শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
A
আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
B
ক্ষমা একটি মহানগুণ।
C
সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
D
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
- 
অন্যান্য অশুদ্ধ ও শুদ্ধ বাক্যসমূহ: - 
অশুদ্ধ: সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে। 
 শুদ্ধ: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।
- 
অশুদ্ধ: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই। 
 শুদ্ধ: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।
- 
অশুদ্ধ: ক্ষমা একটি মহানগুণ। 
 শুদ্ধ: ক্ষমা একটি মহৎ গুণ।
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
কোনটি অশুদ্ধ বাক্য?
Created: 1 month ago
A
হাতে টাকা নেই, একারণেই চোখে সরষে ফুল দেখছ।
B
এ কথা প্রমাণিত হয়েছে।
C
তারা বাড়ি যাচ্ছে।
D
অতিশয় দুঃখিত হলাম।
অশুদ্ধ বাক্য: অতিশয় দুঃখিত হলাম
শুদ্ধ বাক্য: অত্যন্ত দুঃখিত হলাম
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি সঠিক?
Created: 2 months ago
A
কৌতুহল
B
অচিন্ত্যনীয়
C
ধরণি
D
মনোকষ্ট
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সঠিক বানান = ধরণি।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ: 
- পৃথিবী, ধরা।
অন্যদিকে,
• অশুদ্ধ = কৌতুহল;
• শুদ্ধ = কৌতূহল;
• অশুদ্ধ = অচিন্ত্যনীয়;
• শুদ্ধ = অচিন্তনীয়;
• অশুদ্ধ = মনোকষ্ট;
• শুদ্ধ = মনঃকষ্ট;
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
‘বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
Created: 1 month ago
A
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
B
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
C
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
D
বিদ্বান মূর্খ অপেক্ষা অধিক শ্রেষ্ঠ।
এখানে বাক্যটির শুদ্ধরুপ হল- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago