A
A true statement
B
Equal opportunity to get a job
C
Free expression of opinions
D
Two contrary things in the same statement
উত্তরের বিবরণ
'Equivocation' means - Two contrary things in the same statement.
• Equivocation (noun):
Meaning: The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself; prevarication/To contrary things in the same statement.
Bengali meaning: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) A true statement - একটি সত্য বক্তব্য।
খ) Equal opportunity to get a job - সমানভাবে কাজ পাওয়ার সুযোগ।
গ) Free expression of opinions - মতামত প্রকাশের স্বাধীনতা।
Source:
1. Oxford Learner's Dictionary
Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
Choose the word that means the opposite of "Limp".
Created: 15 hours ago
A
Rigid
B
Flaccid
C
Slack
D
Soft
• The opposite of 'Limp' is – Rigid.
Limp (adjective)
English Meaning: lacking firmness, stiffness, or structure; soft or drooping.
Bangla Meaning: ঢিলে, নিস্তেজ, নরম ও অসংগঠিতভাবে ঝুলে পড়া।
অপশন আলোচনা:
ক) Rigid – কঠিন; দৃঢ়; শক্ত।
খ) Flaccid – ঢিলে; নিস্তেজ; মাংসল ও নরমভাবে ঝুলে পড়া।
গ) Slack – ঢিলে; আলগা; শক্ত না থাকা।
ঘ) Soft – নরম; কোমল।

0
Updated: 15 hours ago
The expression 'after one's own heart' means ___.
Created: 1 week ago
A
To be in low spirit
B
With complete devotion
C
To one's own liking
D
To be in high spirit
Idiom: After One’s Own Heart
English Meaning: Refers to someone whose tastes, preferences, or values closely align with one’s own.
Bangla Meaning: মনের মতো বা নিজের মতো স্বভাবের/পছন্দের মানুষ।
Example Sentences:
-
His passion for protecting nature truly speaks to my soul — every weekend he’s out there planting trees and restoring the environment.
-
Her idea of a perfect vacation — exploring museums and browsing through old bookstores — is completely in tune with my own interests.
Sources:
-
Merriam-Webster Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 week ago
'Out and out' means___.
Created: 1 day ago
A
Not at all
B
Brave
C
Thoroughly
D
Whole heatedly
🔹 Out and Out
-
ইংরেজি অর্থ: পুরোপুরি বা সম্পূর্ণভাবে কিছু হওয়া।
-
বাংলা অর্থ: সম্পূর্ণ, পুরোপুরি, একেবারে।
-
উদাহরণ: He is an out and out gentleman. — সে একেবারে একজন ভদ্রলোক।
🔹 Thoroughly (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: খুব ভালোভাবে বা খুঁটিয়ে।
-
বাংলা অর্থ: সম্পূর্ণরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে।
-
উদাহরণ: She cleaned the room thoroughly. — সে ঘরটা ভালোভাবে পরিষ্কার করল।
🔹 Not at all
-
শিষ্টাচারমূলক ভদ্র জবাব হিসেবে ব্যবহৃত হয়, যেমন কেউ ধন্যবাদ দিলে উত্তর দেওয়া হয়:
“Thank you very much.” — “Not at all.” (মানে: কিছু না, কোনো অসুবিধা না)। -
বাংলা অর্থ: আদৌ না, মোটেও না।
🔹 Brave (বিশেষণ)
-
ইংরেজি অর্থ: সাহসী, ভয়হীন।
-
বাংলা অর্থ: সাহসী, নির্ভীক।
-
উদাহরণ: It was a brave decision. — এটা ছিল সাহসী একটা সিদ্ধান্ত।
🔹 Generally (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: বেশিরভাগ সময় বা সাধারণ নিয়মে।
-
বাংলা অর্থ: সাধারণত, সচরাচর, সাধারণভাবে।
-
উদাহরণ: People generally prefer tea in the morning. — সাধারণত মানুষ সকালে চা পছন্দ করে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল অভিধান

0
Updated: 1 day ago