A
পাদচ্ছেদ
B
দৃষ্টান্তচ্ছেদ
C
অর্ধচ্ছেদ
D
পূর্ণচ্ছেদ
উত্তরের বিবরণ
‘সেমিকোলন’-এর বাংলা অর্থ হলো অর্ধচ্ছেদ। এটি মূলত স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে ব্যবহৃত হয়। যেমন: সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
সেমিকোলন চিহ্নের ব্যবহার
-
একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখতে সেগুলোর মাঝে সেমিকোলন বসে।
-
কমার বারবার ব্যবহারের পর কিন্তু দাঁড়ির আগে সেমিকোলন বসানো হয়।
-
কমার তুলনায় অধিক বিরতির প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহার করা হয়।
-
কোনো তালিকায় বিদ্যমান একাধিক ব্যক্তির নাম ও পদের তালিকা স্পষ্টভাবে অনুধাবনের সুবিধার্থে সেমিকোলন ব্যবহার করা হয়।
যেমন: গঠিত কমিটিতে সভাপতি, মোহাম্মদ আমজাদ; সহ-সভাপতি, নুর উদ্দীন; সাধারণ সম্পাদক, হামেদ আলি প্রমুখ।

0
Updated: 15 hours ago
ডিগ্রী পদবি লেখার সময় কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 2 weeks ago
A
কোলন
B
কমা
C
সেমিকোলন
D
ত্রিবিন্দু
কমা (,) এর ব্যবহার
-
বাক্য বিভাজন:
-
বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে।
-
উদাহরণ: সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
-
-
একাধিক বিশেষ্য/বিশেষণ:
-
পরস্পর সম্পর্কিত একাধিক পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরে কমা বসে।
-
উদাহরণ: ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
-
-
সম্বোধন:
-
সম্বোধনের পরে কমা বসে।
-
উদাহরণ: রশিদ, এদিকে এসো।
-
-
জটিল বাক্য:
-
প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসে।
-
উদাহরণ: যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
-
-
উদ্ধৃতি:
-
উদ্ধৃতির আগে খণ্ডবাক্যের শেষে কমা বসে।
-
উদাহরণ: আহমদ ছফা বলেন, 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।'
তুমি বললে, 'আমি কালকে আবার আসবো।'
-
-
তারিখ:
-
মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে।
-
উদাহরণ: ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
-
-
ঠিকানা:
-
বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কমা বসে।
-
উদাহরণ: ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।
-
-
ডিগ্রী/পদবি:
-
ডিগ্রী বা পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ডক্টর মুহম্মদ এনামুল হক, এম, এ, পি-এইচ, ডি।
-
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯-২০২১ সংস্করণ)

0
Updated: 2 weeks ago
যেসব বাক্যে ভাবসাদৃশ্য আছে তাদের মধ্যে কোন বিরামচিহ্ন বসে?
Created: 1 day ago
A
সেমিকোলন
B
হাইফেন
C
কোলন
D
ড্যাশ
বিরাম চিহ্ন
লেখার সময় বাক্যের মধ্যে বিরতি বা ছেদ দেখানোর জন্য কিছু বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এধরনের চিহ্নগুলোকে বিরতি চিহ্ন, যতি চিহ্ন, ছেদ চিহ্ন বা ভাষা চিহ্ন বলা হয়।
সেমিকোলনের (;) ব্যবহার
-
স্বাধীন বাক্য সংযুক্ত করতে:
-
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝে সেমিকোলন ব্যবহার করা হয়।
-
উদাহরণ: তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
-
-
সমজাতীয় বাক্য বা বক্তব্য স্পষ্ট করতে:
-
সমজাতীয় বাক্য পাশাপাশি প্রতিস্থাপন করলে সেমিকোলন বসানো হয়।
-
উদাহরণ: বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন; শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণ-সস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে।
-
-
যোগক শব্দ ছাড়া সংযুক্ত বাক্যে:
-
দুটি বা ত্রি-বচন যুক্ত না হলে সেমিকোলন ব্যবহার হয়।
-
উদাহরণ: আগে পাঠ্যবই পড়; পরে গল্প-উপন্যাস।
-
-
তালিকা বা নাম-পদ উল্লেখে:
-
একাধিক ব্যক্তির নাম ও পদ উল্লেখ থাকলে বোঝার সুবিধার জন্য সেমিকোলন বসানো হয়।
-
উদাহরণ: এবারের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে যাঁরা রয়েছেন তাঁরা হলেন: আকবরউদ্দিন আহমদ, সভাপতি; আফসার রায়হান, সাধারণ সম্পাদক; চিত্ত বড়ুয়া, প্রচার সম্পাদক; এন্ড্রু গোমেজ, সংস্কৃতি সম্পাদক; ইত্যাদি।
-
-
যোজক শব্দের আগে:
-
সেজন্যে, তবু, তথাপি, সুতরাং ইত্যাদি যোজক বৈপরীত্য বা অনুমান প্রকাশ করলে তাদের আগে সেমিকোলন বসে।
-
উদাহরণ: সে ফেল করেছে; সেজন্যে সে মুখ দেখায় না। মনোযোগ দিয়ে পড়; তাহলেই পাশ করবে।
-
-
ভাবসাদৃশ্যযুক্ত বাক্যে:
-
যেসব বাক্যে ভাবসাদৃশ্য আছে তাদের মধ্যে সেমিকোলন বসানো হয়।
-
উদাহরণ: দিনটা ভালো নয়; মাঝে মাঝে বৃষ্টি পড়ছে।
-
-
বিতর্কিত বা ছোটো অংশ নির্দেশ করতে:
-
ছোটো ছোটো বিতর্কিত অংশের জন্যও সেমিকোলন ব্যবহার করা হয়।
-
উদাহরণ: মেয়েটি, যে প্রথম হয়েছে, একটি পুরস্কার পেয়েছে; এবার আশা করা যায়, সে আরও ভালো করবে।
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 day ago
নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
Created: 1 week ago
A
ড্যাস
B
কোলন
C
সেমিকোলন
D
হাইফেন
হাইফেন কে সংযোগ চিহ্ন বলা হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়।

0
Updated: 1 week ago