'শম্বর' ও 'সংবরা' শব্দদুটির অর্থ যথাক্রমে-
A
হরিণ ও নিবারণ করা
B
হাতি ও পানি
C
নিবারণ করা ও হরিণ
D
পানি ও হাতি
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে শম্বর শব্দের একাধিক অর্থ পাওয়া যায়।
-
ডালপালার মতো ছড়ানো শিংবিশিষ্ট কালচে রঙের বড়ো হরিণ-বিশেষ।
-
মাছবিশেষ।
-
পুরাণে বর্ণিত এক প্রকার অসুর।
-
জল বা পানি।
অন্যদিকে সংবরা শব্দের অর্থ হলো দমন করা বা নিবারণ করা। এছাড়া রান্নার ক্ষেত্রে ব্যঞ্জনের স্বাদবৃদ্ধির জন্য গরম তেল বা ঘিয়ে ভাজা শুকনো লংকা, জিরা, তেজপাতা প্রভৃতি মসলার মিশ্রণকে বোঝানো হয়, যাকে ফোড়ন, বাগার বা সাঁতলানোর মসলা বলা হয়।
0
Updated: 1 month ago
"বাতায়ন পাশে গুবাক তরুর সারি।" - কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
নারিকেল
B
খেজুর
C
সুপারি
D
ঝাউ
কাজী নজরুল ইসলাম ও “চক্রবাক” কাব্যগ্রন্থ
-
কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্যতম কবিতা: “বাতায়ন পাশে গুবাক তরুর সারি”।
-
এখানে ‘গুবাক’ শব্দের অর্থ হলো সুপারি।
-
কবিতাটি প্রেমের কাব্য।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ)
-
সঞ্চিতা
-
মরুভাস্কর
-
চিত্তনামা
-
ছায়ানট
-
বিষের বাশী
-
সন্ধ্যা
-
দোলন চাপা
-
জিন্জির
-
চক্রবাক
-
প্রলয়শিখা
-
ফণিমনসা
-
সর্বহারা
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙ্গার গান
-
ঝিঙে ফুল
-
সাম্যবাদী
গুবাক / গূবাক (বিশেষ্য)
-
সুপারি (উদাহরণ: “বিশ্বাসে গুবাক পান খান তার হাতে” – ঘনরাম চক্রবর্তী)
-
সুপারি গাছ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি অভিধান
0
Updated: 2 months ago
‘মূঢ়তা' শব্দের অর্থ কী?
Created: 5 days ago
A
দৃঢ়তা
B
অনভিজ্ঞতা
C
গোপনীয়তা
D
বাস্তবতা
0
Updated: 5 days ago
'গড্ডলিকা প্রবাহ' বাগ্ধারার 'গড্ডল' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
নদী
B
স্রোত
C
ভেড়া
D
মশা
গড্ডল একটি বিশেষ্য পদ যা মূলত অর্বাচীন সংস্কৃত থেকে নেওয়া হয়েছে। এর অর্থ ও ব্যবহার নিচের মতো:
• অর্থ:
-
ভেড়া
-
মেষ
-
গাড়ল
• উল্লেখযোগ্য ব্যবহার:
-
'গড্ডলিকা প্রবাহ' বাগধারার অর্থ হলো অন্ধ অনুকরণ
0
Updated: 1 month ago