তেইশ নম্বর তৈলচিত্র' একটি উল্লেখযোগ্য উপন্যাস যা আলাউদ্দিন আল আজাদ রচনা করেছেন এবং এটি তার প্রথম উপন্যাস।
- 
এই উপন্যাস অবলম্বনে সুভাষ দত্ত পরিচালিত 'বসুন্ধরা' চলচ্চিত্র নির্মিত হয়। 
- 
নির্মিত চলচ্চিত্রটি ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। 
আলাউদ্দিন আল আজাদ:
- 
তিনি একজন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক ও সাহিত্য-সমালোচক। 
- 
জন্ম ৬ মে ১৯৩২, নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে। 
- 
তার রচিত কবিতা 'স্মৃতিস্তম্ভ' মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 
আলাউদ্দিন আল আজাদের সাহিত্যকর্মসমূহ:
- 
উপন্যাস: - 
তেইশ নম্বর তৈলচিত্র 
- 
শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন 
- 
কর্ণফুলী 
- 
ক্ষুধা ও আশা 
- 
খসড়া কাগজ 
- 
স্বপ্নশিলা 
- 
বিশৃঙ্খলা 
 
- 
- 
কাব্যগ্রন্থ: - 
মানচিত্র 
- 
ভোরের নদীর মোহনায় জাগরণ 
 
- 
- 
গল্পগ্রন্থ: - 
জেগে আছি 
- 
মৃগনাভি 
- 
ধানকন্যা 
- 
যখন সৈকত 
- 
অন্ধকার সিঁড়ি 
- 
জীবনজামিন 
- 
আমার রক্ত স্বপ্ন আমার 
 
- 
