'Disputant' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
A
হামলাকারী
B
বিশৃঙ্খলাকারী
C
বিবাদী
D
মীমাংসা
উত্তরের বিবরণ
Disputant শব্দের সঠিক বাংলা পারিভাষিক রূপ হলো বিবাদী।
অন্যদিকে কিছু সম্পর্কিত পরিভাষা হলো—
-
হামলাকারী = Attacker
-
বিশৃঙ্খলাকারী = Disturber / Agitator
-
মীমাংসা = Settlement / Resolution
0
Updated: 1 month ago
In the good look – অর্থ কী?
Created: 1 month ago
A
সুন্দর দেখাতে
B
সুনজরে
C
শুভ কামনা
D
ভালো চাই
উত্তর: খ) সুনজরে
“In the good look” বলতে কাউকে সুনজরে রাখা বা কারও অনুকম্পায় থাকা বোঝায়।
যেমন, He is in the good look of his teacher → সে তার শিক্ষকের সুনজরে আছে। অন্য অপশনগুলো (সুন্দর দেখাতে, শুভ কামনা, ভালো চাই) এখানে প্রাসঙ্গিক নয়।
0
Updated: 1 month ago
‘Superstitions’ শব্দের অর্থ –
Created: 2 months ago
A
জাদুবিদ্যা
B
সেতুবন্ধন
C
কুসংস্কারাচ্ছন্ন
D
উপাসনা
‘Superstitions’ শব্দের অর্থ হলো:
গ) কুসংস্কারাচ্ছন্ন
এটি এমন একটি বিশ্বাস বা ধারণা, যা যুক্তি বা বৈজ্ঞানিক ভিত্তিহীন, এবং সাধারণত ভীতি বা ভাগ্যের উপর নির্ভর করে। যেমন: কালো বিড়াল সামনে দিয়ে গেলে অশুভ হবে — এটি একটি কুসংস্কার।
0
Updated: 2 months ago
অম্বু শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
সূর্য
B
আগুন
C
নদী
D
জল
অম্বু শব্দের অর্থ - পানি, বারি, জল, সলিল, অপ, পয়ঃ, উদক, নীর, পুষ্কর ইত্যাদি।
0
Updated: 1 month ago