ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত প্রথম বাংলা দৈনিক পত্রিকার নাম কী?
A
সংবাদ রত্নাবলী
B
সংবাদ সাধুরঞ্জন
C
সংবাদ প্রভাকর
D
তত্ত্ববোধিনী
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন প্রখ্যাত কবি এবং সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধিক্ষণের কবি হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী কবি হিসেবে পরিচিত। তাঁর ছদ্মনাম ছিল ‘ভ্রমণকারী বন্ধু’।
-
তিনি প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনা করেন।
-
সংবাদ প্রভাকরের পাশাপাশি তিনি সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন এবং সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেছেন।
-
বাংলা সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র তাঁকে ‘খাঁটি বাঙালি’ কবি হিসেবে অভিহিত করেছেন।
0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র গুপ্ত মূলত কী ছিলেন?
Created: 1 month ago
A
ঔপন্যাসিক ও চিত্রকার
B
কবি ও সাংবাদিক
C
নাট্যকার ও চিন্তাবিদ
D
ঔপন্যাসিক ও সাংবাদিক
ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন খ্যাতনামা কবি ও সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যের মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগ হিসেবে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত।
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত:
-
একজন কবি ও সাংবাদিক।
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
তিনি প্রথম বাংলা দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর সম্পাদনা করেন।
-
এছাড়াও তিনি সংবাদ রত্নাবলী এবং সংবাদ সাধুরঞ্জন নামের পত্রিকাগুলো সম্পাদনা করেছিলেন।
-
0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে বঙ্কিমচন্দ্র কী বলেছেন?
Created: 1 month ago
A
প্রথম নবজাগরণের কবি
B
খাঁটি বাঙালি কবি
C
সন্ধিক্ষণের কবি
D
সংবাদপত্রকার কবি
ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন একজন প্রখ্যাত কবি এবং সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধিক্ষণের কবি হিসেবে খ্যাত। তিনি অবক্ষয় যুগের কবি ছিলেন, অর্থাৎ মধ্যযুগ এবং আধুনিক যুগের মিলনকারী হিসেবে তাঁর কাব্যিক পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও, তিনি প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ এর সম্পাদক ছিলেন এবং ছদ্মনাম ‘ভ্রমণকারী বন্ধু’ ব্যবহার করতেন।
-
পেশা ও পরিচয়: কবি, সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
সাহিত্যিক মর্যাদা: যুগসন্ধিক্ষণের কবি; অবক্ষয় যুগের কবি
-
সম্পাদনা করা পত্রিকা:
-
সংবাদ প্রভাকর
-
সংবাদ রত্নাবলী
-
পাষন্ডপীড়ন
-
সংবাদ সাধুরঞ্জন
-
-
প্রশংসা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে ‘খাঁটি বাঙালি’ কবি হিসেবে উল্লেখ করেছেন
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত ছিলেন-
Created: 1 month ago
A
আলাওল
B
ভারতচন্দ্র রায়
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
গোবিন্দদাস
ঈশ্বরচন্দ্র গুপ্ত ও তাঁর কার্যক্রম
-
জন্ম: ১৮১২, শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গ।
-
পেশা ও পরিচয়: কবি ও সাংবাদিক। সাহিত্যিক ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু।
-
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত; সমকালীন সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও ভাষা, ছন্দ ও অলঙ্কার মধ্যযুগীয়।
-
রচনার বিশেষত্ব: ব্যঙ্গ-বিদ্রূপ।
-
পত্রিকাজীবন:
-
১৮৩১ সালে ‘সংবাদ প্রভাকর’ (সাপ্তাহিক) প্রতিষ্ঠা।
-
১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত।
-
অন্যান্য সম্পাদিত পত্রিকা: সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন।
-
-
গুরুত্বপূর্ণ কীর্তি: কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ।
-
মৃত্যু: ১৮৫৯।
0
Updated: 1 month ago