবহৃত হয়েছে।
অতএব, ব্যাকরণগত নিয়ম অনুযায়ী সঠিক রূপটি:
My father was in hospital for six weeks during the summer. ✅
0
Updated: 3 months ago
Identify the correct passive form of the sentence below : 'Do you know them?'
Created: 1 month ago
A
Are they known by you?
B
Would they be known by you?
C
Are they known with you?
D
Are they known to you?
Auxiliary verb যুক্ত Interrogative sentence Passive Voice এ রূপান্তর করার নিয়ম
১. প্রথমে Interrogative বাক্যটিকে Assertive (statement) আকারে লিখতে হবে।
২. তারপর সেই Assertive বাক্যটিকে Passive Voice এ রূপান্তর করতে হবে।
৩. শেষে আবার সেটিকে Interrogative sentence এ রূপান্তর করতে হবে।
উদাহরণ:
-
বাক্য: Do you know them?
-
প্রথমে এটিকে Assertive করব → You know them.
Assertive sentence কে Passive করার নিয়ম
-
Active voice এর object → Passive voice এর subject হবে।
-
Tense অনুযায়ী Auxiliary verb ব্যবহার হবে।
-
মূল verb-এর past participle (V³) বসবে।
-
Active voice-এর subject → Passive voice এ by preposition সহ বসে।
তবে কিছু verb এর ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে। যেমন— know verb-এর ক্ষেত্রে সাধারণত by ব্যবহার হয় না। পরিবর্তে to ব্যবহৃত হয়।
চূড়ান্ত রূপান্তর
-
Do you know them? → Assertive: You know them.
-
Passive (Assertive): They are known to you.
-
Interrogative আকারে: Are they known to you? ✅
উৎসঃ Wren & Martin, High School English Grammar and Composition
0
Updated: 1 month ago