শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
A
আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
B
ক্ষমা একটি মহানগুণ।
C
সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
D
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
উত্তরের বিবরণ
শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
-
অন্যান্য অশুদ্ধ ও শুদ্ধ বাক্যসমূহ:
-
অশুদ্ধ: সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
শুদ্ধ: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে। -
অশুদ্ধ: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
শুদ্ধ: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই। -
অশুদ্ধ: ক্ষমা একটি মহানগুণ।
শুদ্ধ: ক্ষমা একটি মহৎ গুণ।
-
0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটি প্রয়ােগগত দিক থেকে শুদ্ধ?
Created: 1 month ago
A
আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
B
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
C
তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
D
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম ।
প্রশ্নের অপশন গ) তে থাকা বাক্য "তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।" পুরোপুরি শুদ্ধ এবং প্রয়োগের দিক থেকে সঠিক। অন্যান্য অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ নিম্নরূপ:
-
অশুদ্ধ: আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
শুদ্ধ: আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই। -
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত। -
অশুদ্ধ: সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
শুদ্ধ: সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।
0
Updated: 1 month ago
শুদ্ধ বাক্য কোনটি?
Created: 1 month ago
A
ঘটনা বর্ণনা হয়েছে।
B
আমি সন্তোষ হলাম।
C
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
D
আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
শুদ্ধ বাক্য: আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: ঘটনা বর্ণনা হয়েছে।
শুদ্ধ: ঘটনা বর্ণিত হয়েছে। -
অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম। -
অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
0
Updated: 1 month ago
'কথোপকথন' কোন ধরনের সন্ধি সাধিত শব্দ?
Created: 1 month ago
A
বিসর্গ সন্ধি
B
ব্যঞ্জন সন্ধি
C
স্বরসন্ধি
D
নিপাতনে সিদ্ধ সন্ধি
স্বরসন্ধির নিয়ম (অ+উ / অ+ঊ / আ+উ / আ+ঊ → ও)
সংজ্ঞা:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম উ-ধ্বনি বা দীর্ঘ ঊ-ধ্বনি যুক্ত হলে তা ও-ধ্বনিতে রূপান্তরিত হয়। বানানে এটি ও-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
উদাহরণসমূহ:
-
অ + উ → ও:
-
সর্ব + উচ্চ = সর্বোচ্চ
-
সূর্য + উদয় = সূর্যোদয়
-
দীর্ঘ + উচ্চারণ = দীর্ঘোচ্চারণ
-
প্রশ্ন + উত্তর = প্রশ্নোত্তর
-
-
অ + ঊ → ও:
-
নব + ঊঢ়া = নবোঢ়া
-
সর্ব + ঊর্ধ্ব = সর্বোর্ধ্ব
-
-
আ + উ → ও:
-
যথা + উচিত = যথোচিত
-
কথা + উপকথন = কথোপকথন
-
যথা + উপযুক্ত = যথোপযুক্ত
-
-
আ + ঊ → ও:
-
গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি
-
মহা + ঊর্মি = মহোর্মি
-
মহা + ঊর্ধ্ব = মহোর্ধ্ব
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago