A
আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
B
ক্ষমা একটি মহানগুণ।
C
সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
D
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
-
অন্যান্য অশুদ্ধ ও শুদ্ধ বাক্যসমূহ:
-
অশুদ্ধ: সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
শুদ্ধ: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে। -
অশুদ্ধ: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
শুদ্ধ: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই। -
অশুদ্ধ: ক্ষমা একটি মহানগুণ।
শুদ্ধ: ক্ষমা একটি মহৎ গুণ।
-

0
Updated: 15 hours ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 week ago
A
তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন
B
বিদ্যান মূর্ব অপেক্ষা শ্ৰেয়
C
আমার আর বঁচিবার স্বাদ নাই
D
কোন বাক্যই শুদ্ধ নয়।
প্রদত্ত প্রশ্নের বাক্যগুলোর কোনো বাক্যই শুদ্ধ নয়।
তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন। বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়। আমার আর বাঁচিবার স্বাদ নাই। বাক্যগুলোতে বচন ব্যবহারের ভুল রয়েছে।

0
Updated: 1 week ago
'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
Created: 5 days ago
A
লিপ্সা
B
বুভুক্ষা
C
বিবক্ষা
D
দিদৃক্ষা
এক কথায় ইচ্ছার প্রকাশ
-
দেখবার ইচ্ছা: দিদৃক্ষা
-
বলবার ইচ্ছা: বিবক্ষা
-
ভোজন করার ইচ্ছা: বুভুক্ষা
-
লাভ করার ইচ্ছা: লিপ্সা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 5 days ago
'জলদ' কোন ধরনের তৎপুরুষ সমাস?
Created: 5 days ago
A
অলুক তৎপুরুষ
B
সপ্তমী তৎপুরুষ
C
পঞ্চমী তৎপুরুষ
D
উপপদ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ সমাস
-
সংজ্ঞা:
যে পদের সঙ্গে পরবর্তী ক্রিয়ামূলের কৃৎ-প্রত্যয় যুক্ত হয়, সেই পদকে উপপদ বলা হয়।
কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস গঠিত হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। -
উদাহরণ:
-
জলে চরে যা → জলচর
-
জল দেয় যে → জলদ
-
পক্ষে জন্মে যা → পঙ্কজ
-
-
অন্যান্য উদাহরণ:
গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা, পাড়াবেড়ানি, ছা-পোষা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)

0
Updated: 5 days ago