A
নির্মোহ
B
নির্লিপ্ত
C
নির্লিপ্ত
D
ব্যাহত
উত্তরের বিবরণ
সংহত’ শব্দের বিপরীতার্থক শব্দ → বিভক্ত
অন্যদিকে কিছু শব্দ ও তাদের বিপরীতার্থক রূপ:
নির্মোহ = মোহহীন
নির্লিপ্ত = উদাসীনতা
ব্যাহত = ব্যর্থ
আরো কিছু বিপরীতার্থক শব্দ:
নতুন ↔ পুরাতন
ভূত ↔ ভবিষ্যৎ
ত্বরা ↔ বিলম্ব
প্রাচীন ↔ অর্বাচীন

0
Updated: 15 hours ago
পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ–
Created: 4 days ago
A
প্রাতীচ্য
B
প্রাচ্য
C
পশ্চিমা
D
পূর্ব পশ্চিম
পাশ্চাত্য: পশ্চিমাদেশীয়, প্রতীচ্য, ইউরোপীয় বা আমেরিকা দেশীয় পাশ্চাত্য শিক্ষা.; পশ্চাদ্বর্তী; পশ্চাৎ আগত। প্রাচ্য : পূর্বদেশীয়।

0
Updated: 4 days ago
বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
বন্ধুর
B
অসম
C
সুষম
D
ঋজু
বঙ্কিম শব্দের বিপরীত শব্দ ঋজু

0
Updated: 1 month ago
জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
Created: 1 month ago
A
অরণ্য
B
পর্বত
C
স্থাবর
D
সমুদ্র
‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ - স্থাবর।
• জঙ্গম (বিশেষণ),
অর্থ: গতিশীল, চেলমান, সচল।
• স্থাবর (বিশেষণ),
অর্থ: নিশ্চল; স্থির; অসাড়; স্থানান্তরিত করার অযোগ্য।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
• ‘হর্ষ’ শব্দের বিপরীত শব্দ - বিষাদ।
• ‘সচেষ্ট’ শব্দের বিপরীত শব্দ - নিচেষ্ট।
• ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
• ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ - তিরোভাব।
• ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ - সান্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago