A
অনূঢ়া
B
মৃতবৎসা
C
অবীরা
D
রামা
উত্তরের বিবরণ
নারী সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য ও অবস্থার এক কথায় প্রকাশ জানা গুরুত্বপূর্ণ।
-
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা
-
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা / সুহাসিনী
-
যে নারীর অসূয়া নেই = অনসূয়া
-
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা
-
যে নারী সুন্দরী = রামা
-
যে নারী সাগরে বিচরন করে = সাগরিকা
-
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া
-
যে নারী স্বামী ও পুত্র মৃত = অবীরা
-
যে নারীকে সূর্যের আলো স্পর্শ করেনি = অসূর্যস্পশ্যা

0
Updated: 15 hours ago
'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে-
Created: 1 month ago
A
নিদাঘ
B
নশ্বর
C
নষ্টমান
D
বিনশ্বর
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ হচ্ছে - নশ্বর।
অন্যদিকে,
• 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় হবে- 'অবিনশ্বর'।
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ - অনিকেত।
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ - নশ্বর।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ - ক্ষণস্থায়ী।
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ - অস্থায়ী।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
‘শুভক্ষণে জন্ম যার’- এক কথায় কী হবে?
Created: 6 days ago
A
ক্ষণজন্মা
B
শুভজন্মা
C
জন্মাধীর
D
শুভজন্মকাল
শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা। ক্ষণজন্মা শব্দের অর্থ - শুভ মুহূর্তে জাত,ভাগ্যবান ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।

0
Updated: 6 days ago
‘বীর সন্তান প্রসব করে যে নারী’ – এক কথায় তাকে কী বলে?
Created: 1 week ago
A
বীরপুত্র
B
রত্নগর্ভা
C
স্বর্ণমাতা
D
বীরপ্রসূ
‘বীর সন্তান প্রসব করে যে নারী’ – বীরপ্রসূ। যে নারীর হিংসা নেই = অনসূয়া। যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী। যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা। যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা। যে নারীর নতুন বিয়ে হয়েছে = নবোঢ়া। যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।

0
Updated: 1 week ago