বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোনটি ব্যবহৃত হয়?
A
সেমিকোলন
B
বিন্দু
C
হাইফেন
D
ড্যাশ
উত্তরের বিবরণ
বিরামচিহ্নের বিভিন্ন প্রকার এবং তাদের ব্যবহার নিয়ে আমরা জানি, বাক্যের স্বচ্ছতা ও অর্থবোধের জন্য সঠিক চিহ্ন ব্যবহারের গুরুত্ব অপরিসীম।
-
হাইফেন (-): বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড়ো গৌরব।
-
উদাহরণ: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে।
-
-
বিন্দু (.): শব্দসংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে ব্যবহৃত হয়।
-
ইংরেজিতে এটি ফুলস্টপ বা পিরিয়ড (.) সমতুল্য।
-
সংখ্যা বা বর্ণ দিয়ে ক্রম নির্দেশ করলে বিন্দু বসে।
-
উদাহরণ: ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
-
উদাহরণ: ভাষার প্রধান উপাদান চারটি: ১. ধ্বনি, ২. শব্দ, ৩. বাক্য ও ৪. অর্থ।
-
-
সেমিকোলন (;): স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে ব্যবহৃত হয়।
-
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
-
-
ড্যাশ (-): সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করতে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: বাংলাদেশ দল জয়লাভ করেছে–বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।
-
উদাহরণ: ঐ লোকটি—যিনি গতকাল এসেছিলেন—তিনি আমার মামা।
-
0
Updated: 1 month ago
কমা (Comma)- এর বাংলা কী?
Created: 2 months ago
A
পূর্ণচ্ছেদ
B
দৃষ্টান্তছেদ
C
পাদচ্ছেদ
D
অর্ধচ্ছেদ
কমা (,) হলো একটি বিরামচিহ্ন।
এর কাজ হলো বাক্যের মধ্যে অল্প বিরতি বা থামা বোঝানো।
বাংলা ভাষায় Comma (,)-কে "অর্ধচ্ছেদ" বলা হয়।
কেন "অর্ধচ্ছেদ"?
-
কারণ "পূর্ণচ্ছেদ (।)" সম্পূর্ণ বিরতি নির্দেশ করে।
-
আর কমা (,) নির্দেশ করে আংশিক বিরতি বা অর্ধেক ছেদ।
-
তাই একে অর্ধচ্ছেদ বলা হয়।
0
Updated: 2 months ago
'সেমিকোলন’ এর বাংলা অর্থ কী?
Created: 1 month ago
A
পাদচ্ছেদ
B
দৃষ্টান্তচ্ছেদ
C
অর্ধচ্ছেদ
D
পূর্ণচ্ছেদ
‘সেমিকোলন’-এর বাংলা অর্থ হলো অর্ধচ্ছেদ। এটি মূলত স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে ব্যবহৃত হয়। যেমন: সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
সেমিকোলন চিহ্নের ব্যবহার
-
একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখতে সেগুলোর মাঝে সেমিকোলন বসে।
-
কমার বারবার ব্যবহারের পর কিন্তু দাঁড়ির আগে সেমিকোলন বসানো হয়।
-
কমার তুলনায় অধিক বিরতির প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহার করা হয়।
-
কোনো তালিকায় বিদ্যমান একাধিক ব্যক্তির নাম ও পদের তালিকা স্পষ্টভাবে অনুধাবনের সুবিধার্থে সেমিকোলন ব্যবহার করা হয়।
যেমন: গঠিত কমিটিতে সভাপতি, মোহাম্মদ আমজাদ; সহ-সভাপতি, নুর উদ্দীন; সাধারণ সম্পাদক, হামেদ আলি প্রমুখ।
0
Updated: 1 month ago
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
Created: 1 month ago
A
দাঁড়ি
B
সেমিকোলন
C
কোলন
D
হাইফেন
‘কমা’ অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। অন্যান্য বিরাম চিহ্নের বিরামের কাল: কমা- ১ বলতে যে সময় প্রয়োজন। দাঁড়ি- ১ সেকেন্ড। প্রশ্নবোধক- ১ সেকেন্ড। বিস্ময়চিহ্ন- ১ সেকেন্ড। কোলন, কোলন-ড্যাস, ড্যাস- ১ সেকেন্ড। হাইফেন- থামার প্রয়োজন নেই।
0
Updated: 1 month ago