A
হামলাকারী
B
বিশৃঙ্খলাকারী
C
বিবাদী
D
মীমাংসা
উত্তরের বিবরণ
Disputant শব্দের সঠিক বাংলা পারিভাষিক রূপ হলো বিবাদী।
অন্যদিকে কিছু সম্পর্কিত পরিভাষা হলো—
-
হামলাকারী = Attacker
-
বিশৃঙ্খলাকারী = Disturber / Agitator
-
মীমাংসা = Settlement / Resolution

0
Updated: 15 hours ago
Anatomy শব্দের অর্থ-
Created: 1 month ago
A
সাদৃশ্য
B
স্নায়ুতন্ত্র
C
শারীরবিদ্যা
D
অঙ্গ-সঞ্চালন
‘Anatomy’ শব্দের অর্থ - অঙ্গব্যবচ্ছেদ-বিদ্যা, শারীরবিদ্যা।
এরূপকিছু গুরুত্বপূর্ণ পারিভাষিতক শব্দ হলো:
• ‘Cold War’ - অর্থ স্নায়ুযুদ্ধ।
• ‘Xanthic’ অর্থ - হলদেটে বা পীতবর্ণ(বিশেষণ)।
• ‘Warship’ অর্থ - রণতরী।
• ‘Virile’ অর্থ - কাপুরুষোচিত।
• ‘Monogram’ - শব্দের অর্থ অভিজ্ঞান।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
শীকর শব্দের অর্থ-
Created: 6 days ago
A
গাছের মূল
B
মেনে নেয়া
C
জলকণা
D
রাজত্ব
'শীকর ' বিশেষ্য বাচক শব্দ। যার অর্থ বাতাসে ভাসমান জলকণা।

0
Updated: 6 days ago
"ডেকে ডেকে হয়রান হচ্ছি।" - এ বাক্যে 'ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
Created: 3 weeks ago
A
পৌনঃপুনিকতা
B
কালের বিস্তার
C
বিরক্তি
D
অনুভূতি
দ্বিরুক্তি শব্দের উদাহরণ
-
পৌনঃপুনিকতা বোঝাতে:
-
ডেকে ডেকে হয়রান হয়েছি।
-
-
বিশেষণ রূপে:
-
এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।
-
-
স্বল্পকাল স্থায়ী বোঝাতে:
-
দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো।
-
-
ক্রিয়া বিশেষণ বোঝাতে:
-
দেখে দেখে যেও।
-
-
অনুভূতি বা ভাব বোঝাতে:
-
ভয়ে গা ছম ছম করছে।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 weeks ago