A
148π বর্গ সে.মি.
B
156π বর্গ সে.মি.
C
196π বর্গ সে.মি.
D
144π বর্গ সে.মি.
উত্তরের বিবরণ
সমাধান:
দেওয়া আছে,
গোলকের ব্যাস, 2r = 14 সে.মি.
গোলকের ব্যাসার্ধ, r = 14/2 সে.মি.
∴ r = 7 সে.মি.
আমরা জানি,
গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2
= 4π(7)2
= 196π বর্গ সে.মি।

0
Updated: 16 hours ago
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার। এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?
Created: 16 hours ago
A
786 বর্গমিটার
B
596 বর্গমিটার
C
636 বর্গমিটার
D
512 বর্গমিটার
সমাধান:
এখানে,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a = 16 মিটার,
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ b = 12 মিটার এবং
আয়তাকার ঘনবস্তুর উচ্চতা c = 4.5 মিটার
∴ সমগ্র তলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca)
= 2{(16 × 12) + (12 × 4.5) + (4.5 × 16)} বর্গমিটার
= 2(192 + 54 + 72) বর্গমিটার
= 2 × 318 বর্গমিটার
= 636 বর্গমিটার ।

0
Updated: 16 hours ago
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 25 বর্গমিটার ও আয়তন 100 ঘনমিটার। বেলনটির ভূমির ব্যাসার্ধ কত?
Created: 16 hours ago
A
8 মিটার
B
6 মিটার
C
4 মিটার
D
12 মিটার
সমাধান:
আমরা জানি,
বেলনের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh বর্গ একক ও
বেলনের বক্রতলের আয়তন = πr2h ঘন একক
দেওয়া আছে,
বেলনের বক্রতলের ক্ষেত্রফল 2πrh = 25
ও বেলনের আয়তন πr2h =100
প্রশ্নমতে,
(2πrh)/(πr2h) = 25/100
বা, 2/r = 1/4
∴ r = 8
∴ বেলনের ভূমির ব্যাসার্ধ = 8 মিটার।

0
Updated: 16 hours ago
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত?
Created: 5 days ago
A
২৪৬০ বর্গমিটার
B
২৪৮০ বর্গমিটার
C
২৫২০ বর্গমিটার
D
২৬২০ বর্গমিটার
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত?
সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = x মিটার
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (x - ২৩) মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২{x + (x - ২৩)} মিটার
= ২(২x - ২৩) মিটার
= (৪x - ৪৬) মিটার
প্রশ্নমতে,
৪x - ৪৬ = ২০৬
বা, ৪x = ২০৬ + ৪৬
বা, ৪x = ২৫২
বা, x = ২৫২/৪
∴ x = ৬৩
অর্থাৎ, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৬৩ মিটার
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (৬৩ - ২৩) মিটার
= ৪০ মিটার
∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার
= (৬৩ × ৪০) বর্গমিটার
= ২৫২০ বর্গমিটার ।

0
Updated: 5 days ago